ভাই জান আপনি জে আমাদের এতো কস্ট করে বুঝালেন আমি খুব সুন্দর ভাবে বুজতে পেরেছি। আপনি কমেন্ট জানেতে বল্লেন ঠিক আছে জানাচ্ছি। গরুটার লাইভ ওয়েট হবে ৩৯২.৭২৭২ কেজি।আর ৫৫% মাংস ধরলে হবে ২১৬ কেজি এবং দাম আসবে ১৬২০০০ টাকা
গরুর দৈর্ঘ ৭২ ইঞ্চি রাউন্ড বেড় ৭২ ইঞ্চি হলে গরুর ওজন 565.5272727273 kg ৫৫% গোস্ত হিসাবে গরুর ওজন 311.04 kg ৭৫০ টাকা প্রতি কেজিতে গোস্তের দাম 233,280/- (দুই লক্ষ তেত্রিশ হাজার দুই শত আশি টাকা) হিসাব ঠিক হলে মূল্যায়ন করবেন।
আমাদের চট্টগ্রামের সীতাকুণ্ডে, এক কেজি তে ২০০ গ্রাম হাড় দিয়ে আর ৮০০ গ্রাম মাংস দিবে,মোট ১ কেজির দাম ৭৫০/= টাকা, হাড় ছাড়া শুধু মাংস ৮০০/৯০০ টাকা প্রতি কেজি ।
ভাইজান এত কষ্ট করে অংক বুঝালেন আমরাও তো কম বেশি অংক বুঝি কিন্তু আপনি যে ৬৬০ এই সংখ্যাটা আপনি কোথায় থেকে আনছেন কিভাবে এটাতো আপনি ক্লিয়ার করলেন না তাহলে তো হয়ে গেল আপনার মনগড়া।
আপনাকে আগে ও বলেছি আজ আবার বলতে বাধ্য হলাম ৬৬০ দিয়ে ভাগ করে ওজন বের করেছেন ঠিক কিন্তু ৬৬০ এর সুত্রটা কেন বলেন না? যদি সুত্র না জানেন তবে পাগলের মত ভিডিও বানাবেন না।