Тёмный

ঘুরে আসুন মেঘের দেশে | নীলগিরি বান্দরবান ভ্রমণ | Nilgiri Tour 2024 | Bangla Description | 

Bangla Description
Подписаться 2,8 тыс.
Просмотров 272
50% 1

We try to present our history, heritage, civilization, culture and archeological specimens to you through video recording of the natural beauty of Bangladesh!
আমাদের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য ভিডিও ধারণের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি।
আচ্ছালামুয়ালাইকুম। সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা। বাংলা ভাষাভাষী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলের প্রতি রইলো আমার আন্তরিক ভালবাসা এবং অভিনন্দন । প্রকৃতি সবসময় তার নিজের মত করে সাজতে পছন্দ করে। বান্দরবানের এই পাহাড় পুরির পাহাড়েরা কখনো মেঘর চাদরে নিজেকে আচ্ছাদিত করে আবার কখনো সূর্যের কুসুম আলোয় ফুলের মত করে ফুটে থাকতে পছন্দ করে । আর এসব সৌন্দর্য উপভোগ করতে দুর দুরান্ত থেকে পর্যটকরা ছুটে আসে পাহাড়ের কাছে। বান্দরবানের নীলগিরির এই পাহাড়ি ক্যানভাসে যে কারো মন আটকে যাবে এক নিমিষে। চারদিকে সারিসারি সবুজ পাহাড়। কোনটা বড় আবার কোনটা ছোট।কোনটা কাছে আবার কোন কোনটা দৃষ্টিসীমার অনেক দূরে। কাছে দুরের এই পাহাড়ি ঢেউ খেলানো দখিনা বাতাস যখন গা ছুয়ে যায় তখন আচমকা মনটা শিউরে ওঠে। বাহারী সব ফুল আর ফলের গাছ দিয়ে মোড়ানো নীলগিরির প্রবেশ পথ। সূর্যের আলোয় কেমন সেজেছে নীলগিরি। নীল আকাশ, পিছঢালা পথ আর বাহারী সব দেশি-বিদেশি ফুল ফলের গাছের সমারহ এককথায় বলতে গেলে নীলগিরির পরতে পরতে সোভা পায় নান্দনিক এইসব কারুকার্যের।
ভালোলাগা ভালোবাসার যায়গায় একটু হাতে হাত রেখে চলা কিংবা সাজানো করিডরে একা অনমনে একাকিত্বে নিজেকে হারানোর মত সুন্দর পরিবেশ পৃথিবীর আর কোথাও পাবেন কিনা জানিনা তবে তবে পাহার এক, বুক ভরা ভালবাসার জায়গা। প্রান খুলে স্বস্তির নিঃশ্বাস ফেলে দূরে চোখ রাখার যায়গা। দুহাত প্রসারিত করে কাউকে বুকে টেনে নেয়ার যায়গা। শহরের কোলাহল থেকে এমন পরিবেশে একা কিংবা স্বপরিবারে চলে আসতে পারেন দেশের যে কোন প্রান্ত থেকে। ঢাকা থেকে সরাসরি বান্দরবানের গাড়ি পাওয়া যায় রাতভর ঘুমতে ঘুমতে সকালবেলার সূর্যমামার ওঠার আগেই আপনি পৌঁছে যাবেন বান্দরবানে। প্রতিটি গাড়ির সিটভেদে ভাড়ার পার্থক্য রয়েছে। হোটেল হিলভিউ এখানকার সবচেয়ে বড় হোটেল।চাইলে রাত্রিযাপন করতে পারেন, এসব হোটেলের ভাড়াও শ্রেনীভেদে ওঠা নামা করে তবে হাজার থেকে আপনার সাধ্যমতো রুম খুজে নিতে পারবেন আর অবস্যই যেখানে যাবেন যা কিছু খাবেন তার সবকিছুতেই একটু দামাদামি করে নিবেন। যাই হোক সকালের নাস্তা খেয়ে আমাদের রওনা করতে হবে নীলগিরির উদ্দেশে। নীলগিরিতে যাওয়ার আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে উপরে ওঠানামা করে এই গাড়ি গুলো তাই হয়তবা এই গাড়ির গুলোর নাম চান্দের গাড়ি। আমরা চান্দে না গেলেও পাহাড়পুরির পাহাড় ছুয়ে দেখব। আপনারা যারা আসবেন অবস্যই সকাল সকাল নাস্তা সেরে প্রথমে আগে গাড়ি ঠিক করে নিবেন, আর অবস্যই দামদর করে নিবেন ৪ থেকে ৫ হাজার টাকায় ভালো মানের চান্দের গাড়ি ঠিক করে নিতে পারবেন। একটা চান্দের গাড়িতে কমপক্ষে ১৫ জন অনায়াসে যেতে পারবেন। আপনার ভ্রমণ সঙ্গী যদি হয় ১৫ জন তবে আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা তার কারণ গাড়ি ভাড়া আপনি একা গেলেও যা ১৫ জনের ঠিক তাই।আমাদের চান্দের গাড়ি ঠিকঠাক হয়ে গেল এবার আমাদের যাওয়ার পালা। আমরা সবাই এটোসেটো ভাবে বসে নিচ্ছি তার কারণ পাহাড়ি পথ কোথাও উচু আবার কোথাও নিচু কোমড়ের হাড্ডির যেন কোন ক্ষয়ক্ষতি না হয় তাই যুত করে বসবেন আমার মত।এইতো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, কোন সমস্যা না থাকলে আনুমানিক এক থেকে দের ঘন্টার মধ্যেই পৌঁছে যাব ইনশাআল্লাহ। সকাল বেলা কুয়াশার চাদরে ঢেকে গেছে পাহাড়ের এই পথ। সামনে আরো কত কি দেখার বাকী তবে যাওয়ার পথে অনেক সৌন্দর্য আপনার চোখে ধরা দেবে। এছাড়াও বেশকিছু দর্শনীয় স্থান যাওয়ার পথেই চোখে পরবে তাই ড্রাইভার কে আগে থেকেই বলে রাখবেন তাহলে সেই সমস্ত যায়গায় দুএক মিনিটের বিরতিতে দেখে নিবেন পাহাড়ের এসব সৌন্দর্য। চেষ্টা করবেন সন্ধার আগেই ফিরে আসার জন্য । নিরাপত্তা জনিত বিভিন্ন বিষয়াদি রয়েছে তাই সাবধানতা অবলম্বন করবেন সবসময়। নিজেদের ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে রাখার চেষ্টা করবেন।
Bangla Description,Nilgiri,nilgiri bandarban,nilgiri tour,nilgiri bandarban bangladesh,nilgiri resort,bandarban travel vlog,nilgiri kivabe jaben,ঘুরে আসুন মেঘের দেশে | নীলগিরি বান্দরবান ভ্রমণ | Nilgiri Tour 2024 | Bangla Description | Description | নীলগিরি বান্দরবান | চিম্বুক পাহাড় |,নীলগিরির দর্শনীয় স্থান,নিলগিরি,নীলগিরি কিভাবে যাবেন,নীলগিরি বান্দরবান ভ্রমণ খরচ,নীলগিরি ভ্রমণ খরচ,ঢাকা থেকে কিভাবে নীলগিরি যাব,niligiri kivabe jabo,nilgiri vromon khoroch,nilgir tour plan,dhaka to nilgiri,chimbuk pahar
#nilgiri
#নীলগিরি
#বান্দরবান
#Nilgiri_Bandarban
#Bangla_Description

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@yiaminnusrat2402
@yiaminnusrat2402 3 месяца назад
U deserve more views, likes and comments. Ur choice of diction is amazing. U did an amazing job. Incredible brob
@Bdescription
@Bdescription 3 месяца назад
thank you
Далее
WHO IS MORE GREEDY?!
00:18
Просмотров 1,1 млн