রাইট। তবে ভালো নেই প্রমাণী হচ্ছে। থাকলে তারা চুপচাপ কেন। তারা মৃত্যু কে ভয় পায়না। ভালো মানুষ ভাই ভাই তারা কেন এক হয়না । নিরব থাকার মানেই ওদের চেয়ে আমি বেশী খারাপ। ওরা প্রকাশ্যে আর আমি আড়ালে। এক জন ভালো মানুষ প্রতিবাদ করলে তার পাশে আরকেউ নাই। মানে আর সব দুর্নীতিবাজ বাকিরা কাপুরুষ। শৃগালের মতো লুকিয়ে বাঁচতে চাই। দাস।
@@zahidhassan739 সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে প্রকল্প খুরুশকুল বিশেষ অগ্রয়ণ প্রকল্প ওই সাইনবোর্ডের তাকালে দেখা যাবে উপরে সেনাবাহিনী লোগো দেওয়া কারণ ওখানে একজন ব্রিগেডিয়ার জেনারেল অফিসার আছে। 😂😂😂 আসলে অনেকেই জানেনা বিভিন্ন মন্ত্রণালয়ের সেনাবাহিনীর অফিসার দ্বারা পরিচালিত।
@Zahid Hassan সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে প্রকল্প খুরুশকুল বিশেষ অগ্রয়ণ প্রকল্প ওই সাইনবোর্ডের তাকালে দেখা যাবে উপরে সেনাবাহিনী লোগো দেওয়া কারণ ওখানে একজন ব্রিগেডিয়ার জেনারেল অফিসার আছে। 😂😂😂 আসলে অনেকেই জানেনা বিভিন্ন মন্ত্রণালয়ের সেনাবাহিনীর অফিসার দ্বারা পরিচালিত।
বাংলাদেশের প্রতি উপজেলা চেয়ারম্যান হলো একজন, রাগবো ওয়াল, দুর্নীতি ছাড়া কোন কাজ করেনা, একজন উপজেলা চেয়ারম্যান হলো একটি উপজেলা অ সান্তি সব কাজ তার হাতে।