আমি অনেক ছোট থেকে হাস মুরগী পালন করি,এক সময় আমার অনেক হাস মুরগী ছিল, তারপর আমার হাস চুরি হওয়ার পর প্রায় ৫ বছর কোনো হাস মুরগী পালন করি নি,এখন আবার নতুন করে রাজহাঁস আর চিনা হাস কিনেছি ১১ দিন হয়েছে,রাজহাঁস ৭টি এবং চিনাহাস ৯টি বড় বড়। আপনার ভিডিও দেখে ভালো লাগে, আপনার কথা মতো খাবার আর ঔষধ দিতেছি, এখন থেকে রোজ আপনার ভিডিও দেখি আর দেখবো।
ভাই আমার দুই মাসের চীনা হাস,,এখন কি কৃমিরঔষধ খাওয়াবো? জিংক আর লিভাটনিক ১ এম এল করে নিয়ে কি সকাল বিকাল দেবো, নাকি সকালে ১-১ = ২ এম এল আর বিকালে ১-১ =২ এম এল?
রবিন ভাই আপনার ভিডিও টা অনেক ভালো লাগছে ধন্যবাদ আমার একটা কথা জানার ছিল আমার ৪টা চিনা হাস বয়স ৫মাস কিভাবে জিংক কোস শেষ করবো আমার হাস শুকিয়ে জাইতেছে তেমন খায়না কিভাবে নিয়ম টা বুজিয়ে দিয়েন পিলিজ ভাই
আসসালামু য়ালাইকুম ভাইয়া আমি দুইটা চীনা হাঁসের বাচ্চা পালন করি সাথে দুই তিনটা মুরগির বাচ্চা পালন করি কিন্তু জিংক সিরাপ কয় বেলা খাওয়াতে হবে আর প্রতিদিন কি খাওয়াতে হবে যদি একটু বলতেন তাহলে অনেক উপকার হতো আমি বুঝতেছিনা 😢
সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ রবিন ভাই আমার আটটা সিনহাস আছে বয়স সাড়ে তিন মাস প্লাস পাঁচটা টাইগার মুরগি আছে দেড় মাস প্লাস এদের কি ভ্যাকসিন করতে হবে ধোনটার জন্য একই ভ্যাকসিন নাকি একটু জানাবেন প্লিজ
আপনার ভিডিও দেখে ভালো লাগলো, আমার চারটি চিনা হাঁস তিনদিন জিংক সিরাপ খাওয়াইছি কিন্তু কৃমি ঔষধ খাওয়াই নি,, বয়স ২০-২৫ দিন হবে বা আরো একটু কম হবে,,,,, আমি কি কৃমি ঔষধ খাওয়াতে পারব,, আমাকে জানাবেন
Vai amr 8ta cina has ace...boyes 4mas coltace..Ami akonoh kunu ...Jing ba libatone osud kowainai..r kunu kirmi osud oh kowiyanai ...tahol Ami ki akon teke kowyate parbo. .plz plz janaven...r liba tone r Jing koydin pore pore kowhabo ..plz janaven
ভাই আসসালামু আলাইকুম, ভাই আমার এিরিশ টার মতন চিনা হাঁস, দশটার মতন রাজাহাঁস আছে, ভাই আপনি একটু কষ্ট করে আমাকে বলবেন যে আমি এগুলোর জন্য কতটুকু পরিমাণ মেডিসিন ব্যবহার করব?
আস সালামু আলাইকুম আমার ৩টা মহিলা হাস ১টা পুরুষ চীনা হাঁস কুচে দিলে ডিম ফুটায় না ডিম নষ্ট হয়ে যায় আমি কোন ঔষধ দেই না এখন কি কি ঔষধ দিবো একটু বলবেন দয়া করে এতো ভিডিওর মধ্যে বুঝতে পারছি না কোন ঔষধ টা খাওয়াবো😢রিপ্লাই দিয়েন ভাই
আসসালামু আলাইকুম রবিন ভাই, কেমন আছেন ?. আমার ৯ টা চিনা হাঁস আছে , বয়স তিন মাস,এখনো কৃমির কোন ডোজ করিনি , হাঁসগুলো খাবার কম খাচ্ছে সে ক্ষেত্রে কৃমির ডোজ করার আগে লিভার টনিক ও জিংক কি পরিমান এবং কত দিন খাওয়াতে হবে ?.
ভাই মূলত আমার ২৫ টি চিনা হাঁস এক দুই ঘন্টায় ২ লিটার পানি খেয়ে ফেলবে সেখানেও কি আমি এক এম এল লিভার টনিক দিব ভাই দয়া করে নির্দিষ্টভাবে বলেন এক এমএল কয়টি হাঁসের জন্য বয়স আড়াই মাস
ভাই চিনা হাসের বাচ্ছার দেড় মাস বয়স ডাকপ্লেগের ব্যাকসিন করার পর হাস গুলো অসুস্ত হয়ে পড়ে আলাদা আলাদা সিনড্রোম দেখা দেয় আপনার ভিড়িও দেখে চিকিৎসা করে ইনসাআল্লাহ এখন ভালো তবে খাওয়ার এখনো নিজে খেতে পারেনা ৭দিন হয়ে গেলো এন্টি বায়োটিক কি খাওয়াবো কিনা
আসসালামু আলাইকুম। ভাই আমার ১৪ পিস চিনা হাস আছে এখন ৪ মাস + কিন্তু এখন একটা হাসের পাখাতে পছন ধরেছে, লেদা পোকা দেখা যাচ্ছে এবং ফুলে ঘেছে পাখাটা, কি চিকিংসা দিব প্লিজ ইনফর্ম করুন?