আপনার গান আমার হৃদয় স্পশকরে | আবার আপনার কথা গুলো শুনার সময় মোহিত হয়ে গেছিলাম | এতো ভালো গান জানেন আবার গুছিয়ে একট| প্রবিত্র ভাবের মধ্যে কথাও বলেন এটা সবার কাছে থেকে আশা করা যায় না | আপনার সফল জীবন কামনা করি |
আপনি আমার অন্যতম সঙ্গীত শিল্পী দের একজন ।এই সন্ন্যাসী বাবা কঠোর সাধনার মাধ্যমে এই জায়গায় যেমন এসেছেন, আপনিও তাই ।রাস্তা আলাদা হলেও পথটা কিন্তু এক।আপনি পঃবঙ্গ থেকে আমার শুভ বিজয়া র প্রণাম নেবেন, ভালো থাকবেন ।
গানের অন্তরালের যে থিওরী টি জনসমক্ষে পেশ করলেন প্রত্যেক গায়ক বা গায়িকাকে ই সঙ্গীতের প্রতি এমন শুদ্ধ হৃদয় থাকতে হয় .... ঠাট বাট আর চমক দেখানোর জন্য সঙ্গীত নয়.... প্রত্যেক সঙ্গীত অনুসরণ কারী,অনুসরণ কারিনীর ই পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করা উচিৎ বলেই মনে হয়....যাদের শিক্ষাদীক্ষা নেই রবীন্দ্রসঙ্গীত বোঝার ক্ষমতা ও নেই সাধারণভাবে আমরা তাই দেখি... ঐ শতছিন্ন কাপড় পরা বৃদ্ধা কোনো সাধারণ মহিলা ছিলেন না,,সাঙ্গীতিক পরিবেশে বড় হওয়া একজন ব্যক্তিত্ব ই ছিলেন মনে হয়,অবস্থার শিকার হয়ে নবদ্বীপের কোনো আশ্রমের আশ্রিতা..... তথ্যটি অমন করে জানানোর জন্য আমার অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা.....
বন্যা, তোমার নদীায়ার এই পুরো ঘটনাটি শুনে আমার খুব ভালো লাগলো, তুমিবল্লে ওরা উচচকন্ঠে হরে কৃষ্ণ করছে, আমি কি করবো, সাথে সাথে আমি ও চিন্তা করছিলাম, বন্যা রবীন্দ্রনাথের কোন গানটা গাইতে পারে, খুব ভাল লাগলো গল্পটা।
ম্যাডাম আপনার কথা ও গান আর সবাইয়ের মত আমাকে মুগ্ধ করে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে বলি আপনি মলিন কাপড় পরা মহিলার ব্যাপারে ' যার কোনো শিক্ষা নেই ' কথাটি বললেন এটা একেবারেই ঠিক নয় । কারণ শিক্ষা আমাদের আচরণে প্রকাশ পায়। তিনি প্রকৃত শিক্ষিত বলেই আপনার মত একজন শিল্পীর কাছে গিয়ে তোমার গান ভালো হয়েছে একথা বলতে পারেন। আমাকে মার্জনা করবেন।
I am v. much amazed for your this sort of satisfaction on appreciation from grass root level.This sort of function is a matter of great satisfaction. Mrs. Rezwana. May al mighty always keep you in peace & success. I personally like your songs and approach as well.
আপনার গান তো মানুষের হৃদয় স্পর্শ করবেই।আজ আপনার গল্প থেকে অভিজ্ঞতা হল।দিদি আপনি আমার স্বশ্রদ্ধ প্রণাম নেবেন।আমি আপনার গান খুব খুব পছন্দ.করি। যদি কোনদিন আপনার সাথে মুখোমুখি দেখা হয় তাহলে আপনার পা ছুঁয়ে একটু আশীর্বাদ নেব।