একটি চৌবাচ্চা x ও y নল দিয়ে 36 মিনিটে পূর্ন হয় । যদি দুটি নল একসঙ্গে চালু হওয়ার 30 মিনিট পর y নল বন্ধ করা হয় তবে চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ হয় । তবে y নলটি একা চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় নেবে? এই অঙ্ক টা পারছি না স্যার বোর্ডে করিয়ে দিন ।
X ও Y দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় 30/36 = 5/6 অংশ বাকি 1-5/6 = 1/6 অংশ X দ্বারা পূর্ণ হয় 40-30 = 10 মিনিটে তাহলে X, 1 মিনিটে পূর্ণ করে 1/60 অংশ Y, 1 মিনিটে পূর্ণ করে 1/36 -1/60 = 1/90 অংশ তবে Y দ্বারা পুরো চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগবে 90 মিনিট।