স্যার আর নাই আমাদের মাঝে। করোনার থাবা আরেকটা মূল্যবান জীবন এর ইতি টেনে দিল। আল্লাহ উনার নেক নিয়তের উত্তম প্রতিদান দান করুক আর আমাদের উনার শেখানো পথে ভাল কাজ করার তৌফিক দান করুক। //মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে ৩টি আমল বন্ধ হয় না- ১. সদকায়ে জারিয়া, ২. এমন জ্ঞান (ইলম)- যার দ্বারা উপকৃত হওয়া যায় ও ৩. এমন নেক সন্তান- যে তার জন্য দোয়া করে। - সহিহ মুসলিম : ৪৩১০// স্যার ২ নং কাজটি অনেক ভালোভাবে করে গেছেন।
স্যার আপনাকে অন্তরের অন্তস্হল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে,আপনার মত এত বড় মাপের ডাক্তার ও সম্মানিত ব্যক্তি। একজন প্রবাসীর অনুরোধে এতদুর গিয়ে একটি জরাজীর্ণ খামার পরিদর্শন করেছেন।সত্যি আপনি অসাধারণ মনের মানুষ।
স্লামালাইকুম আমি আসলে কিছু বলতে চাই দুঃখিত আপনার ভিডিও দেখে অনেক কিছু আছযা শেখা যায় কিন্তু আপনি যে এলাকাতে গেছেন ওই এলাকার লোক পরিষ্কার-পরিচ্ছন্ন চেনে না শুধু টাকা চেনে আর জমি রাখে কিন্তু জমির ব্যবহার করতে জানে না ওনাদের বাড়িতে অনেকগুলো গরু খুব সুন্দর একটা খামার হয় টাকা খরচ করে কিন্তু বুদ্ধি খরচ করে না কথাগুলো বলতাম না বললাম এই কারণেই ওই এলাকাতে আমি কিছুদিন ছিলাম তাই জানি আমিও সৌদি থাকি আমার বাড়িও গরু আছে খুব যত্নে ধন্যবাদ আপনাকে যে প্রতিপদন করেন তা থেকে অনেক শিক্ষা হয় এটাই একপ্রকার ট্রেনিং স্লামালাইকুম।
আসসালামু আলাইকুম স্যার আপনার ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি মাসুদ রহমান বলছি অংশ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার এরকম প্রান্তিক আমাদের পাশে থাকার জন্য। আপনার জন্য আমরা সকলেই দোয়া করি যেন । আমার যারা প্রান্তিক খামারি আসি । আপনাকে দোয়া করি যেন আপনি। এরকম ভাবে সকলের মাঝে খামারের বিষয়গুলো তুলে চেষ্টা করেন।
আস সালামু আলাইকুম স্যার আমি আফ্রিকার সুদানে আছি, আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে,অন্যান্য চ্যানেলে শুধু লক্ষ টাকা লাভ কোটি টাকা লাভ এসব ভিডিও দেখায় তারা কখনও খামারের ক্ষতিকর দিকগুলো বা ভুলত্রুটি গুলো তুলে ধরে না, স্যার আপনার নিকট আমার অনুরোধ আপনি আরও অনেক খামার পরিদর্শন করে খামারের ভুলগুলো বেশি বেশি করে তুলে ধরবেন । যাতে করে আমরা যারা ভবিষ্যতে খামার করবো, তাদের জন্য একটা ট্রেনিংয়ের কাজ হবে। আমি অপেক্ষায় থাকি আপনার নতুন নতুন ভিডিও দেখার জন্য । আমি আল্লাহর নিকট দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, এ জাতির জন্য আপনার মতো জ্ঞানী মানুষের অনেক প্রয়োজন আছে ।।
আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্যার আপনার কথা গুলো শুনলে অনেক বিস্তারিত বুঝ পাওয়া যায়।আমার কাছে অনেক ভাল লাগে। আপনার কাছে অনুরোধ হল সব সময় কিছু প্রশিক্ষন মূলক ভিডিও দিবেন। অনেক উপকৃত হব।
অনেক ধন্যবাদ স্যার আল্লাহ আপনাকে জাযায়েখায়ের দান করুন আমিও প্রবাসী . বহুদিনের সপ্ন একটি গরুর খামার করবো , সেই সপ্ন বাস্তবায়নে আপনার সহযোগিতা ও পরামর্শ একান্ত ভাবে কামনা করছি অচিরেই দেশে ফিরবো ইনশাআল্লাহ
স্যার আমি জীবনে প্রথম কোন গরুর ফার্ম দেখলাম।সত্যি দেখে খুব কষ্ট লাগল স্যার আমি ও দুবাইতে আছি স্যার আমি ও বাবাকে দিয়ে ফার্ম করছি মোটামুটি ভাল চলছে সব মিলে ১৫ টা আছে। দেশি কোন গাভি নেই
আমাদের এলাকায় একটা কথা বলে, যার যেই কাম না,জুলায় বেচে ত্যাল ৷ আমি দেখলাম ঐ ব্যাক্তির বাড়ীতে প্রচোর পরিমান জায়গা আছে ৷ সে ইচ্ছা করলে ভাল একটা সেড তৈরী করতে পারেন ৷এবং সুন্দর ভাবে গাভী পালন করতে পারেন ৷
সুন্দর Vedio.আপনাদের সবাইকে শুভকামনা।খামার করতে চান?ভাবুন,বুঝুন এবং পরিস্হিতি observation করুন তারপরও আবারও একরার দেখুন নিজের সক্ষমতার সূক্ষ্ণ ভাবে বিশ্লেষণ করুন এবং আপনার কি কি সক্ষমতা আছে ৭ দিন গভেষণা করুন।পাশাপাশি ৩ জন সফল ও ৫ জন ব্যর্থ খামারীর সাথে মতামত নিন।সবশেষে,তাদের ভুল থেকে নিজেকে সংশোধন করুন এরপর মজবুত ভাবে এগোতে শিখুন please.Sustainable and feasable ,টেকসই চিন্তাধারা নিয়ে নিজের ভিত্তি তৈরী করুন চুপেচুপে।পশুপালন আসলেই যদি করতে চান? 1.পশুপালন ট্রেনিং, চিকিৎসা জ্ঞান ও বৈজ্ঞানিক পরিচর্যা শিখুন 2.অভিজ্ঞতা /খামারে কাজের আনন্দ নিন 3.পুঁজি সহ কিছু বাড়তি টাকা যোগার করুন 4. ভূট্টা /উন্নত ঘাসের জায়গা /চাষ করুন 5.ভাল Cowshed তৈরী, 6.উন্নত জাত/Breed নির্বাচন করা 7.দুধ/মাংসের বাজার সম্পর্কে সঠিক তথ্য/বিক্রয় সুযোগ 8.কর্মঠ /ধৈর্য ধারন ক্ষমতা 9. যোগাযোগ ও পরিবহণ সুবিধা। 10.দৃঢ় আত্নবিশ্বাস /আল্লাহর উপর ভরসা রাখা। আপনাদের সবাই কে ধন্যবাদ।আপনার সমস্যা হোক সম্ভাবনাময়,উদ্যোগ হোক সাফল্যমন্ডিত,স্বপ্নের হোক বাস্তবায়ন।বেঁচে থাকুক খামার ও খামারীর স্বপ্ন Dairy Farm management & Livestock development Group facebook.com/groups/1153174521703571/
ASSALMUALAKUM think your for advice you are right. This should not run cow farm . All cow are in pain Don't do THINK YOU dot understand. Cow should FREE move AROUND. PARY UNITY MUSLIM BOTHER AND SISTERS ALL OVER WORLD. ALLAH IS ONE. ALLAH IS BEST PLANER. ALLAH KNOW BEST. AAMEEN.
স্যার আমিও কিন্তু আপনার কথায় খামার করেছি। আপনার পতিটা ভিডিও দেখি এবং মেনে চলার চেস্টা করি ১০০% মানতে পারি না। তবে পতি নিওতো চেষ্টা করি। দোয়া করবেন স্যার
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনার পরামর্শ গুলো অনেক ভালো লাগলো আমি একটা খামারি দিতে চাই অনেক অনেকদিন ধরে ভাবছি আমি প্রশিক্ষণ নিতে চাই কিভাবে প্রশিক্ষণ নেয়া যাবে পরামর্শ দিলে উপকৃত হতাম আপনার মোবাইল নাম্বারটা যদি পেতাম ভালো হত
আসসালামু আলাইকুম, স্যার আপনি কেমন আছেন, আমি আশাকরি আপনি ভালোই আছেন, স্যার আপনার প্রতিবেদন দেখলে অনেক ভালো লাগে,, আপনার ভিডিও গুলো দেখে অনেক কিছু শিখতে পারলাম, আপনার ভিডিও এবং আপনার কথা এত যে ভাল লাগে তা ভাষায় প্রকাশ করার মত না,, স্যার আসলে আপনি একজন সাদা মনের মানুষ, আপনি খুবই সুন্দর করে কথা গুলি বুঝিয়ে থাকেন, তাই আমরা খুব সহজ ভাবে বুঝতে পারি, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া ও শুভ কামনা রহিল, আল্লাহ যেন আপনাকে সব সময় ভাল রাখেন, স্যার আমার জন্য আপনি দোয়া করবেন, আমি একটি খামার করতে চাই,, আমি কাউছার মালদ্বীপ থেকে দেখছি,
আমি প্রবাসি ভাইদের অনুরোধ করব, আপনারা এইভাবে আপনাদের অনভিজ্ঞ পরিবারের মাধ্যমে খামার শুরু করে আপনাদের কষ্টে অর্জিত টাকাগুলো নষ্ট করবেননা। প্রয়োজনে ২/৪ বছর পরে শুরু করুন, আপনি অর্থ সঞ্চয় করে তারপর দেশে আসুন, তারপর প্রয়োজনিয় প্রশিক্ষন নিয়ে তারপর শুরু করুন। ইনশাল্লাহ্ আপনার কষ্ট বৃথা যাবে না।