Тёмный

কুয়েতে সুন আহালি ভিসা কি? এবং এর সুযোগ-সুবিধা গুলো। 

Life in Kuwait with Asikul
Подписаться 163
Просмотров 1 тыс.
50% 1

কুয়েতের সুন আহালি ভিসা, সম্পর্কে। আর এই ভিসার সুযোগ সুবিধা সম্পর্কে।
সুন আহালি হচ্ছে private sector এ কাজের ভিসা বা নিদিষ্ট কোন কোম্পানি বা কোন ছোট্ট প্রতিষ্ঠানে কাজের ভিসা।
মানে আপনি যদি এই ভিসায় আসেন, আপনি চাইলে যে কোন কোম্পানি তে বা কোন ছোট দোকানেও কাজ করতে পারবেন বা কাজের জন্যও apply বা আবেদন করতে পারবেন।
কারণ এই ভিসাটা transferable বা স্থানান্তর যোগ্য, আর এর জন্য অনেকে এইটাকে ফ্রি ভিসাও বলে, যদিও কুয়েতে কোন ফ্রি ভিসা বলতে কিছু নেই।
আর সুবিধা-আসুবিধার কথা বলতে গেলে আমি এর সুবিধাই বেশি বলতে পারব মানে, কারণ কুয়েতে এসে ভাল কিছু করতে চাইলে আপনাকে এই ভিসাতেই আসতে হবে।
১। এই ভিসাটা transferable বা স্থানান্তর যোগ্য,
২। কুয়েতের শ্রম আইনে আপনার অধিকার নিয়ে আপনি অনেক strong বা শক্তিশালী অবস্থানে থাকতে পারবেন। মানে আপনার উপর কোন জুলুম হলে প্রশাসনিক সহযোগিতা পাবেন।
৩। আপনি যেই কোম্পানি বা প্রতিষ্ঠানে গেছেন সেখানে ২ বছর শেষ হয়েয়ার পর আপনি চাইলে নতুন কাজ বা প্রতিষ্ঠানে হাওল নিয়ে যেতে পারবেন বা আপনি চাইলে নিজের কোন বেবসা সুরু করতে পারবেন।
৪। নিদিষ্ট কিছু শর্ত পূরণ করে আপনি আপনার wife বা ফ্যামিলির কাউকে visit ভিসা বা আপনের সাথে থাকার আবেদন করতে পারবেন।
৫। আপনি চাইলে installment এ ও কিছু নিতে পারবেন। এবং আরও অনেক ছোট্ট বড় সুবিধা পাবেন।
মোট কথা আপনি কুয়েতে আসতে চাইলে এই ভিসাটি নিয়ে আশার চেষ্টা করুন ইনশাল্লাহ ভাল করতে পারবেন।
তবে খেয়াল রাখতে হবে এই ভিসার মধ্যেই মানে ১৮ নাম্বারের মধ্যে বেস কিছু ভিসা বা category রয়েছে যেমন আখুদ হুকুমা,
খেয়াল রাখবেন ওই সব ভিসায় যেন না দিয়ে দেয়। আখুদ হুকুমায় আসলে ভাই খুবই ভোগান্তির শিকার হতে পারেন।

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@NazrulEmon
@NazrulEmon 8 дней назад
যেতে চাই কিভাবে যাব আমার একটা পরামর্শ দেন
@MdBijoy-gz4zm
@MdBijoy-gz4zm 2 дня назад
আসসালামু আলাইকুম ভাই নাইট ক্লাবে শুন আহালি ভিসা হয় কিনা
@MirjaMurad101
@MirjaMurad101 День назад
ভাইয়া আমি মে মাসে এই ভিসার জন্য আমার কাক্কা কাছে দি,,,জুলাই ৩১ তারিখে লামানা পেপার বের হয়,যা কুয়েতি সুনে জমা দিয়া আসে,,কথা হচ্ছে আজ ১ মাস ২০ দিন লামানা হইছে আর সুনে জমা দিচে,,ভাইয়া এখনও ভিসা বের হয় নাই,, কুয়েতি কে ১২ তারিখে জিগাস করলে সে বলে আশা করে ৩০ তারিখের ভিতর হবে,,তাও Sure দেয় নাই ভাইয়া।।।এত দেরি হবার কারনটা কি ভাইজান.....????
@Asikul14
@Asikul14 День назад
ভাই, দেরি বিভিন্ন কারণে হয়ে থাকে এইটা accurately যিনি আবেদন করেছেন এবং আবেদনের অফিসে গিয়েছেন তিনিই বলতে পারবেন। কারণ দেরি হওয়ার জন্য প্রায় প্রত্যেকেরই ভিন্ন কারণ থাকতে পারে। অনেক সময় immigration এ কাজের চাপ থাকে। আবার কখনও স্পেশাল বা অতিরিক্ত অনুমোদন বা সুপারিশ এর প্রয়োজন হয়। এবং আরও অনেক কারণ থাকে। একটা নিদিষ্ট সময় পর্যন্ত ধর্য্য ধরতে পারেন।
@MirjaMurad101
@MirjaMurad101 День назад
@@Asikul14 খাদেম থেকে সুনের কানুন এর জন্য নাকি দেরি হইছে উনারা বলতে আছে এটা ভাই
@MdAsif-hf5uc
@MdAsif-hf5uc 8 дней назад
এই ভিসা কাজে বেতন কেমন পাওয়া যায়।
@Asikul14
@Asikul14 6 дней назад
বেতন অনেকটা আপনার দক্ষতা, অভিজ্ঞতার আর নির্ভর করে আপনি কিথায় কেমন এবিং কী কোম্পানিতে কাজ করেন। সঠিক জায়গায় কাজ করতে পারলে আপনাকে বেতনের কথা ভাবতে হবে না ইনশাআল্লাহ। এই ভিসায় আসলে আর আপনার লক্ষ্য সঠিক আর সৎ প্ররিশ্রম করতে পারলে আপনি একদিন অবশ্যই ভাল করতে পারবেন।
@Mrmmb-1
@Mrmmb-1 9 дней назад
গাডি বিসায় কুয়েতে যেতে কি কি লাগবে
@Asikul14
@Asikul14 2 дня назад
সাধারণ ভিসার জন্য যা যা লাগে সেগুলো আর আপনার দেশের driving license হলে ভাল হবে। ভিসা নিয়ে কুয়েতের আসবেন তারপর আপনার লাইসেন্স বানাবেন এখানে। তবে খাদেম ভিসায় আসলে আপনাকে driver কোটায় আসলে ভাল হবে। যদিও কফিল চাইলে আপনাকে driver এ transfer করে নিতে পারবে।
@mdsadekhossain331
@mdsadekhossain331 6 дней назад
যেতে চাই
@mohammadrana8357
@mohammadrana8357 5 дней назад
আসসালামুয়ালাইকুম ভাই আমি ইন্ডিয়া থেকে দেখছি চেন্নাইতে car manufacturing private limited এ জব করি আমি যেতে চাই আপনি বা অন্য কারো মাধ্যমে একটা ভিসা পাঠাতে পারবেন
@Asikul14
@Asikul14 5 дней назад
ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। ভাই, আমি আসলে ভিসা দেওয়া বা নেই না। তবে আপনি যদি ভাল কাজ জানেন বা ভাল কাজের অভিজ্ঞতা থাকে। আপনি Linkdhin, indeed এবং আরও ভাল কিছু authentic job site আছে, সেখানে job vacancy দেওয়া থাকে - Apply করতে পারেন।
@nayeembhuiyan9942
@nayeembhuiyan9942 3 дня назад
ভাই ২ বছর ৮ মাস ইতালী এবং ক্রোশিয়ার জন্য ব্যায় করে ২ লক্ষ টাকা লস দিয়ে বর্তমানে আমার আব্বু কুয়েতে সোন আহালীর জন্য পাইভেট কোম্পানী দিয়েছে এখন কথা হচ্ছে ভিসাটা বের হতে কতদিন সময় লাগতে পারে।
@Asikul14
@Asikul14 3 дня назад
ভাই, ১৮ প্রাইভেট কোম্পানির ভিসা processing সময়ের ভিন্নতা রয়েছে। সাধারণত, এটা দুই-তিন সপ্তাহ থেকে দুই এক মাস ও লাগতে পারে। এটা অনেক গুলো কারণের উপর নির্ভর করে, যেমন আপনার জন্য করা Application সঠিকভাবে সম্পূর্ণ করেছে কিনা, আবার immigration office এর কাজের চাপ কেমন। অনেক সময় Additional বা আলাদা ভাবে অনুমোদন প্রয়োজন হয়। সবথেকে ভাল হয় আপনার sponsor বা মালিকের check করা, আর সবথেকে accurate তথ্য দিতে পারবে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ।
@AbubakarSiddique-d1e
@AbubakarSiddique-d1e 2 дня назад
vai apnar number dite parben?
@nayeembhuiyan9942
@nayeembhuiyan9942 2 дня назад
@@AbubakarSiddique-d1e কার নাম্বার
@nayeembhuiyan9942
@nayeembhuiyan9942 2 дня назад
@@Asikul14 আরবীর বন্ধুক বলেছে ২ মাসের মতো লাগবে কতটুকু সত্য ভিসাটা কী ইউরোপের মতো এক পর্যায় বাতিল হয় কিংবা কোন জামেলা হয় নাকি যেমনটা ইউরোপের ক্ষেএে হয়ে থাকে?
@AbubakarSiddique-d1e
@AbubakarSiddique-d1e 2 дня назад
@@nayeembhuiyan9942 vai Apnar number ta den
Далее