কোরআন এর পাখি কোটি,কোটি মুমিন মুসলমানদের হৃদয়ের স্পন্দন প্রিয় দ্বীনি রাহবার আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী নামক নামটি স্থান পেয়ে আছে প্রতিটি ইসলাম প্রিয় ভাই, মা বোনদের হৃদয়ে। ইসলামের জন্য তার অনবদ্য অবদান স্মৃতির পাতায় স্থান পেয়ে থাকবে যুগ যুগ ধরে। মহান রব প্রিয় শায়েখ কে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুক (আমিন)🤲 ♥️🌸
প্রিয় আল্লামা আপনার জন্য চোখে কান্নায় চলে আসে আফসোস জীবন একবারও দেখেনি আপনার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। ❤❤❤💖💖💖মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ও আমার প্রিয় নবীজির দয়া ও করুণা রহমত আপনার উপর পরকালে আবৃত করে। আমিন মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার জান্নাতে আপনি যেন মেহমান হিসেবে চিরকাল থাকেন এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আমিন সুম্মা আমিন
দ্বীন কায়েমের জিহাদে শামিল হওয়ার পরই কষ্টের শুরু। ১৩ টি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তিলে তিলে আল্লাহর রাহে জীবন বিলিয়ে দিলেন। তিনি যদি পীর মুরিদি করতেন, আজ শান শওকতের অভাব হতো না। দ্বীনের পথে কোরবানীতে ইসলামের ইতিহাসে আমাদের শহীদ কোরআনের পাখিটা প্রেরণার বাতিঘর হয়ে, চির ভাস্বর হয়ে থাকবেন।