এক মাসের বাচ্চা কোয়েল কিনেছি এখন আমি দুই মাস যাবত পালতেছি মোট তিন মাস হলো দুই দিন মাত্র দুইটা ডিম পাড়ছে কিন্তু এখন আর ডিম পারতেছে না চর্বি হয়েছে এমনটাও না
আচ্ছা ভাইয়া,এই কোয়েল পাখি গুলো কেনো পালবো ডিম বিক্রি করার জন্য,আর কোয়েল পাখির মাংস বিক্রি করার জন্য??না আরো কোন কারণ আছে??এইগুলা ডিম ও মাংসের চাহিদা কতটা??আসলে আমি তেমন জানিনা কি কি কাজের জন্য এই কোয়েল পাখি পালন করা হয়??
@@HabibaAkter-cp7eg ডিম ও মাংসের জন্য সাধারণত। ডিম ও মাংসের চাহিদা এলাকা ভিত্তিক এক এক রকম। অনেকে কোয়েলের ডিমের সাথে সাথে এর ডিম থেকে বাচ্চা ইনকিউবেটরে ফুটিয়ে বাচ্চাও বিক্রি করে।তবে সব কথার এক কথা যেই উদ্দেশ্যই পালন করুননা কেন, প্রথমে এলাকার চাহিদা জেনে নিতে হবে মানে বিক্রির জায়গা ঠিক করতে হবে। ধন্যবাদ
ভাই আমি ৭ টা কোয়েল পাখি কিনছি,ডিম দেই ঠিক।কিন্তু আপনি বয়স বেশির যে উদাহরণ দিলেন।তা সব মিলে গেছে,পিঠে পালক নেই,ঠোঁট সামনেরটা বাঁকানো।এখন কি সমস্যা হবে একটু বলেন না😢 যদি সাহায্য করতেন খুব কৃতজ্ঞ থাকতাম
কোনো কারণ ছাড়া মেডিসিন দেওয়া ঠিক না।ডিম পারার পর পাখি অসুস্থ হলে রেনামাইসিন দিলে ভালো হবে।ডিম থেকে বাচ্চা ফুটাতে চাইলে অন্য কোনো পাখি(মুরগীর) নিচে দিয়ে ফুটাতে পারেন।ওরা সহজে ডিমে তা দেয়না,যেগুলো জংলী কোয়েল হয় সেগুলোই তা দেয়।খামারিরা কৃত্রিম যন্ত্রে তাপ দিয়ে ফুটায়।
যারা কোয়েল পাখির পালন করছেন তারা ভুল করেও আর কোয়েল পাখির পালন করার চেষ্টা করবেন না কারণ এতে লোকসান হয় একটি ডিম তিন টাকা বিক্রি করা সম্ভব নয় একটু কোয়েলের পেছনে প্রায় দুই টাকা খরচ হয় এসব পুরো লোকশানের কারবার
ভাই আমি যেহেতু নতুন তো আমাকে একটু বলে দেন , ডিম পাড়ার জন্য কি কি করতে হবে, এবং কি কি খাওয়াতে হবে, তার পর সবুজ সাক শবজি খাওয়াতে হবে দয়া করে এগু একটু বলে দিন
@@Iftakharulhamim7884 এই প্লে লিস্টে থাকা কোয়েল সম্পর্কে যে ভিডিও গুলো আছে সব খুব ভালো করে দেখুন, আইডিয়া পেয়ে যাবেন: ru-vid.com/group/PLegYjytEjJ9IBQpzS2d32ikobno26U2JI ডিম পারার জন্য কোয়েল এর খাবার বানাতে চাইলে অবশ্যই ভুট্টা গুড়ো,সয়াবিনের খৈল,সরিষার খৈল ও লেয়ার স্টার্টার ফিড দরকার।
এই ভিডিওটি দেখুন,নিচে পলিথিন দেবেন এবং পলিথিনের উপরে ছাই,বালু বা কাঠের গুড়ো দেবেন,প্রতিদিন পরিষ্কার করতে সুবিধা হবে। ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tKC_B6FlyGo.html
ভাত দিলে ওজন বাড়বে এবং ডিম দেয়া বন্ধ করে দেবে।আপনি যদি ডিমের জন্য পালন করেন তবে ভাত দেয়া যাবেনা।আর যদি মাংসের জন্য পালন করতে চান তাহলে ভাত দিতে পারবেন।
@@asirahbab ডিম দেবে তবে রেগুলার নয়,আবার অনেকেই বলে কিছুদিন জিংক ভিটামিন এবং সঠিক খাবার খাওয়ালে ওরা আবার রেগুলার ডিম দেয়। খামারিদের অপেক্ষা করলে লস হবে তাই বিক্রি করে দেয়।কোয়েল ৪৫-৫০ দিনেই ডিম দেয়া শুরু করে এবং একবছর পর্যন্ত ডিম দেয়।এক বছরের বেশি কোয়েলও ডিম দেয় তবে উপরে যা বললাম এমন হয়।
@@asirahbab খামারিরা বিক্রি করে দেয় সেটা বলছি।যেমন আপনার কাছে বিক্রি করেছে।হ্যা খেয়ে ফেলতে পারেন অনেক সুস্বাদু এবং পুষ্টিকরও এরা।এর পর থেকে কিনলে ৪৫-৬০ দিনের বাচ্চা নিবেন কোনো ভালো খামারির থেকে।বাজারে কম বয়সি পুরুষ,বয়স্ক পাখি ও আকারে ছোট রিজেক্ট পাখি বেশি বিক্রি হয় মাংসের জন্য।
আমাদের কাছে কোয়েল পাখি পাবেন না।আপনি কোয়েল খামারের আরো কিছু ভিডিও দেখুন ,ওখানে কিছু বড়ো বড়ো খমারিদের নাম্বার পাবেন যারা পাখি বিক্রি করে।বেছে বেছে মহিলা পাখি নেবেন।নিজে বাচ্চা ফোঁটাতে চাইলেই কেবল পুরুষ পাখি কিনবেন অল্প
@@MdJuwelRana-qj2tg এই প্লে লিস্টে থাকা কোয়েল সম্পর্কে যে ভিডিও গুলো আছে সব খুব ভালো করে দেখুন, আইডিয়া পেয়ে যাবেন: ru-vid.com/group/PLegYjytEjJ9IBQpzS2d32ikobno26U2JI ডিম পারার জন্য কোয়েল এর খাবার বানাতে চাইলে অবশ্যই ভুট্টা গুড়ো,সয়াবিনের খৈল,সরিষার খৈল ও লেয়ার স্টার্টার ফিড দরকার।
খাবারে পুষ্টির অভাব বা অতিরিক্ত খাবারের কারনে শরীরে চর্বি জমেছে।আবার পুরোনো কোয়েল বা বয়স্ক কোয়েল হলেও এই সমস্যা হয়।দেখুন এবং বুঝুন কি হয়েছে।তারপর সমাধান নিজেই পেয়ে যাবেন।ধন্যবাদ।
প্রথমে মুরগির খামার যারা করে বা বিক্রি যারা করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা বাচ্চা সংগ্রহ করে যেখান থেকে সেখানে যোগাযোগ করুন।তাও না পেলে ফেসবুকে কোয়েল পালন সম্পর্কিত কিছু গ্রুপ রয়েছে সেখানে অনেকেই বিক্রি করে,বাসের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় কোয়েল পাঠায়।তাদের সাথে যোগাযোগ করুন।
কোয়েল পাখি কত দিন বাচে। অর্থাৎ কখন কোয়েল পাখি জবাই করতে হবে বা খাওয়ার জন্য বিক্রি করতে হবে। আমার কিছু পাখি কোন রোগ বালাই ছাড়া ৮ মাসের মাথায় মারা গেছে। অনেক পাখির মধ্যে কোন পাখি ডিম দেয়া বন্ধ করছে তা বুঝা যায় না।
@@waterpurifierbd5380 রাত ১০ টা পর্যন্ত আলো দিয়ে রাখুন,রাতে যেন ঠান্ডা না লাগে এমন জায়গায় রাখুন বস্তা দিয়ে ঢেকে।আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার পাখিগুলোর চর্বি হয়েছে তাই ডিম দিচ্ছে না।(একটি পাখিকে মেপে দিনে সকালে ৮ গ্রাম,দুপুরে ৮ গ্রাম ও সন্ধ্যায় ৮ গ্রাম খাবার দেবেন মোট ২৪/২৫ গ্রামের বেশি খাবার দেবেন না।) "লেয়ার লেয়ার ১" ফিড বা আমার চ্যানেলে দেখানো খাবারটি ছাড়া অন্যকিছু খাওয়াবেন না,(খুদ,ভাত,ধান এগুলো একেবারেই দেবেন না).কম পাখি হলে ভিটামিন ই ক্যাপসুল(ই ক্যাপ ৪০০) এক লিটার পানিতে একটি মিশিয়ে সপ্তাহে ২ দিন দেবেন।