@@akashahmmed3825 এই তিনজনের কমেন্ট পড়ে বুঝলাম পৃথিবীতে বিভিন্ন রকম মানসিকতার মানুষ থাকে! এবং এটাও স্বীকার করতে বাধ্য হলাম সব জায়গায় ভালো-খারাপ সব ধরনের মানুষিকতার মানুষ পাবে! কেউ তোমাকে সাপোর্ট করবে আবার কেউ তোমাকে খারাপ কথা বলবে, তাই নিজের মনের কথা শোনাই শ্রেয়
শেষকান্না গানটা শুনে তানভীর ইভানের চরম ভক্ত হয়ে গিয়েছিলাম,যখন প্রথম গানটা শুনেছি,তখন ভেবেছি সে একদিন সেরা গায়কের পুরষ্কার পাবে,অবশেষে ২০২২ এ পেলো 💚❤️ আমাদের চিটাগাং এর ছেলে 💚❤️❤️❤️❤️
দুই জনই তাদের স্থান থেকে ভিন্ন। তবে আতিফ আসলামকে কারো সাথে তুলনা করা চলে না। কারণ আতিফ আসলামের গান তার চেয়ে সুন্দর করে কেউ গাইতে পারে না। তিনি খুব বেশি নাকেও গান না, আবার গলায় পুরুষালি সুরটাও হারায় না।
মনগড়া একটা কথা বইলা দিলেন আর তা শুইনা ১১০ টা আবাল পন্ডিত মনে কইরা লাইকও দিয়া দিল ! বাহ ! হাই নোটে উঠে সুন্দর ফ্লো না করতে পারলে সে তো সিঙ্গারই না। এটা তো সিম্পল বুঝার একটা বিষয়।
@@mafruhabinteosman5920 Good questions 😊 উত্তর : আমি যখন 2012 সালে নতুন বাটন ফোন কিনি তখন হাবিবের একটি গান আমার খুব ভালো লেগে যায় 🙃 । আরো কোনো প্রশ্ন আছে কি ?
এতো অল্প বয়সে ইভানের ক্ল্যাসিকাল গানের সুর আমরা যাদেরকে লিজেন্ড ভাবি বা বলি। এদের চেয়ে ইভানের স্থান অনেক উঁচুতে। কিন্ত বাংলার অতি মাত্রার বুদ্ধিজীবিরা এটা স্বীকার করবে না।
তানভির ইবানের মতো আজ পর্জন্ত কোনো সিঙ্গার হয় নাই যে তার গানে এত বেশি ইমোশান ক্রিয়েট করতে পারে যে গানপ্রেমিকরা শুনতে শুনতেই গানের মাঝে হারিয়ে যায়,,ওয়াওওও ভাই🔥🔥💔😇