খাঁচায় বা আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালনঃ
খাঁচায় বা আবদ্ধ অবস্থায় দেশি মুরগি পালন করাকে আধুনিক পদ্ধতিতে দেশি মুরগি পালন পদ্ধতি বলে। খাচায় দেশি মুরগি পালন করলে মুরগির মৃত্যুর হার কমে যায়, খাদ্য ব্যবস্থাপনা, চিকিৎসা ও রোগ নির্নয় করা সহজ হয়। মুক্ত ভাবে মুরগি পালন করলে বেশি মুরগি পালন করা যায় না। অতঃপর মুরগির রোগ বালাইও বেশি দেখা যায়। তাই আবদ্ধভাবে মুরগি পালন করা ভালো। এই মুরগির জন্য আধুনিক বাসস্থান করা হয়। এখানে সব সময় খাবার ও পানি থাকে এবং অতিরিক্ত গরম এবং ঠান্ডা নিয়ন্ত্রন করা হয় যাতে মুরগি গুলোর কোন ধরনের সমস্যা না হয়। এই মুরগিদের উন্নত মানের খাদ্য খাওয়ানো হয়। এতে মুরগির গ্রোথ ভালো হয় এবং মুরগির ওজন ও বেশি হয়।
#দেশি_মুরগি_পালন_পদ্ধতি
#deshimurgi
#deshimurgichicks
#deshimurgipalan
#খামার_বাড়ি
#মুরগি_পালন
#মুরগির_খামার
#দেশি_মুরগি_পালন_পদ্ধতি
#দেশিমুরগিরখামার
#দেশি_মুরগি
#murgirkhacha
28 окт 2024