আমি এই লাকড়ির চুলা কিনে রীতিমত ধরা খেয়েছি.....এই চুলায় মাটির চুলার মত অনেক লাকড়ি লাগে এবং মাটির চুলার মত পাতিলের তলায় অনেক কালি পড়ে এবং একটু পর পর আগুন নিভে গিয়ে ধোয়ার সৃষ্টি করে😥😥 আমার অনেক গুলো টাকা নষ্ট হইছে💔
লাকড়ি দিবো কোন দিক দিয়ে, সেটা দেখালো না,ছাই কোন দিকে যাবে, পাতিলে কালি পোরবে কি না,পাতিল চুলায় দিয়ে দেখালো না,ভালো হইলে খুবই ভালো, কেউ এই চুলা ব্যাবহার করে থাকলে জানাবেন পিলিজ, তাহলে অন্যদের উপকার হবে