দোষটা সম্পূর্ণ ছাত্রদের। তারা কেন জাতীয় পার্টির অফিসের সামনে গেল। কিছু মানুষ এই ছাত্রদের ব্যবহার করে তাদের ফায়দা হাসিল করতে চাচ্ছে। এখনতো জ্বালাও পোড়াও কোন দরকার নেই।
এক কথায় কাজ চালিয়ে দিতেছে ছাত্র- জনতা, তাহলে কেন প্রশাসন আছে, সব কিছুর বিচার যদি এভাবেই হয়, পুলিশ,সেনাবাহিনী ও অন্যান্য কোন বাহিনীর কি প্রয়োজন আছে, যে যার মত করে আইন নিজের হাতে তুলে নিতেছে, এই গুলো ঠিক না৷ আমার কথা হলো তারা তো শুরু থেকে বিরোধীতা করেছিল তাহলে তখন তাদের না হটায়ে এখন কেন বিপ্লব পরবর্তী সময়ে এই কাজ হলো, সকলের মতামত আশা করছি৷
নো এটা আমরা এক সেব করলাম না কারণ এরশাদ কিন্তু ভালো মানুষ ছিলেন তার ছবি ভাংগার কোন অধিকার কারো নেই এটার জন্য আমরা নিন্দা জানাই এটা কোন আদর্শ ছাত্রের কাজ না এটা ও ফ্যাসিবাদী কাজ