ভাই আমার একটা প্রশ্ন, আপনি কিভাবে এতো সময় মেমটেন করেন। দুই চ্যালেনে প্রতিদিন ভিডিও দেন।,,, সাথে বাড়ির কাজ করেন।আবার বড় চ্যালেন এর জন্য ভিডিও তৈরী করেন😱 ভাই ভাইরে তোমারে দেখে অনেক কিছু শেখার আছে🥰🥰🥰
গাভির জন্য প্রোটিন, ক্যালসিয়াম এবং কার্বোহাইড্রেট এই ৩ টা জিনিস অনেক গ্রুতব পূর্ণ। ১. কাঁচা ঘাসে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে। ২. গম/গমের ভুষি, ভুট্টা তে পর্যাপ্ত কার্বোহাইড্রেট থাকে। ৩. খৈল, ডাল/ডালের খোসা তে পর্যাপ্ত প্রোটিন থাকে।
আপনার গাভি গুলো দেখে খুব ভালো লাগে। আমাদেরও গরুর খামার আছে কিন্তু এত দুধ পাইনা। ভালো জাতের গাভীর খোজে আছি। আপনি কি গাভি বা বকনা বিক্রি করেন? বা আপনার জানা শোনা লোকের ভালো জাতের গাভি পাওয়া যাবে?
আসসালামু আলাইকুম ওয়ারাহ্ মাতুল্লাহ্... ভাইয়া কেউ-কেউ বলে মোটা ভুষি মাংসের জন্য , আর চিকন ভুষি দুধের জন্য , আসলে কোনটা সঠিক ? এই বিষয়টি একটু ক্লিয়ার করলে উপকৃত হবো ভাই...❤
দাদা আমি ইন্ডিয়া থেকে বলছি,দাদা আমি একটা গাভী কিনেছি,12 কেজি,দুদ দেখে নিয়ে আসলাম এখন ৫কিলো হচ্ছে দাদা,একটু দানা কি দিবো আমি নতুন, একটু বলবেন বলবেন🙏🙏🙏পিলিজ বলবেন দাদা
ভাই আপনার সাদা-কালো যে গাভী আছে এমন একটা গরু প্রথম বাচ্চা হয়েছে কিন্তু ওলান এমন শক্ত হয়ে লাল হয়েছে আপনার ভিডিও দেখে অমন ব্যবস্থা নিয়েছি। পরবর্তী কি করতে হবে আপনি অবশ্যই জানাবেন
দাদা আমি জানিনা আমার প্রশ্নের উত্তর দেবেন কী না তবুও বলি দাদা আমার একটি গাভি আছে তা আমি নিজেই দুধ দহন করে বাড়ি বাড়ি বিক্রয় করি এখন সমস্যা হলো গাভি টার দুধে কোন টেষ্ট নেই আর দুধ এর উপর কেন সড় পরে না তাই কেউ নিতে চাইছে না 😢 এখন কী করলে দুধ এর টেষ্ট আসবে যদি একটু বলে দেন 😢😢 আমি খুব সমস্যা ই আছি 😢😢
আসসালামু আলাইকুম ভাই একটা প্রশ্ন অনেকগুলো ভিডিওতে দেখি এক একটা গরু 15 কেজি ২০ কেজি ৩০ কেজি দুধ দেয় এটাই আসলে কতটুকু সত্যতা আছে আর বেসি দুধের ক্ষেত্রে গরুর কোন ক্ষতি হয় কিনা বুঝিয়ে বলবেন প্লিজ ভাই
কালকে আমার গরু বাচ্চা জন্ম দিয়েছে কিন্তু গরুকে ঘাস খাওয়াতে পারিনা ঘাস চাষ করা নাই এজন্য বাচ্চা দুধ কম পাচ্ছে আমি গরুকে কোন ফিড খাওয়াবো পরামর্শ দিলে উপকৃত হতাম৷
আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া খড়, ঘাস এগুলা ছাড়াও কি গরু পালন করা যাবে, শুধুমাত্র একটা গরু, দুধের জন্য আর কি দেশি গরু যদি পালন করি সে ক্ষেত্রে কি আমি ঘাস কিংবা খড় ছাড়া পালন করতে পারবো আমি হচ্ছে ছাদের মধ্যে একটা গরু রাখবো, যেখানে খড় বা ঘাসের ব্যবস্থা তো আর কড়তে পারব না,প্লিজ ভাইয়া অবশ্যই কমেন্টে রিপ্লাই দিবেন।
খড়/ঘাস ছাড়া হাঁস-মুরগি পালন করা সম্ভব, কিন্তু গরু নয়। আমরা মানুষরা যেমন- প্রধান খাদ্য হিসেবে ভাত/রুটি খাই; ঠিক তেমনি, গরুরা প্রধান খাদ্য হিসেবে খড়/ঘাস খায়। এ দুটির একটি ছাড়া গরু পালন করা অসম্ভব।
@@asadul9 কেনো দানাদার ভাতেরখাদ্য,ভুসি, মার,খৈল আরোতো অনেক কিছু আছে।তবে এগুলো দিয়ে সঠিকভাবে পালন করা যাবে কিনা সেটা নিয়েই তো আমি কনফিউজড আর সেজন্যই তো ভাইয়ের কাছে জানতে চাইছি।
@@DoyelFarm ভাই, গবাদি পশুর মুল খাদ্যই হলো সেলুলোজ জাতীয় খাবার। বিভিন্ন দানাদার জাতীয় খাবার তাদেরকে অতিরিক্ত সাস্থের জন্য দেয়া হয়। এগুলো তাদের মুল খাদ্য নয়। সৃষ্টিকর্তা তাদের এভাবে সৃষ্টি করেছেন যে তারা ঘাস, লতা পাতা খাবে। শুধু দানাদার জাতীয় খাবার দিলে তাদের জন্য শুধু বেঁচে থাকা হবে। আর নানা ধরনের অসুখ হবে। এভাবে পালা আপনার জন্য লাভজনক হবেও না