জয় নিতাই! কত সাদামাটা কথা, অথচ কত গভীর! এই রকম ঘরোয়া প্রসঙ্গ আরো থাকলে আপলোড করবেন। শ্রীচরিতামৃতের একটা কথা মনে পড়ছে : গুরুরূপে কৃষ্ণকৃপা তত্ত্বের অবধি। শ্রীপাদ বাবাজী মহারাজ একবার কীর্তনে আঁখর দিয়েছিলেন যে, গুরুরূপে যেদিন হাত ধরেছ সেদিনই সব চাওয়া-পাওয়া মিটে গেছে। কিন্তু আমাদের সেই অনুভব কোথায়? জয় শ্রীগুরু-রাম-রাধারমণ!
আমরা এখন গুরুকে ভগবান বানিয়ে , ভগবানের আসন সরিয়ে গুরুকে বসাই ,ভগবানকে বলি তুমি সামনে থাক আর বানান ভগবানকে রাখি ভগবানের আসনে, এই ভগবান জ্ঞানে পূজা করা , কলির ভগবান আনলেন যে নাম , আমি এখন গঠন করতে চাই মহানাম ,ভগবান সরাও তোমার নাম, অাসছে আমার মহানাম , তারা মুখে বলে এক নাম হৃদয়ে রাখে আরেক নাম , এই হল নকল ভগবান , মানে চায়না কোম্পানির ভগবান
This guru is not that guru. Prosad is prosad, but we should be clean. Guru is religious teacher. Muni/rissi is main guru & allways pray of Isshor. We shall respect you & pray of God with you. You will teach us about knowledge. Are you my God ?
আমার গুরু দেব শ্রী পাদ কঞ্জদাস জী আমার বাবা কে ??করে ছিল প্রসাদ দিয়ে খাওয়া ভালো না এটা খাওয়া ভালো বাবা বলেছিলেন দিয়ে খাওয়া ভালো কিন্তু বাবা সঙ্গে এক জন গিয়েছিলেন সে বাড়িতে প্রসাদ একাই খেয়ে নিতো পরে বাবা কে বলেছিল গুরু দেব ও কথাটা আমাকে বললো জয় জগদ্বন্ধু হরি