দাদা,আমি, বাংলা দেসি 😊আমার একটা গাভিন ছাগলএরবাচ্চা হওয়ার হওয়ার সময় প্রথমে একটা বাচ্চা হয় তার অনেকক্ষণ পরে দেখি ছাগলের পেটের ভিতরমরা বাচ্চা ছিল এগুলো বাহির করে আনতে যেয়ে সবকিছু বেরিয়ে আসে তাড়াতাড়ি নিকটস্থ উপজেলা কমপ্লেক্সে নিয়ে যায় এখন বেশ সুস্থ এবং খাওয়ার খুব চাহিদা হয়েছে এখন আবার এই ছাগলটা দিয়ে আমি আগামীতে আমার বাচ্চা নিতে পারব কিনাপরবর্তীতে আবার এই সমস্যাটাই হবে নাকি একটু জানাবেন আমাকে প্লিজ
দাদা আমার 2 টি মা ছাগল তার বছরের 1টি মা ছাগল তার 2 বার আর একটি 1বার বাচ্ছা তারা মোট 6 টি বাচ্ছা দেয় আমার সমষ্যা হল দের মাস বয়স হলেই বাচ্ছা মরে যাচ্ছে বি বি ও দেখানোর পরও মা ছাগল দুটো আবার প্রেগনেন্ট এখন কি করব বলবেন যাতে বাচ্ছা মরে না যায় একটু বলবেন