Тёмный
No video :(

গ্রাম বাংলা.গ্রামের মেঠোপথMy Bangladesh is full of unique beautyবাংলাদেশের গ্রামPanorama Documentary 

TOUR AND TRAVEL
Подписаться 877
Просмотров 140
50% 1

গ্রাম হল জনবসতির একটি একক। এটি প্রধানত কৃষিভিত্তিক অঞ্চলে মনুষ্য সম্প্রদায়ের ছোটো বসতি। যেখানে বসবাসরত সম্প্রদায়রা কৃষিকাজ কৃষিভিত্তিক ও বিভিন্ন ছোটোখাটো কাজের (যেমন কুমোরের বা কর্মকারের কাজ) মাধ্যমে খুব সাধারণভাবে জীবন যাপন করে থাকে। গ্রাম সাধারণত বড়ো শহর বা রাজধানী থেকে দূরে অবস্থিত হয়।
আসলে গ্রাম বাংলার প্রকৃতি এবং মানুষগুলো সত্যিই খুব সহজ-সরল এবং সুন্দর হয়। আসলে গ্রাম বাংলার এই প্রাকৃতিক দৃশ্য দেখে যেন আমাদের মনটা ভরে যায়। আর গ্রামবাংলায় যেসব মানুষেরা বসবাস করে তাদের মনটা সব সময় সহজ সরল হয়। কারণ তারা কখনো শহরের আধুনিক ছোঁয়া না পেলেও তাদের সেই পুরনো মন মানসিকতা অনেক পবিত্র হয়। তাদের মন-মানসিকতার ভিতরে কোন পাপ কখনোই জায়গা করে নিতে পারে না। আসলে শত কষ্টের মাঝেও তারা মিলেমিশে একসাথে একই জায়গায় বসবাস করে। আসলে গ্রাম বাংলার এই অলিতে গলিতে রয়েছে বিভিন্ন ধরনের ছোট ছোট বাগান। আসলে গ্রামের সেই মিষ্টি মেয়েটি যখন খোলা চুলে জল আনিতে যায় সে দৃশ্য আমাদের মন কেড়ে নেয়।
আসলে এখনো কিন্তু গ্রামের মানুষেরা কলসি কাঁখে নিয়ে বহু দূরে যায় জল আনিতে। আসলে এই গ্রামের কৃষকেরা সারা বছর অনেক কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদনের জন্য। আর মাঠে তাদের সবুজ ফসলের জন্য মনে হয় যেন মাঠে সবুজের মেলা বসেছে। যদিও তারা কঠোর পরিশ্রম করে এবং এতে তাদের অনেক বেশি কষ্ট হয়। কিন্তু তাদের মুখ দেখে কখনো বোঝা যায় না যে তারা কষ্টে রয়েছে। আসলে একমাত্র এই গ্রামের পরিশ্রমী লোকেরাই সব সময় শত কষ্ট বুকে নিয়ে মানুষের সামনে হাসতে পারে। আপনি প্রথম দেখাতে কখনোই বুঝতে পারবেন না যে এসব মানুষের মনের ভিতরে কতটা কষ্ট। আসলে এভাবে তারা দিনের পর দিন পরিশ্রম করে এসব গ্রাম অঞ্চলে বেঁচে থাকে।
আর গ্রাম বাংলা এখনো আধুনিকতার ছোঁয়া পৌঁছায়নি। আর এর ফলে মানুষগুলো এখনো অনেক ভদ্র রয়েছে। আসলে আধুনিক জিনিস কিন্তু ভালো কিন্তু এসব আধুনিক জিনিসের যেসব খারাপ দিক রয়েছে তা কিন্তু সম্পূর্ণ খারাপ। এছাড়াও গ্রামের দিকে বিকেলবেলাতে পাখিগুলো যখন বিভিন্ন ধরনের খাবার সংগ্রহ করে তারা তাদের ছোট্ট বাসায় ফিরে আসে তখন বাসায় অপেক্ষা করা পাখির ছানাগুলো তাদের মাকে পেয়ে কিচিরমিচির আওয়াজ করতে থাকে। এছাড়াও সাদা বকরা আকাশে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়। আসলে এই সব দেখলে আমাদের মনটা যেন পাগল হয়ে যায়। আর এজন্য আমরা বারবার চাই যে আমাদের যেন এই গ্রাম বাংলায় জন্ম হয় এবং এই গ্রাম বাংলার সহজ সরল মানুষের সাথে আমরা যেন বড় হতে পারি এবং আমাদের শেষ পরিণতিও যেন এই গ্রাম বাংলায় হয়।

Опубликовано:

 

22 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@OhabTraveler
@OhabTraveler Месяц назад
অসাধারণ গ্রামীণ দৃশ্য 😍
@TRAVELLERNAZMUL8284
@TRAVELLERNAZMUL8284 Месяц назад
ধন্যবাদ ভাই ভিডিও টি দেখার জন্য।
Далее
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19