Тёмный

চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য | The village is the natural beauty of Bangla | AR Tuhin Vlogs. 

AR Tuhin Vlogs
Подписаться 435
Просмотров 90
50% 1

গ্রাম বাংলার চোখ জুড়ানো মনোরম প্রাকৃতিক সৌন্দর্য যার অবস্থান ঢাকা অদূরে ঢাকা শহরের পার্শ্ববর্তী জেলা গাজীপুর সদর উপজেলায় অন্তর্গত গাজীপুর সিটি কর্পোরেশন এর ২১ নং ওয়ার্ড এর মিরেরগাঁও গ্রাম এ পাশ দিয়ে প্রবাহিত তুরাগ নদীর কোল ঘেশা জায়গাটির অবস্থান। আপনার যদি এখানে আসতে চান তাহলে গাজীপুর চৌরাস্তা হতে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে সালনা আসতে হবে সালনা থেকে পশ্চিম দিকে ৩ কি.মি এক রাস্তা দিয়ে চলে আসতে পারবেন এই জায়গা।
একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়।।
যেথায় কোকিল ডাকে কুহু,
দোয়েল ডাকে মুহু মুহু,
নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়।
একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়।।
পিদিম জ্বালা সাঁজের বেলা
শান বাঁধানো ঘাটে
গল্পকথার পানসি ভিড়ে
রূপ কাহিনীর বাটে।।
মধুর মধুর মায়ের কথায়
প্রাণ জুড়িয়ে যায়।।
একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়।।
ফসল ভরা স্বপ্ন ঘেরা
পথ হারানো ক্ষেতে
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে।।
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়।।
একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাঁয়।।
শিল্পী: শাহনাজ রহমতউল্লাহ
সুরকার: আনোয়ার পারভেজ
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
Далее