Тёмный

গরম থেকে মুক্তি পেতে চলে আসুন এখানে, কাঞ্চনজঙ্ঘা, চা বাগান, নদী পাবেন সবকিছু । Offbeat Darjeeling 

Anindya's Travelogue
Подписаться 123 тыс.
Просмотров 85 тыс.
50% 1

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 415   
@ranendragayen9169
@ranendragayen9169 22 дня назад
Your VDO inspire us to plan for visiting the places. Both of you are very much energetic.
@Rocky46705
@Rocky46705 5 месяцев назад
আমরাও যাচ্ছি পরের মাসে....এখানে যা গরম, বেশ শান্তি পেলাম ভিডিও টা দেখে....অনেক শুভেচ্ছা আর অভিনন্দন রইল আপনাদের জন্য।
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
অনেক ধন্যবাদ 🌹
@somachakraborty887
@somachakraborty887 5 месяцев назад
যেখানে যাই দেখি না কেনো উত্তরবঙ্গ সবসময়ই আলাদা ভাবে টানে। বেশ ভালো লাগলো বিশেষত কাঞ্চনজঙ্ঘার শোভা দেখতে দেখতে কবিগুরুর গান, মনটা আরো জুড়িয়ে গেলো। কলকাতার তীব্র গরমে মধ্যে আপনার এই তেত্রিশ মিনিটের উপস্থাপনাটি এক ঝলক ঠান্ডা বাতাস। পরের পর্বের জন্য ভীষণ ভাবে অপেক্ষায় থাকলাম।
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন ।
@sandipsanyal5234
@sandipsanyal5234 5 месяцев назад
@@AnindyasTravelogue akdom apnar video dake onk kichu jana jay travel ar bisoye amnara 2 Jon kub valo vabe amder bujiye dan je konta ki vabe korte hobe
@SaibRauf
@SaibRauf 5 месяцев назад
​@@AnindyasTravelogue dada,Kanpur er video baban plz
@SaibRauf
@SaibRauf 5 месяцев назад
​@@AnindyasTravelogue Kashmir kobe jaben
@SaibRauf
@SaibRauf 5 месяцев назад
​@@AnindyasTravelogueBangladesh theke dekchi
@kakolichakraborty6054
@kakolichakraborty6054 3 месяца назад
খুব ভালো লাগল।প্রতিটা ভিডিও দেখি,সপরিবারে।ভ্রমণের স্বাদ তো ঘরে বসেই পেয়ে যাই।বিশাল তৃপ্তি পাই আপনাদের ভিডিও দেখে।
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 3 месяца назад
অনেক ধন্যবাদ 🙏
@rumadasgupta1194
@rumadasgupta1194 5 месяцев назад
দারুণ দারুণ দারুণ লাগলো আজকের vdo টা .অপূর্ব লাগছে জায়গাটা .কলকাতায় গরমে যা asajhya অবস্থা মনে হচ্ছে এখুনি ছুটে চলে গিয়ে প্রাণ ,শরীর juroi.
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
অনেক ধন্যবাদ 🥰
@arupkumarbhattacharyya2811
@arupkumarbhattacharyya2811 5 месяцев назад
ভীষণ ভালো লাগলো স্যার। আপনার উত্তর বঙ্গ সিরিজ শুরু হলে যত কাজ থাক দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে।
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
মাঝে মাঝে দেখবেন । মতামত জানাবেন । ভালো লাগে 🌹
@arunkumarchattopadhyay8229
@arunkumarchattopadhyay8229 4 месяца назад
আপনাদের অনেক ধন্যবাদ। এই অপূর্ব দৃশ্য গুলো সেয়ার করার জন্যে। ভালো থাকবেন ধন্যবাদ।
@aparajitachowdhury5243
@aparajitachowdhury5243 5 месяцев назад
আমরা কিছুদিন হলো আপনাদের vlogদেখছি খুব ভাল লাগছেভীষণinformative আর মনে হয় নিজেরাই ঘুরছি আপনাদের পরিবারের অংশ হোলাম
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌹 সঙ্গে থাকবেন । মতামত জানাবেন ‌❤️
@prabirpal6461
@prabirpal6461 5 месяцев назад
খুব সুন্দর লাগলো এই জায়গাটা। বর্ননা ও ভিডিওগ্রাফি অপূর্ব ।
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
অনেক ধন্যবাদ 🌹
@moujhuride9854
@moujhuride9854 5 месяцев назад
আপনাদের এই ভ্রমনপর্ব খুব ভালো লাগলো। চা বাগান, নদী সব মিলিয়ে দারুন জায়গা।
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
Thank you 😊
@mahaswetachakraborty4712
@mahaswetachakraborty4712 3 месяца назад
Khoob sundor jayga
@subhasish79
@subhasish79 5 месяцев назад
ভারী সুন্দর উত্তরবঙ্গ ! খুব ভালো লাগলো :) আমার এখানে এখনো খুব ঠান্ডা রাত্রে। retire করে ফিরে যাবো ইন্ডিয়া , উত্তরবঙ্গতে একটা বাড়ি করে থাকবো , তারপর সারাদিন ঘুরবো , খাবো , কাঞ্চনজংঘা দেখবো , ক্লান্ত হলে শুয়ে পড়ব কোথাও একটা
@subarnabhattacharya414
@subarnabhattacharya414 5 месяцев назад
আহা কি যে ভালো লাগলো অনিন্দ্য দা, কি বলব। এই অসহ্য গরমে প্রান ওষ্ঠাগত। এর মধ্যে আপনার এই ভিডিও এক ঝলক শীতল হাওয়া এনে দিল। ❤❤❤
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
Thank you so much 😊
@keyabanerjee6576
@keyabanerjee6576 5 месяцев назад
এই গরমে এক ঝলক শীতল বাতাস বয়ে গেল খুব ভালো লাগলো
@LiveseriesSibu
@LiveseriesSibu 5 месяцев назад
❤❤dada kub valo
@narenbagchi-te4rk
@narenbagchi-te4rk 5 месяцев назад
অপূর্ব উপস্থাপনা আপনাদের
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
Thank you 😍
@CreativityMe
@CreativityMe 5 месяцев назад
Osadharon Anindya da, aajker adda ta khub mis korlam....tomader video dekhe amar north bengal er feel ta abar pelam.
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
Next time oboshyoi theko . Khub bhalo lagbe ❤️❤️
@CreativityMe
@CreativityMe 5 месяцев назад
@@AnindyasTravelogue ekdom Anindya da
@sujatachandra3185
@sujatachandra3185 5 месяцев назад
খুব ভালো লাগলো। সুন্দর জায়গা। এখানে যা ভয়ঙ্কর গরম, নর্থবেঙ্গল যেতে পারলে একটু স্বস্তি পাওয়া যেতো। অনেক ধন্যবাদ আপনাদের। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
অনেক ধন্যবাদ 🌹
@amitbanerjee1032
@amitbanerjee1032 5 месяцев назад
সুন্দর, শান্ত, নিরিবিলি, মন ভালো করা - সবে মিলিয়ে বড় মনোরম।
@Livinginsolito
@Livinginsolito 5 месяцев назад
সুখিয়া থেকে হেঁটে গিয়েছিলাম একবার, ভোরবেলা , পুরো পথ পাখির ডাক শুনতে শুনতে। সেই সুখস্মৃতি মনে পড়ে গেল ।
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
Great experience 🌹❤️
@sbanerjee9776
@sbanerjee9776 5 месяцев назад
Excellent, খুব ভালো লাগলো।এই গরমে এই ভিডিও দেখে প্রাণ জুড়িয়ে গেল। অসংখ্য ধন্যবাদ।
@SSTRADING-e8b
@SSTRADING-e8b 5 месяцев назад
দাদা খুব ভালো লাগলো ভিডিও টা, পরের মাসে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং ম্যাল যাবার প্ল্যান ছিল, কিন্তু এখন প্ল্যান চেঞ্জ, আমরা ভাবছি আবার এই জায়গাটাতে যাবো❤❤❤🎉
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
এখান থেকে দার্জিলিংও সহজেই ঘুরে আসতে পারেন । মাত্র এক থেকে দেড় ঘন্টার দূরত্ব ।
@yourmoneyinformation
@yourmoneyinformation 5 месяцев назад
আপনার কথা বলার মধ্যে এতোটাই আন্তরিকতা জড়িয়ে আছে যেটা আপনার এই ভিডিওটাকে একটা আলাদাই মাত্র প্রদান করেছে। খুব সুন্দর।❤
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
🥰🥰
@KrishnaMallickBanerjee
@KrishnaMallickBanerjee 16 дней назад
Khub sundor 🌹
@britisanyal535
@britisanyal535 5 месяцев назад
এতো প্রাঞ্জল উপস্থাপনা!!!মন জুড়িয়ে গেল.... প্রাণ জুড়োনোর জন্য তো প্রকৃতি মা আছেনই কোলে আঁচল বিছিয়ে. ….ভালো থাকবেন।
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
অনেক ধন্যবাদ 🙏
@britisanyal535
@britisanyal535 5 месяцев назад
@@AnindyasTravelogue 🙏
@sampamajumdar421
@sampamajumdar421 5 месяцев назад
আজ ভীষণ গরম, কিন্তু দারুণ সুন্দর vedio দেখতে দেখতে মনে হচ্ছিল আমরাও আছি আপনাদের সাথে। আগের দিন না দেখতে পাওয়া কাঞ্চনজঙ্ঘা যখন পরের দিন দেখা দেয় সেই অনুভূতি দারুণ দারুণ। জায়গা টা ও খুব সুন্দর। ধন্যবাদ আপনাদের এত ভালো জায়গা দেখানোর জন্য।
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন ।
@arundhatichatterjee4073
@arundhatichatterjee4073 5 месяцев назад
মনটা জুড়িয়ে গেল। খুব ভালো লাগলো
@sudeshnamajumder6432
@sudeshnamajumder6432 5 месяцев назад
এই গরমের দিনে আপনাদের এই অসাধারন উপহার এক ঝলক শীতল সবুজ বাতাস পৌঁছে দিল মনে😊😊 অসংখ্য ধন্যবাদ❤❤
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
Thank you 😊
@joyeetaroy7119
@joyeetaroy7119 4 месяца назад
Khub bhalo laglo❤
@shilpichakraborty7430
@shilpichakraborty7430 Месяц назад
Rabindra sangeet er sonjojan ei video er majhe ak asadharan anubhuti ene dilo. Anek dhanyavaad.
@AnindyasTravelogue
@AnindyasTravelogue Месяц назад
অসংখ্য ধন্যবাদ আপনাকে । সঙ্গে থাকবেন 🙏
@shelleybose8450
@shelleybose8450 3 месяца назад
তামসং দেখছি আর মুগ্ধ হচ্ছি। বুবু আর অনিন্দ্যকে আমার অনেক শুভেচ্ছা জানাই। উত্তর বাংলা আমার দেখানেই। আর দেখার উপর নেই। তাই ছবিতে দেখি। তোমাদের বর্ণনা অপূর্ব। ভগবান তোমাদের এরকমই বরাবর শক্তি দিন। দিল্লির মত রুক্ষ জায়গায় থেকে চোখ জুরাবার ইচ্ছে সর্বদাই থাকে। খুশি থাকো তোমরা।😊😊😊
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 3 месяца назад
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
@Sarmistha247
@Sarmistha247 5 месяцев назад
Chena jaiga gulo ke abar notun kore dekhlam.....vison valo laglo....
@sumanade7932
@sumanade7932 5 месяцев назад
Khub valo laglo
@85426411
@85426411 Месяц назад
অসাধারন লাগলো এই ভিডিও টি ,কাঞ্চনজঙ্ঘা কে আপনাদের চোখে ❤❤
@AnindyasTravelogue
@AnindyasTravelogue Месяц назад
অনেক ধন্যবাদ 🙏
@jayatidas4098
@jayatidas4098 5 месяцев назад
মাঝে মাঝে দেখা পাই বলেই তার আকর্ষণ এত। কলকাতার দমবন্ধ গরমে এক ঝালক ঠান্ডা বাতাস বয়ে আনলো আপনাদের এই ভিডিও।❤
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
একদম ঠিক 👍
@vsanyal
@vsanyal 5 месяцев назад
Khub sundor laglo jaygata. Aar apnader ei prochesta onoboddo. Koto nam na jana jayga gulo jante parchi sudhu matro apnader jonno. Amar paharer proti kona eto je bhalo lage bole bojhate parbo na. Aar aajkei apnader gpo te meet ta dekhkar.
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
Thank you so much 😊
@drujjalmandal1880
@drujjalmandal1880 5 месяцев назад
Excellent place
@asitacharyya7918
@asitacharyya7918 5 месяцев назад
অসাধারণ অসাধারণ অসাধারণ মন ভালো হয়ে গেল । আপনাদের কে অনেক অনেক অনেক শুভেচ্ছা রইল ।ঔ
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
🥰🥰
@biplabchakraborty1205
@biplabchakraborty1205 5 месяцев назад
Khub sundar jaiga. Sathe osadharon video👍👍👍
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
Thank you 😍
@swapanganguly8979
@swapanganguly8979 5 месяцев назад
সুদীর্ঘ ৪০ বছর একটি চা কোম্পানির সাথে যুক্ত থাকার জন্য কতো শত বার যে উত্তরবঙ্গে যেতে হয়েছে কি বলবো। কিন্তু প্রতিটি বার নতুন লাগে। আমার " সুন্দরী Dooars".... আর আপনাদের দেখানোর দৌলতে প্রতিবার মনে পড়ে তাকে... প্রতিটি উপস্থাপনা এক কথায় অসাধারণ। আপনি ঘুরতে থাকুন আর আমরা মানস ভ্রমণ করি। আরেকটি কথা, যে বীরেনের সাথে আপনি ঘুরে এলেন , গত জানুয়ারি মাসে আমি স্ত্রী ও কন্যা কে নিয়ে চারদিন তার সাথে ঘুরেছি। অসাধারণ একজন মানুষ। খুব ভালো থাকবেন।
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 🌹
@srabanisarkar269
@srabanisarkar269 5 месяцев назад
Apurbo...ei bhison gorome amrao ektu thanda hawa pelam....bubur kanchonjangha dekhar je chotfotani khb feel kori..ki ache janina ete..tobu advoot bhalo lagea thake..mon bhore othe
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
একদম ঠিক কথা । মন ভালো হয়ে যায় ।
@indranilbasu5373
@indranilbasu5373 5 месяцев назад
Khub bhalo lage aapnader vlogs gulo dekte.......Darun legechee. Mon chuye gelo 💞🙏
@tapasimukherjee296
@tapasimukherjee296 5 месяцев назад
Khub sundor laglo❤❤
@sumitadutta1679
@sumitadutta1679 5 месяцев назад
দারুণ দারুণ ❤❤❤❤ খুব সুন্দর একটা ভিডিও উপহার পেলাম 😊😊😊😊
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
Thank you 😍
@sumitadutta1679
@sumitadutta1679 5 месяцев назад
Welcome
@saurjyesharoundtheworld8238
@saurjyesharoundtheworld8238 Месяц назад
Apnar video ta dekhe hotat plan kore tamu homestay te giye thaklam ei weekend e. Darun homestay, darun khabarer taste aar darun onader atithyota. Nasib ji mandir aar cha bagan ghoralen. Sotti ekebare offbeat jayega. Onek dhanyobad apnake ei sundor jayega tar sathe porichoy koranor jonno😊
@AnindyasTravelogue
@AnindyasTravelogue Месяц назад
Thanks for your update.
@bhudebsengupta3480
@bhudebsengupta3480 5 месяцев назад
❤ভালো লাগল খুবই।পরিবেশ কে সবাই দয়া করে রক্ষা করুন। নইলে এমন সুন্দর জায়গাগুলি আর বেশী দিন হয়তো থাকবে না ! 🎉
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
একদম ঠিক কথা বলেছেন।
@arpitadas3597
@arpitadas3597 5 месяцев назад
অসাধারণ লাগলো এই ভিডিও টি ❤। খুব সুন্দর ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম আর তার সঙ্গে back ground রবীন্দ্রনাথ ঠাকুরের গান মন ছুঁয়ে গেল। অসাধারণ আপনাদের presentation 👌❤️👌।
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌹
@supriyodey2236
@supriyodey2236 5 месяцев назад
দাদা আপনি তো এতো প্রকৃতি ভালোবাসেন,কিন্ত কখনও কি এই প্রকৃতি মায়ের কোলে একটি গাছ লাগিয়েছেন? তাই যেখানেই ঘুরতে যান না কেন অনন্ত একটি গাছ লাগান। আপনাকে দেখে আপনার সহস্র দর্শক বন্ধুরা ও উৎসাহিত হবেন। এবং এটি একটি আমাদের সামাজিক দায়িত্ব পালনের জন্য উৎসাহিত হবে। আসুন আমরা সবাই মিলে বন সৃজন করি। ধন্যবাদ।
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
গাছ লাগান শহর অঞ্চলে । পাহাড়ে আমরা যেখানে যাই সেখানে এমনিতেই প্রচুর গাছ ।‌ শহরে গাছের প্রয়োজন বেশি।
@travelogue_23
@travelogue_23 5 месяцев назад
Bah khub bhalo bolechen
@FELIZJIT
@FELIZJIT 5 месяцев назад
Khub bhalo concept.
@Biswajitgoswami288
@Biswajitgoswami288 5 месяцев назад
কুয়াসার কারনে আমাদের টাইগার হিল সফর বাতিল হয়েছিল
@abhijitdhali1689
@abhijitdhali1689 5 месяцев назад
​​​​@@AnindyasTravelogue বিষয় টি হলো গাছ লাগানোর , আপনি লাগাবেন কি লাগবেন না সেটি একান্ত আপনার ব্যাক্তিগত , সে পাহাড়তলী হোক বা কোলকাতা শহরতলি। আপনার ভিডিও গুলো খুবই সুন্দর ।
@indranilbagchi2157
@indranilbagchi2157 5 месяцев назад
🌺🌿 পুরো মন ভরে গেল 💝 অপূর্ব সুন্দর জায়গা, অনবদ্য উপস্থাপনা 🏵️ আপনাদের অনেক ধন্যবাদ 💖
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
অনেক ধন্যবাদ 🙏
@nilaykumarbhattacharya4593
@nilaykumarbhattacharya4593 5 месяцев назад
খুব সুন্দর লাগলো তামসাং। আপনার উপস্থাপনা তো বরাবরই ভালো লাগে। ভালো থাকবেন আপনারা।
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
অনেক ধন্যবাদ 🙏
@samirsaha7946
@samirsaha7946 5 месяцев назад
Very beautiful ,nice presentration
@KrishnaDas-tr1vk
@KrishnaDas-tr1vk 4 месяца назад
খুব ভালো লাগলো , মাতা তামসা দেবীর মন্দির দেখে ,সত্যি এতো টা নিচে নামতে পারবো কিন্তু ওঠা খুব কষ্টের ।ধন্যবাদ আপনাদের।
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 4 месяца назад
ভিডিওতে বললাম তো যে উপরে উঠতে হবে না । পুরোটা দেখলে বুঝতে পারবেন ।
@abantimukherjee1235
@abantimukherjee1235 5 месяцев назад
ভিডিও ভীষণ ভালো লাগলো। মনে হচ্ছে এই গরমে প্রাণ জুড়িয়ে গেলো। আপনাদের ভিডিওর সব চেয়ে সুন্দর ব্যাপার হলো খাঁটি আন্তরিকতা। এই চ্যানেলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এই কামনা রইলো। ভালো থাকবেন।
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
@aninditadeb855
@aninditadeb855 5 месяцев назад
Asadharan, durdanto background music,লাস্ট yr ai samay Darjeeling o mirik giyechilam, dekhe nostalgic hoye porchi,sathe ektu thanda o pelam ai dabodahe
@firojabegum9852
@firojabegum9852 4 месяца назад
অনিন্দ্য-বাবু, নমস্কার নেবেন | আপনার প্রতিটি vdo যেমন দৃষ্টি নন্দন , তেমনি informative। আমি kurseong এ অথবা surroundings এলাকাতে থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাব এমন জায়গায় কয়েকটি দিন সপরিবারে কাটাতে ইচ্ছুক | জায়গা সিলেক্ট করার ব্যাপারে প্লিজ হেল্প করুন | অগ্রিম ধন্যবাদ |
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 4 месяца назад
আমার চ্যানেলে "Offbeat North Bengal" playlist -এ উত্তরবঙ্গের অনেকগুলি আপডেট জায়গার ভিডিও রয়েছে । সেখান থেকে দেখে নির্বাচন করে নিতে পারেন । Playlist link নীচে দিয়ে দিলাম ru-vid.com/group/PLKA_QKcJDDQjXxDTs4jC8l879EOJXNY6k&si=SRV7PE3ds_K7k1cd
@arundhatidebnath5460
@arundhatidebnath5460 5 месяцев назад
Ashadharan video..!! North Bengal ke prakriti nijer roop dhele sajiyeche ..❤❤ Aapnar video dekhei 42° te thanda feel korchi 😅 Dujon kei daaaaaaaaaaaaarrrrrruuuuun laagche dekhte ❤😍😍 Aktao mishti khawa holo na dada ..😂😂 Jokes apart.... video dekhe mon chuye geche ❤❤
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
Thank you so much 🌹
@souravbanerjee8538
@souravbanerjee8538 5 месяцев назад
Darun darun... Mon valo hoye jai apnader vlogs gulo dekhle... ❤❤❤Thank you Dada Boudi...
@shibanibiswas217
@shibanibiswas217 5 месяцев назад
দাদাভাইয়ের এই ভিডিওটির সবচেয়ে মন কেড়ে নিল আবহসঙ্গীত… আহা! “মাঝে মাঝে তব দেখা পাই”এই অসাধারণ রবীন্দ্রসঙ্গীত আর তারসঙ্গে দিগন্তবিস্তৃত শ্বেতশুভ্র সপারিষদ কাঞ্চনজঙ্ঘা, মাঝে মাঝে মেঘের আসা যাওয়া… উফ্! কাল প্রিমিয়ারে আমরা যখন টিভিতে দেখছিলাম … পাগল পাগল লাগছিল… মুগ্ধ, শুধুই মুগ্ধ…❤❤ দাদাভাই আর বৌদিভাই তামসাং-এর ভিডিওতে নিয়ে এলেন একঝাঁক পাহাড়ী ঠান্ডা হাওয়ার ঝলক❤প্রথমেই দেখিয়ে দিলেন কীভাবে আমরা তামসাং পৌঁছব..ম্যাপে দেখালেন তার অবস্থান,নুড়ি পাথর বিছানো বালাসন নদী পার করে পৌঁছে গেলাম মিরিক… টলটলে জল নিয়ে মিরিক লেক..অপূর্ব ফুলগাছ দেখে বৌদিভাইয়ের মতো আমারও মনে হচ্ছিল সব বাড়ি নিয়ে আসি❤..পাইন ও ভুটি গাছের সারিকে পাশে রেখে পাহাড়ের ঢেউয়ের পর ঢেউ নিয়ে সুখিয়াপোখরি পার করে আমরা এগিয়ে চললাম গ্রামের মানুষদের তৈরি করা রাস্তা দিয়ে পৌঁছে গেলাম হোম-স্টে তে..অসাধারণ ল্যান্ডস্কেপ, অনবদ্য ভিডিওগ্রাফিতে মেঘের চাদর জড়ানো তামসাং মন কেড়ে নিল…❤ছিমছাম সুন্দর হোমস্টের ঘরোয়া খাবারও মন ভরিয়ে দিল বিশেষ করে খাবার জায়গাটি❤বিকেলে হাঁটার সময় প্রবল হাওয়ার সঙ্গী হতে হতে পাহাড়ী আবহসঙ্গীত মন ভরিয়ে দিল❤ গ্রামের সামনে সবুজ গালিচা পেতে দিয়েছে চা বাগান…চা বাগানের মধ্য দিয়ে চলে গিয়েছে গ্রামের মাটির রাস্তা…দেখলাম কাছেই রয়েছে চা তৈরির কারখানা..দেখলাম লিঙ্গিয়া টি গার্ডেন…আরণ্যক পরিবেশে মাতা তামসা দেবীর মন্দির,দাদাভাই যখন বললেন ‘আরণ্যক’ উপন্যাসের টারবাড়ো উপজাতিদের দেবতার কথা… 🙏সত্যিই তাই মনে হচ্ছিল ❤ সবুজ চা বাগানের মেখলা জড়ানো নীল আকাশে কাঞ্চনজঙ্ঘা এই যে ভুবনমোহিনী রূপ বৌদিভাইয়ের কথায় সত্যিই এই অসাধারণ রূপ দেখার জন্য পাহাড়ে আসা যায়…❤ চা বাগানের মাঝের রাস্তা দিয়ে পৌঁছে গেলাম উচ্ছ্বল স্বচ্ছ রঙ্গিত নদীর কাছে… বৌদিভাইয়ের ছিটিয়ে দেওয়া নদীর জলের স্পর্শ যেন আমরাও পেলাম😊নড়বড়ে বাঁশের সাঁকো পেরিয়ে বিজনবাড়ি..অপূর্ব❤ সবমিলিয়ে দাদাভাইদের এই ভিডিও একঝলক ঠান্ডা আমেজ এনে দিল… অনবদ্য আবহসঙ্গীত, অসাধারণ ভিডিওগ্রাফি, হোমস্টে, বৌদিভাইয়ের উচ্ছ্বল উপস্থিতি… দাদাভাইয়ের অনন্যসুন্দর পরিবেশনায় মন ভরে গেল… পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম❤️ দাদাভাই ও বৌদিভাইয়ের জন্য একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা রইল❤️
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
ভিডিওটি ভালো লাগার সঙ্গে এত সুন্দর বিশ্লেষণের জন্য অসংখ্য ধন্যবাদ 🌹 ভালো থাকবেন 😍
@shibanibiswas217
@shibanibiswas217 5 месяцев назад
@@AnindyasTravelogue ভালো থাকবেন দাদাভাই আপনারাও❤️
@abhishekdas8867
@abhishekdas8867 5 месяцев назад
স্যার আমি আপনার ভিডিও অনেক দিন ধরেই দেখি। ভালো লাগে আপনার উপস্থাপনা এবং প্রেজেন্টেশন। কিন্ত আজকের এই ভিডিওটা জাস্ট মন থেকে ফিল করলাম। মনে হলো যেন আমি actually ওখানেই আছি। অনেক অনেক ধন্যবাদ
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
Thank you so much 🌹
@avijitbasu8128
@avijitbasu8128 5 месяцев назад
খুব খুব খুব সুন্দরররর । ❤❤❤❤❤❤❤❤
@anirbansur5459
@anirbansur5459 5 месяцев назад
অপরূপ উত্তরবঙ্গ আর তার কত নাম না জানা সুন্দর সুন্দর গ্রাম। এখানে এলেই মন ভালো হয়ে যায়। এই অচেনা জায়গা সম্বন্ধে জানানোর জন্য আপনাদের ধন্যবাদ।
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
🥰🥰
@traveleye2201
@traveleye2201 5 месяцев назад
খুব সুন্দর জায়গা ❤
@Bong-at-heart
@Bong-at-heart 5 месяцев назад
একটি সুন্দর জায়গা দেখলাম , ভালো লাগলো , ভালো থাকবেন
@skfahimahmad3765
@skfahimahmad3765 5 месяцев назад
দাদা আপনাদের ভিডিও দেখতে দারুণ লাগে। আপনাদের দুজনের সুন্দর রসায়ন এবং অকৃত্রিম পরিবেশনা মুগ্ধ করে। এরকম ই থাকুন। 👍
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
অসংখ্য ধন্যবাদ 🌹
@tulijuthikasaha1996
@tulijuthikasaha1996 5 месяцев назад
Uff gorome ja kosto hicche tate ei vedio ta dekhe ektu shanti pelam. Porer porber apekkay roilam.
@ParnaSinha-po3eo
@ParnaSinha-po3eo 5 месяцев назад
It was a breath of fresh air for our parched lungs. Thank you.
@tanusridas4452
@tanusridas4452 5 месяцев назад
Khub sundar laglo video ta . Khub uncommon jaiga kintu ato information peye gekam j jaoa ta khub simple hoye galo . Thanks a lot .
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
অনেক ধন্যবাদ 🙏
@sandipsanyal5234
@sandipsanyal5234 5 месяцев назад
Darun laglo tar sathe song gulo kub valo laglo Santi paoya jay kub😊❤
@knowledgespreader753
@knowledgespreader753 4 месяца назад
Beautiful mother nature and beautiful, simple and huge hearted people...I am blessed to born at North Bengal...🙂
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 4 месяца назад
So nice
@subhodipdey9372
@subhodipdey9372 5 месяцев назад
উত্তরবঙ্গের offbeat নিয়ে আপনার উপস্থাপনা দারুণ
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
Thank you 😊
@asishkumarpati104
@asishkumarpati104 4 месяца назад
অসাধারণ জায়গা,খুব সুন্দর... আপনাদের বর্ণনা ও music সত্যি অনবদ্য। আমরাও ৩০/৪/২০২৪ মিম বস্তি গিয়েছিলাম।২/৫/২৪ তারিখ ফিরে আসি।ফিরে আসার দিন আমরাও কাঞ্চনজঙ্ঘা কে সুন্দর ভাবে দেখতে পেয়ে ছিলাম
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 4 месяца назад
খুব ভালো লাগলো 🌹 অসংখ্য ধন্যবাদ 🙏
@niveditaghosh1773
@niveditaghosh1773 5 месяцев назад
খুবই সুন্দর লাগল ভিডিওটি। বরাবরের মতই অসাধারণ.ফোটোগ্রাফি, এবং আন্তরিক ও প্রানবন্ত উপস্থাপনা দুজনের। এই গরমের দিনে কলকাতায় বসে আপনাদের সংগে.আমাদের ও এই অপূর্ব সুন্দর পাহাড়ী প্রদেশের শীতল হাওয়ার ঝাপটা গায়ে এসে লাগে। আমরাও পাহাড়ী পথ, চা বাগানের মধ্যে ঘুরে বেড়াই। দুচোখ ভরে পাহাড়ের রূপ দেখি। মন ভরে যায়। খুব ভাল থাকবেন দুজনেই।
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন 🌹
@bhaskarnayek2881
@bhaskarnayek2881 5 месяцев назад
Khub bhalo laglo... Ekta natun location er khobor dilen... jaigata apnar video te dekhe darun mone holo...
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
আকাশ পরিষ্কার থাকলে আর চা বাগান আর নদী পর্যন্ত যেতে পারলে সত্যিই খুব ভালো লাগবে ❤️
@srijitchatterjee7473
@srijitchatterjee7473 5 месяцев назад
Khub sundor laglo jayga ta. Apnar blog khub bhalo lage. Onek offbeat jaygar dondhan paoya jay. Altai request kon somoy apni pouchochen sei time ta r jekhane jachhe tar rempareture ta aktu bolben.
@PintuDas-z8x5c
@PintuDas-z8x5c 5 месяцев назад
দারুণ লাগলো জায়গাটা খুব সুন্দর
@abhigyanbhattacharya6693
@abhigyanbhattacharya6693 5 месяцев назад
Seeing Kanchenjunga feels like Heaven.
@samarb9329
@samarb9329 5 месяцев назад
Oh darun. Thandar jaiga dekhey nd shuney cool cool ekta feelings hochhey. Enjoy😊
@anitaroychowdhury2267
@anitaroychowdhury2267 5 месяцев назад
Khub bhalo laglo.Sundor chotto pahari gram a sudhu amader uttor bongei pawa jai.Homestay ta o anobodhyo.Oi rokom offbit jaiga dekhanor jonno anek dhonnobad. Bhalo thakben.
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
Thank you so much 🌹
@ajaydas2880
@ajaydas2880 5 месяцев назад
Khub bhalo laglo.
@sanjuktabagchi2404
@sanjuktabagchi2404 5 месяцев назад
খুব খুব ভালো লাগলো ব্লগ টা দাদা বুবুদি।❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
❤️❤️❤️❤️
@AmitRoy-rs2zv
@AmitRoy-rs2zv 5 месяцев назад
খুব খুব ভালো লেগেছে
@gitashreenandi8350
@gitashreenandi8350 5 месяцев назад
খুব খুব ভালো লেগেছে
@sharmilabasak1548
@sharmilabasak1548 5 месяцев назад
Apakhai chelam. Ja garom dekhea santi laglo. Khub bhalo laglo.
@DSTRAVELS_DEBSAHA
@DSTRAVELS_DEBSAHA 5 месяцев назад
Thank u for showing the lovely place....
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
My pleasure 😊
@DSTRAVELS_DEBSAHA
@DSTRAVELS_DEBSAHA 5 месяцев назад
@@AnindyasTravelogue sir🫶🏻🫶🏻
@amitavasen2165
@amitavasen2165 5 месяцев назад
Last night I watched this blog on my tv, very nice indeed 😊😀
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
Thank you 😊
@prabirbandopadhyay7056
@prabirbandopadhyay7056 4 месяца назад
খুব সুন্দর ভিডিও। গত মার্চ মাসেই ডুয়ার্স, কোচবিহার, ভূটান আর লাভা ঘুরে এসেছি। কিন্তু কাঞ্চনজঙ্ঘার এতো সুন্দর ভিউ পাইনি। আগামী পূজার সময় অক্টোবর-নভেম্বরে আবার দার্জিলিঙের কোনও অফ বিট স্পটে যাবার ইচ্ছে রয়েছে। আপনার এই ভিডিওটা শেভ করে রাখলাম। হয়তো কাজে আসবে। ভালো থাকবেন।
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 4 месяца назад
অনেক ধন্যবাদ 🙏
@samarde
@samarde 5 месяцев назад
A pleasant dual presentation in the super summer. The Kanchenjungha, the temple, the riverbed, the tea gardens - everything we enjoy in a single video. Well, how far is Bijonbari from here ? Transport available from the homestay ?
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
অনেক ধন্যবাদ 🙏 বিজনবাড়ী খুব একটা দূরে নয় । গাড়ি পেয়ে যাবেন ।
@sonalibanerjee9060
@sonalibanerjee9060 5 месяцев назад
খুব সুন্দর জায়গা মন ছুঁয়ে গেলো ভালো থাকবেন দাদা 🙏🙏
@madhusudanchattaraj4148
@madhusudanchattaraj4148 5 месяцев назад
অসাধারণ আপনার উপস্থাপনা।
@lipikanandy7049
@lipikanandy7049 5 месяцев назад
ভীষণ ভালো লাগল। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
@swarnadipdey4316
@swarnadipdey4316 5 месяцев назад
এখন দেখেই রসস্বাদন করি । অগস্ট মাসে যাবার আগাম পরিকল্পনা করে রাখলাম।
@subratachakraborty1990
@subratachakraborty1990 5 месяцев назад
Asambhab sundar,mon pran jurolo,sange apnar misti madhur upastapana ,agami dine amader Kinnear kailash darsan karan
@sunetra1000
@sunetra1000 5 месяцев назад
বড় সুন্দর জায়গাটা দেখালেন। বৃন্দাবন মথুরার পর উত্তরবঙ্গ refreshing change, মন্দির না, পাহাড়েই আপনারা most suitable. ভাল থাকবেন।
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
🥰🥰🤗
@ramajitdas9771
@ramajitdas9771 5 месяцев назад
Uncle ...❤ .. Aunty ...❤...
@sanatchakraborty2359
@sanatchakraborty2359 5 месяцев назад
খুব সুন্দর লাগল ❤tamsong ❤
@KrishnaDas-tr1vk
@KrishnaDas-tr1vk 3 месяца назад
আপনার ভিডিও দেখেই jhepi ঘুরে এলাম ,20/5/24এ দু দিন ছিলাম। খুব ভালো লেগেছে ,mahaldiramm o ছিল এই বারে , ওখানেও দু দিন ছিলাম। Salamindar jungle Camp এ thank you
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 3 месяца назад
আমি ঝেঁপি যাইনি বা আমার ঝেঁপি-র উপর কোনো ভিডিও নেই ।
@VLOGBYTONATUNI
@VLOGBYTONATUNI 5 месяцев назад
খুব সুন্দর বেশ ভালো লাগলো 🎉🎉🎉
@barunkumarghosal8217
@barunkumarghosal8217 5 месяцев назад
আপনাদের ভিডিও গুলো আমার খুব ভালো লাগে।
@srilekhabhattacharyya2656
@srilekhabhattacharyya2656 5 месяцев назад
Khub bhalo laglo. Mon chay pahare parbote ghure berate kintu sab samay hoe othe na tai apnar eisab vdo gulo trishito monke tripto kare.Khub bhalo thakun apnara.
@AnindyasTravelogue
@AnindyasTravelogue 5 месяцев назад
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন ।
@sumitachakrabarty8282
@sumitachakrabarty8282 5 месяцев назад
Hi Anindya and Bubu, mone hoi chute chole jai. Pahar amader dake. Kintu life eto complicated not possible now. Our place is too far far from JPG & Darjeeling. However, you guys ey. Rokom bhave enjoy karo We will watch 😊😊 thank you ❤
Далее