সার,,আমি একজন ছোট খামারি আপনার কাছে থেকে একটা কথা জানার ছিল,,,,,,ষার গরুকে মোটাজাত করনের জন্য,,কি খুদের ভাত খাওয়ানো যাবে,,,মোটাতাজা করার জন্য কি খুদের ভাত কি উককার আসবে বেশি ,,,না খুদ ডাইস পাউডার করে বেশি উপকারে আসবে মোটাতাজা করনের জন্য....প্লিজ কথাগুলির রিপ্লে দিলে আমি খুব উপকৃত হতাম
আসসালামুয়ালাইকুম অনেক ভালো লাগলো খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ কিভাবে গরু মোটাতাজা করা হয় এবং করা উচিত সেই বিষয়গুলো জেনে অনেক ভালো লাগলো
ভাই আমার পাকিস্তানি জাতের বকনা গরু এখনো দাঁতেনি মোটাতাজাকরন করতেছি কিন্ত হঠাৎ হিটে আসছে তাই হিট নষ্ট করতে চাচ্ছি কোন পদ্ধতি বা ইনজেকশন বা ওরালি ঔষধ আছেকি? থাকলে দয়াকরে জানাবেন
আসসালা মুলাকুম , স্যার আপনার বক্তব সুনে আমি মুগ্ধ, ,,, স্যার আমার একটি প্রশ্ন? আমার একটি গরু ওজন (ষাড়) 200 কেজি আমি রোজ তাকে 5 কেজি দানাদার খাবার দিয়ে থাকি এখন আমার প্রশ্ন টা উল্লেখ করলাম, , তাহলে আমি আপনার মতা মত অনুযাই মুলাস্সে খাবার টি কি ভাবে খাওয়াতে পারি, ,,,,,? আমি এর আগে এই পদ্বতী খাবার কখনো খাওয়াইনি ,,, আসা কি আপনি আমার প্রশ্ন টি বুঝতে পেরেছেন, ,,,,,, ধন্যবাদ স্যার, ,,,,,,
পর্ব ২য় এর অপেক্ষায় রইলাম এবং মোটাতাজা করনে গরুর ঘর কেমন হওয়া উচিত এবং কি কি বিষয়ে লক্ষ রাখা উচিত সেই ঘরে এ নিয়ে একটি ভিডিও করবেন। আপনার ভিডিও দেখে গরু হৃষ্টপুষ্টকরন শতভাগ শিখতে পারবো আশা করি। স্যারকে আমার পক্ষ থেকে সালাম ও ধন্যবাদ জানাবেন। আপনাকেও ধন্যবাদ।
স্যার আমার খামারে গত বছর ৪ টা ষাড় ছিল এই বছর ও ষাড় কিনছি কিন্তু কোন ধরনের সহযোগিতা পাইনি আজ পযন্ত তার পর সরকারি যে প্রনদনা দেয় তাও পাইনা আমরা পাই যাদের গরুনাই তারা
@@krishi_onusilon ভাই আমিতো ফেজবুক চালাই না। আপনার ইউটিউবের ভিডিওর শেষে টিকার ঔষধ এর ছবি যে ভাবে দিতেন সে ভাবেই দিয়েন।আপনার ভিড়িও দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি। ঝাঝাকাল্লাহ্।
UMS ১টি ১৫০ kg ওজনের গরুকে প্রতিদিন ৪ কেজি করে খাওয়াছি আল্লাহর রহমতে কোন সমস্যা নেই, ums খাওয়ানো পর পর পানি খাওয়াইতাম প্রতিদিন আল্লাহর রহমতে কোন সমস্যা হয়নি, ৪ মাস লালনপালনের পর বিক্রি করে দিয়েছি
শুধু যদি দানাদার খাবার দেন তাহলে অল্প পানি দিবেন ২-৩কেজি পানি দিবেন। চেষ্টা করবেন পানি আর খাবার আলাদা আলাদা খাওয়ানোর তাতে করে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। সে ক্ষেত্রে tmr পদ্ধতিতে খাওয়াতে পারেন।