আল্লাহ দূনিয়াটা দিন দিন যেনো কেমন হচ্ছে নিজের মতো করে কিছু চিন্তা করতে চাইলে অবাক হই ১০ বছর আগে দেখা ভালো মানুষ গুলো কে তুমি হেদায়েত কর যাদের মাঝে এখন সুধু হিংসা আর অহংকার ও আল্লাহ আর কারো কাছে বিচার দিলাম না তুমি সব জানো তুমি রহমানুর রাহিম তাই তুমি তাদের মনে অধার দূর কর ।।।.।আমিন।।।।
হে আল্লাহ তুমি তো অন্তর জামি,,,তুমি তো জানা অজানা সব কিছু জানো,,আল্লাহ তুমি আমায় মাফ করে দিয়ে,,, আমার মনে প্রশান্তি এনে দাও,,,আল্লাহ আমায় হেদায়েত করো,,যাতে আমি তোমার আমল করতে পারি,,,,আল্লাহ তুমি তো ক্ষমার সাগর,,দয়ার সাগর, তুমি তো রহমানুর রহিম,, তুমি আমায় ক্ষমা করে দিয়ে,,, সঠিক রাস্তায় চলার তৌফিক দিও