ভাই রোমানিয়া যেতে কি কি ডকুমেন্ট লাগে এবং কি কি ডকুমেন্ট ছাড়া রোমানিয়া এয়ারপোর্ট থেকে রোমানিয়া এন্ট্রি করতে দিবে না?এবং সর্বোচ্চ কত টাকা নিয়ে রোমানিয়া এন্ট্রি করতে হয়?
ক্রোয়েশিয়াতে যাওয়ার পর যদি কম্পানি আমাকে এমন কাজ দেয় যে কাজ আমার পক্ষে করা সম্ভব নয় তখন আমার করনীয় কি হবে? আমি যদি ঐ কাজ করতে পারব না বলি তখন আমাকে তারা কি করবে মানে দেশে পাঠিয়ে দিবে নাকি অন্য কোন ব্যবস্থা করবে। তারা কি কি করতে পারে?
ভাই স্লোভাকিয়া যেতে কাগজ জমা দিয়েছি গেলে কেমন হবে আর কাজ তো আমি জানি না সে বলছে আমাকে সিখাবে কিন্তু সেই দেশ টা কেমন আর বেতন কেমন একটা ভিডিও বানাবেন প্লিজ স্লোভাকিয়া জন্য বানান প্লিজ
@@nazmulhabib5167 আপনার যাওয়ার দরকার হলে আপনি গেম মেরে যান।আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি এসব বিডিও ও বিভিন্ন প্রশ্ন করি জ্ঞান অর্জনের জন্য।
@@nazmulhabib5167 আপনার কথা বার্তায় বোঝা যায় আপনার পরিবার কেমন?আপনার বাবা মা আপনাকে কেমন শিক্ষা দিয়েছে?নিজের কথা বার্তার জন্য কেন নিজের বাবা মা কে ছোট করেন? অন্যকে সম্মান দিয়ে কথা বলুন, নিজে সম্মান পাবেন। আমি এখন রোমানিয়া বা ক্রোয়েশিয়া থেকে অনেক ভাল আছি।আলহামদুলিল্লাহ। নিজের চরকায় তেল দেন।
মাসিক ভাই রোমানিয়া কি বন্ধু আছে নাকি খুলা আছে প্লিজ একটু দয়া করে রিপ্লাই দিবেন আমি রোমানিয়া জন্য মেডিকেল করতে চেয়ে ছিলাম আপনি যদি দয়া করে একটু রিপ্লাই দেন তাহলে অনেক উপকার হবে প্লিজ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই আপনার ভিডিয় আমি সবসমায় দিকি কারন আমি রুমানিয়ার জন্য এক রিকুডিন এজেনচি পাইল জমা দিয়েচি ৪৫ দিনের আমাকে অপার লেটার দেয় অপার লেটারে আমার চেলারি আসচে ৯৫০ ইউরু আমাকে পতম বলচিল ৫৫০ তেকে ৬০০ ইউরু হবে কিন্ত এটা আমার কচে কনপিউচ লাগে ভাই দয়াকরে জানাবেন
আসসালামু আলাইকুম ভাইয়া অনেকে বলে কুরুশিয়াতে আপনার বেতন এক হাজার ইউরো তুই কুরুসিয়াতে ক্রোয়েশিয়া ১২০০ থেকে এক হাজার ইউরো বলতেছেন হাইয়েস্ট অনেক ভিডিওতে বলে খুশিতে বেতন ভালো আপনি বলতেছেন মনে করতে পারে অন্য কোন ফ্রেন্ডস মুকুল ভাই বলতেছে
১. ভাই অনেক এ ৩-৪ মাস হয়ে গেছে পাসপোর্ট জমা দিয়েছে, কিন্তু ওয়ার্ক পারমিট আসছে না,এটার কারন কি? ২. অনেক এর ওয়ার্ক পারমিট আসছে ৩-৪ মাস হয়ে গেছে কিন্তু ভিসা আসছে না, এটার কারন কি? বিঃদ্র ; জানি ভাই পুরোটাই লাক এর উপর ডিপেন্ড করে তাও ইস্পেসাল কোন কারন আছে কি না ভাই?