Тёмный

চাতুর্মাস্য ব্রতর নিয়ম কানুন কি কি? কোন মাসে কি কি খাওয়া বারণ? ইহার আধ্যাত্বিক গুরুত্ব কি? 

HARI BASAR
Подписаться 154 тыс.
Просмотров 44 тыс.
50% 1

চাতুর্মাস্য ব্রতr কোন মাসে কি খাওয়া নিষেধ, এই চারটি মাসে কি কি অবশ্যই করতে হয় আর কি কি একদমই করতে নেই, এই চারটি মাস ঠিকঠাক পালন করলে কি কি লাভ হয়, এইসব কথা এই ভিডিওতে বিশদভাবে বর্ণনা করেছেন সুমিত্র কৃষ্ণ দাস।
চাতুর্মাস্য ব্রত সম্পর্কে আরও কিছু কথা নিচে দেওয়া হল :
আগামী ৫ই জুলাই থেকে শুরু (শাক বর্জন)
চারি মাস। শ্রাবণ-ভাদ্র-আশ্বিন ও কার্তিক। শ্রীভগবান বিষ্ণু ক্ষীর সাগরে শ্বেতদ্বীপে অনন্ত শয্যায় নিদ্রিত হন। বলা হয় শয়নী একাদশী (জগন্নাথ রথযাত্রার পর আষাঢ়ী শুক্লা একাদশী) তিথিতে ভগবান শয়ন গ্রহণ করেন। পার্শ্ব একাদশী (ভাদ্র শুক্লা একাদশী)তে পার্শ্ব পরিবর্তন করেন, এবং উত্থান একাদশী (কার্তিক শুক্লা একাদশী)তে উত্থিত হন।বছরের এই চারি মাস প্রাকৃতিক কারণে মানুষের দেহ ও মনে রজো ও তমোগুণী প্রভাব অধিক দেখা যায়। অঘটন বেশী ঘটে। তাই কায়মনোবাক্যে সংযত থাকা বাঞ্ছনীয়। কোনও কোনও বিষয়ে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়।ভক্তগণ কৃষ্ণভক্তি বৃদ্ধির উদ্দেশ্যে চাতুর্মাস্য ব্রত নিয়ম করেন।চতুর্মাসেষু কর্তব্যং কৃষ্ণভক্তি বিবৃদ্ধয়ে ॥ভষ্য পুরাণে বলা হয়েছে,
যো বিনা নিয়মং মর্ত্যো
ব্রতং বা জপ্যমেব বা।
চাতুর্মাস্য নয়েন্ মূর্খো
জীবন্নপি মৃতো হি সঃ ॥
যে ব্যক্তি নিয়ম, ব্রত বা জপ ব্যতীত চাতুর্মাস্য যাপন করে, সেই ব্যক্তি অজ্ঞ ও জীবন্মৃত।শ্রীব্রহ্মা নারদমুনিকে বলছেন, হে নারদ, চাতুর্মাস্য ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরমাগতি লাভ করার সুযোগ পাবে।
ব্রত নিয়মগুলি হলো :-
১) বেশী বেশী করে হরিনাম জপ করতে হবে। যারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করেন না, তাঁরা শুরু করে দেবেন। যারা নিয়মিত মন্ত্র জপ করেন, তাঁরা জপসংখ্যা বৃদ্ধি করবেন। কলিবদ্ধ জীবের সদ্গতি লাভের একমাত্র উপায় হরিনাম। আমাদের মনকে সুরক্ষা দান করে মন্ত্র হরিনাম।
২) প্রতিদিন গীতা-ভাগবত শ্রবণ বা পাঠ করতে হবে। ভগবানের কথা, ভক্তের কথা আলোচনাই আমাদের অসার হৃদয়ে আশা ও আনন্দ সঞ্চার করে থাকে। যারা ভগবৎ কথায় সময় দিতে পারে না, তারা আজেবাজে কথায় সময় পেয়ে বসে।
৩) তর্ক, গালগল্প এড়িয়ে চলতে হবে। কলিযুগের মানুষ আমরা তর্ক করতে, ঝগড়া বাধাতে, গালগল্পে খুবই উন্মুখ হয়ে থাকি। টিভি দেখা, নভেল পড়াও এর অন্তর্ভুক্ত। এসব অসৎসঙ্গ দোষ ছাড়া অন্য কিছু নয়।
৪) প্রত্যূষে স্নান সারতে হবে। ভক্তগণ তো ভোর চারটায় স্নান সেরে মঙ্গল আরতিতে যোগ দেন। যত্ন নেন কোনও দিন যেন ফাঁকি না যায়। মঙ্গলময় শ্রীহরির কৃপাকটাক্ষ লাভের উপযুক্ত ব্রাহ্মমুহূর্তে শুচিশুদ্ধ হয়ে জেগে থাকা বাঞ্ছনীয়।
৫) শ্রাবণে শাক, ভাদ্রে দই, আশ্বিনে দুধ এবং কার্তিকে মাষকলাই ডাল খাওয়া চলবে না। এই সময়ে এই দ্রব্যগুলি রোগ সৃষ্টি করে। মন বিক্ষিপ্ত করে। স্কন্দ পুরাণে বলা হয়েছে-
শ্রাবণে বর্জয়েৎ শাকং
দধি ভাদ্রপদে তথা।
দুগ্ধম্ আশ্বযুজে মাসি
কার্তিকে চামিষং ত্যজেৎ ॥
বিশেষতঃ, কার্তিক মাসে বেগুন, বরবটি, শিম আহার নিষিদ্ধ।
৬) শ্রীহরি অর্চন কিংবা শ্রীহরিভক্তিমূলক অন্য কোনও সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। সবসময় জানতে হবে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আচারে হোক, প্রচারে হোক যেকোনও সেবায় সবসময় সংযুক্ত থাকতে হবে, তাহলেই আমরা ভালো থাকবো।
এই চাতুর্মাস্য ব্রতের ব্রতকারীরা কেউ শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত, কেউ আষাঢ় মাসের গুরু পূর্ণিমা থেকে কার্তিক মাসের হৈমন্তী রাস পূর্ণিমা পর্যন্ত, আবার কেউ কর্কট সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত- এইভাবে পালন করে থাকেন। মোটামুটি যে দিন শুরু করবেন তার চার মাস পরে সমাপন করবেন।এই ব্রত ফলে মন সুন্দর হয়, শরীর ও প্রাণ সুন্দর হয়। বলা হয়, চার মাস বিষ্ণু শায়িত থাকেন। মানুষ এই ব্রত করলে বিষ্ণুর সুখনিদ্রা হয়। বিষ্ণুর পাদপদ্ম সেবায় রতা লক্ষ্মীদেবী তখন ব্রতকারীদের প্রতি প্রসন্না হন। তখন লক্ষ্মীর তুষ্ট দৃষ্টিপাতের ফলে ব্রতকারী লক্ষ্মীমন্ত হয়। নিয়ম শিষ্টাচার হীন হলে বিষ্ণুর নিদ্রা বিঘ্নিত হয়। বিষ্ণুর পাদপদ্ম সেবায় রতা লক্ষ্মীদেবী তখন অনুভব করেন যে, লোকেরা ব্রতহীন ও উচ্ছৃঙ্খল হওয়ার ফলে প্রভুর নিদ্রা বিঘ্নিত হচ্ছে। তখন লক্ষ্মীদেবী ব্রতহীনদের প্রতি রুষ্টা হন। তাঁর রুষ্ট দৃষ্টিপাতের ফলে লোকে লক্ষ্মীছাড়া হয়। তখন জীবনে নানা রকমের দুর্বিপাক লেগে থাকে।
এবং চ কুর্বতো মাসাং
শ্চতুরো যান্তি বৈ সুখম্।
অন্যথা প্রভবেদ্ দুঃখম্
অনাবৃষ্টিশ্চ জায়তে ॥
“এভাবে চারি মাস ব্রত পালন করলে সুখে যাপন হবে। নতুবা দুঃখের প্রভাব বৃদ্ধি হবে, অনাবৃষ্টি ও অন্যান্য দুর্বিপাক লেগে থাকবে।”
সার্বিক ব্রতনিয়ম থাকা সত্ত্বেও ব্যক্তিগত কিছু কিছু ব্রতসংকল্প করে থাকেন কোনও কোনও ব্রতকারী। সেই আচরণগুলিও শাস্ত্রসম্মত। যেমন- ১) সারাদিনে একবার মাত্র হবিষ্যান্ন গ্রহণ করা, ২) বিছানা না পাতিয়ে মাটিতে ঘুমানো, ৩) থালা-বাটি ব্যবহার না করে কলাপাতা বা পদ্মপাতা ব্যবহার করা, ৪) শরীরে তেল না মাখা, ৫) নখ, চুল না কাটা, ৬) মৌনী থাকা। বিভিন্ন প্রকার ব্রত আচরণেও ভিন্ন ভিন্ন পুরস্কার বিহিত রয়েছে। কেউ কেউ লবণ খাবে না, কেউ কেউ মিষ্টি জিনিস খাবে না, কেউ কেউ দুধজাতীয় কোনও খাবার গ্রহণ করবে না। কেউ কেউ মাটিতে মুখ দিয়ে খাবার গ্রহণ করেন।আমাদের দেশে অনেকেই আমিষপ্রও নেশাপ্রিয় মানুষ রয়েছেন। সেক্ষেত্রে বলা হয়েছে, যদি কেউ চাতুর্মাস্যে মদ ও মাছ-মাংস বর্জন করতে পারে, তবে সে এক সুন্দর যোগী হতে পারবে, ওজস্বী ব্যক্তিত্ব হতে পারবে।পরিশেষে, উল্লেখ্য এই যে, শ্রীহরির প্রতি একটু একটু ভক্তি অনুশীলন, বার ব্রত পালন, আমাদের জীবনকে পবিত্র ও মহান করে তোলে।
#chaturmasya_vrata_mahatya #chaturmas2020

Опубликовано:

 

30 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@bandanaghosh7367
@bandanaghosh7367 4 года назад
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
@sandhyabhowmik8612
@sandhyabhowmik8612 3 года назад
প্রভু অনেক কিছু জানলাম তাই আপনাকে প্রনাম জানাই আপনার কথা গুলি সুনে আমার খুব ভালো লাগছে
@buddhadebmanna6346
@buddhadebmanna6346 3 года назад
হরে কৃষ্ণ দণ্ডবৎ প্রণাম প্রভু
@malabikakusari2039
@malabikakusari2039 4 года назад
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
@papripatra5719
@papripatra5719 2 года назад
হরে কৃষ্ণ রাধে রাধে
@suchritashit2135
@suchritashit2135 3 года назад
Hare Krishna
@soumitapatra4126
@soumitapatra4126 3 года назад
Haribol
@gouridas7653
@gouridas7653 4 года назад
Jay shree Krishna
@swapnapaul3384
@swapnapaul3384 4 года назад
Hare krishna. Hori bol
@munmunsarkar8352
@munmunsarkar8352 4 года назад
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে,
@rupadhara5735
@rupadhara5735 4 года назад
Hare Krishna.... dandavat pronam Prabhuji
@tapasnaskar6499
@tapasnaskar6499 4 года назад
Hare Krishna 🙏
@prabirkhotel5136
@prabirkhotel5136 2 года назад
Horibol🙏💑🍒🍓🍅🍈🍇🍉🍊🍋🍍🍐🍏🍎🍑🍒
@purnimachakraborty6633
@purnimachakraborty6633 4 года назад
Hare Krishna probhu dondhobod pronam apnake.
@7b_10_bidisha8
@7b_10_bidisha8 4 года назад
Joysreekrishono
@pijushbanerjee134
@pijushbanerjee134 4 года назад
হরে কৃষ্ণ ।জয় শ্রীল প্রভুপাদ।👏👏
@prokashdas5397
@prokashdas5397 4 года назад
হরে কৃষ্ণ প্রভু
@belaghosh5496
@belaghosh5496 4 года назад
Anek kichu jante parlam Jay Radha krishna
@prodipkrmodak9411
@prodipkrmodak9411 4 года назад
Hare Krishna🙏,
@moumitamondal8622
@moumitamondal8622 4 года назад
হরে কৃষ্ণ প্রভু দণ্ডবৎ প্রণাম
@sreyashreechatterjee7302
@sreyashreechatterjee7302 4 года назад
Hare krishna pravu dandavat pranam 👏
@moumitadas7988
@moumitadas7988 3 года назад
Hare Krishna prabhuji damodar mase dipdan samporke ektu janaben???
@eshashil8136
@eshashil8136 4 года назад
হরে কৃষ্ণ ,
@Arupkumardas373
@Arupkumardas373 4 года назад
Hare Krishna prabhuji dandavat pranam
@purnimachakraborty6633
@purnimachakraborty6633 4 года назад
Ank ank donnobad apnake Probhu aisob kichui jantam na aj teke ami korbo ja pari. Ashirbad korben Probhu Hare Krishna.
@sajanroy1824
@sajanroy1824 4 года назад
Hare Krishna Prabhu
@bishnupadadas3310
@bishnupadadas3310 4 года назад
Hare Krishns
@ranjitasarkar6434
@ranjitasarkar6434 4 года назад
Probhu apnar mukhe chturmsso broto alochana sune ami khub upokrito holam ! Jay nitai jay hour jay shree krishna ! Radhe Radhe !
@litondas9038
@litondas9038 4 года назад
গোবিন্দ আপনার অনেক অনেক ভালো করেন। নমস্কার।
@aditibasak3449
@aditibasak3449 4 года назад
HARE Krishna Hay Mahatma doya kore Gopal bhatta ar golpo shunte chai Prabhu Apnar mukh theke onk golpo sunechi madhab ar arro shunte ichhe Kori... HARE Krishna
@funfactorybysneha6637
@funfactorybysneha6637 4 года назад
Hara Krishna 🙏🙏🙏🙏🙏
@shortsmaker5779
@shortsmaker5779 4 года назад
Hare Krishna 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rumaroy8818
@rumaroy8818 4 года назад
Hore Krishna........
@riomghosh3444
@riomghosh3444 4 года назад
Hare krisna
@suparnamondal7832
@suparnamondal7832 4 года назад
HARE KRISHNA PRABHU 🙏🙏🙏
@rekhaparamanik2155
@rekhaparamanik2155 4 года назад
হরিবোল প্রণাম প্রভু জয় শ্রীরাধামাধব 🙏🙏🙏🙏🙏
@aparnanandi5815
@aparnanandi5815 3 года назад
জয় রাধা কৃষ্ণ 🙏🙏🙏
@radheshyam-tz4fm
@radheshyam-tz4fm 4 года назад
HAre Krishna 🙏🏼🌹🌼💕🔥🥀💥
@akashdeb3
@akashdeb3 4 года назад
Joy sree krishna❤️🌹🌹
@hamtum5134
@hamtum5134 4 года назад
Radhey Radhey
@jharnadas7284
@jharnadas7284 4 года назад
দণ্ডবৎ প্রণাম প্রভু,,💅💅💅
@suvenduranjansaha7064
@suvenduranjansaha7064 4 года назад
.&
@srimatihazrasarkar7015
@srimatihazrasarkar7015 4 года назад
🙏🙏🙏রাধেরাধে হরেকৃষ্ণ
@rumabandyopadhay1975
@rumabandyopadhay1975 4 года назад
Horibol🙏🏻🙏🏻🙏🏻
@suparnamondal7832
@suparnamondal7832 4 года назад
HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE HARE RAM HARE RAM RAM RAM HARE HARE 🙏🙏🙏
@arbinsharma9917
@arbinsharma9917 4 года назад
কিন্তু প্রভু হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শয়ন একাদশীতো আষার মাসে হয় আর শ্রাবণতো গুরু পূর্ণিমার পরের দিন প্রতিপদা থেকে শুরু হয়
@inshightsEdu5893
@inshightsEdu5893 3 года назад
Pravu Vadra mase Lau khaoya uchit ki na ??
@simanath9765
@simanath9765 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnagovindadas5756
@krishnagovindadas5756 4 года назад
Ami sunechilm vali maharaj er kache bas koren....bhagaban
@somapalsaha8841
@somapalsaha8841 4 года назад
Provu, dandabat pronam🙏🙏 dhone pata mane coriander leaf ki bhog ranna te use kora jabe?
@sankardebnath7682
@sankardebnath7682 4 года назад
Hare Krishna Dada ami to BSF job kori. Tahola ami ki kora korbo. Ami Daly gita part korte parbo. R upai thakle bole din. Hare Krishna. .
@missdipika1692
@missdipika1692 4 года назад
হরে কৃষ্ণ প্রভু 🙏 প্রভু চাতুর্মাস্য ব্রত চলাকালীন কী চকোলেট , চা আর মসুর ডাল খাওয়া যাবে কী? 🙏 দয়া করে যদি জানাতেন আমি খুব উপকৃত হতাম 🙏🙏হরে কৃষ্ণ 🙏🙏
@jhumurdeysarkar9024
@jhumurdeysarkar9024 4 года назад
Hori bol Hare Krishna probhu 🙏🙏🙏 khub sundor video...Probhu kripa kore amake ektu ashta basur num gulo send korben...
@dolanroy7202
@dolanroy7202 4 года назад
Ct
@user-gn8ft2sn3t
@user-gn8ft2sn3t 4 года назад
হরে কৃষ্ণ ধনে পাতা কি শাকের মধ্যে পরে প্রভু??
@HARIBASAR
@HARIBASAR 4 года назад
হ্যা
@prokashdas5397
@prokashdas5397 4 года назад
হরে কৃষ্ণ প্রভু। ১,৩,৫,৭ এভাবে নাম জপ করা যায়। কাজের মাঝে মাঝে জপ করি।এক মালা করলাম আবার ৩০মিনিট পর আরো এক মালা এই ভাবে ১৬ মালা জপ করি। হরে কৃষ্ণ প্রভু।
@HARIBASAR
@HARIBASAR 4 года назад
এইভাবে জব করলে কোন অপরাধ নেই. কিন্তু এতে মনোসংযোগে ব্যাঘাত ঘটে. যাইহোক উপায় না থাকলে এভাবে করবেন
@santwanahait3910
@santwanahait3910 4 года назад
Brhem muhorot kota thake kota porjonto? Please😫🙏🙏
@krishnagovindadas5756
@krishnagovindadas5756 4 года назад
Bhagabat der pabo na to lockdown a sob bicchino hoye gache ki korbo
@snehabairy7450
@snehabairy7450 4 года назад
Ashar mashe to sayon akadoshi Hoi?
@mandalhacker2582
@mandalhacker2582 4 года назад
yes
@sujitganguly8752
@sujitganguly8752 4 года назад
Hare Krishna Provuji, Dandopat pronam neben. Ami Mayapur er Saraswati Nagor ei thaktam r Goshala te seba kortam. Kintu lockdown a gramer bari fire esechhi. Lockdown a kono seba to okhane nei o. R separate district o amar, tai Mayapur allow e hobe na hoito. Mayapur jeteo parchi na, tahole prodokshin e ba ki kore korbo.
@HARIBASAR
@HARIBASAR 4 года назад
একান্তই উপায় না থাকলে মনে মনেও করতে পারেন
@nupurmandal3895
@nupurmandal3895 4 года назад
হরেকৃষ্ণ বাবাজি অনেক গুরুদেব মাছ সেবা করেন তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন যে চিন্তামণি মতে বা কালাচাঁদ মতে মাছ সেবা করায বাবাজি আমার কথা হল যে চিন্তামণি বা কালাচাঁদ কে ছিলেন তারা কি মাছ সেবা করতেন
@HARIBASAR
@HARIBASAR 4 года назад
আবর্জনা ঘেঁটে কি লাভ?
@sanjayhalder1341
@sanjayhalder1341 4 года назад
হরে কৃষ্ণ। প্রভু শ্রাবণ মাস থেকে চাতুরমাস্য ব্রতর কথা বললেন কিন্তু আবার 5ই জুলাই থেকে লিখে দিলেন। তাহলে 1লা শ্রাবণ ও 5ই জুলাই তো একদিন হবেনা। এই ব্যপারটা একটু বুঝিয়ে দিলে ভাল হতো।
@HARIBASAR
@HARIBASAR 4 года назад
শাস্ত্রে শ্রাবণ মাসের কথা বলা হয়েছে. কিন্তু ইংরেজি মাস আর বাংলা মাস সব সময় একই গতিতে চলে না. তাই যে তারিখগুলো বলেছি ওই তারিখটা ইসকন পঞ্জিকায় এভাবেই দেওয়া আছে. 5 ই জুলাই যে পূর্ণিমা সেই পূর্ণিমা থেকে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হবে
@user-gn8ft2sn3t
@user-gn8ft2sn3t 4 года назад
আগে থেকে শুকিয়ে রাখা ধনে পাতা খাওয়া যাবে কি??
@joynath6460
@joynath6460 4 года назад
প্রভু, এই সময় বাচ্চা নিলে নাকি বাচ্চা আসুরিক হয়। বাচ্চার ট্রাই করবো না? ৩ তারিখ ট্রাই করবো? জিজ্ঞেস করছি কারণ অলরেডি শয়ন একাদশী হয়ে গেছে। আমরা দুবছর ট্রাই করছি। তবে আমি চাই কৃষ্ণভক্ত সন্তান হোক। দেরি হলেও নিয়ম মানতে চাই।প্লিজ রিপ্লে দিবেন। হরে কৃষ্ণ। প্রনাম
@HARIBASAR
@HARIBASAR 4 года назад
এটি আমার জানা নেই
@manasbag5922
@manasbag5922 4 года назад
হরে কৃষ্ণ 🙏🙏 প্রভু দন্ডবৎ প্রণাম নেবেন।
@goodcare8402
@goodcare8402 4 года назад
হরি বলো সংখ্যা পূর্বক ডনডো বত মানে বুঝতে পারলাম না
@Anrapus427
@Anrapus427 4 года назад
শয়ন একাদশী পর বাড়িতে কী সত্যনারায়ন -এর সিন্নি দেওয়া যায়?
@bitandas7098
@bitandas7098 3 года назад
তাই
@bitandas7098
@bitandas7098 3 года назад
যাই
@srimatihazrasarkar7015
@srimatihazrasarkar7015 4 года назад
🙏🙏🙏 প্রভু তুলসী প্রদখিন কতবার করা উচিৎ 🙏🙏🙏
@HARIBASAR
@HARIBASAR 4 года назад
কমপক্ষে চারবার
@neelimasamadder7155
@neelimasamadder7155 4 года назад
Chaturmaser dategulo baben. 1 2 3 4
@neelimasamadder7155
@neelimasamadder7155 4 года назад
Hare Krishna
@HARIBASAR
@HARIBASAR 4 года назад
ভিডিওতে ডেট দেওয়া আছে
@introverts5051
@introverts5051 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏Hore Krishna hore Krishna Krishna Krishna hore hore hore ram hore ram ram ram hore hore 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏apnake amr koti koti pronam jani 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnagovindadas5756
@krishnagovindadas5756 4 года назад
Prabhu kon narayan soyon jan? Mohavishnu???
@munmunsarkar8352
@munmunsarkar8352 4 года назад
আজকে প্রভু শাক রান্না করে ফেলেছি, তাহলে কি আজকে গ্রহণ করা উচিত, দয়াকরে জানাবেন
@HARIBASAR
@HARIBASAR 4 года назад
5 ই জুলাই থেকে শাক খাওয়া নিষেধ
@munmunsarkar8352
@munmunsarkar8352 4 года назад
@@HARIBASARধন্যবাদ প্রভু
@sumanhazra3365
@sumanhazra3365 4 года назад
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
@dilipbarman9575
@dilipbarman9575 4 года назад
Hare Krishna
@anupkar7201
@anupkar7201 4 года назад
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
@rupadasrupu181
@rupadasrupu181 4 года назад
Hare Krishna
@anamikadas5199
@anamikadas5199 4 года назад
Hare Krishna
@kalyanikar5266
@kalyanikar5266 4 года назад
Hare Krishna
@shibendas8684
@shibendas8684 4 года назад
Hare Krishna
@nilima6028
@nilima6028 4 года назад
Hare Krishna Radhe Radhe 🙏🙏
@Advaita279
@Advaita279 4 года назад
Hare Krishna Provu 🌹💐🙏🌹💐
Далее
СКАМ НА TWITCH
14:07
Просмотров 191 тыс.
⚡️Uylanishim kerak, sovchilikka borasizmi?...😅
00:50
小天使和小丑离家出走#short #angel #clown
00:36
СКАМ НА TWITCH
14:07
Просмотров 191 тыс.