এদেশে আর কোন বাহিনী আর কোন প্রশাসনিক কর্মকর্তা /কর্মচারীর প্রয়োজন নাই,ছাত্ররাই সব,আর ছাত্ররাই সব দায়িত্ব পালন করবে,,,,, আর তাই করুক,,,,এদেশের বারোটা/হোগা মারা শেষ
যমুনায় দারিওয়াল চশমা পরা মীর এই উপস্থাপক চাকরিচ্যুত করা হোক। স্ক্রীন শট নিয়ে রাখলাম। Next টাইম যদি live বা যে কোনো জায়গায় কথা ঘুরায় দাও এ রকম প্রশ্ন করো। তোমার খবর আছে।
আমাদের দেশের চলমান পরিস্থিতি এই মুহূর্তে খুবই খারাপ। আসুন আমরা সবাই মিলে সকল প্রকার রাজনীতি ভুলে শুধুমাত্র সাধারণ জনগণ হয়ে এই তত্ত্বাবধায়ক সরকারকে এই দেশটা সুন্দর করে গড়তে সাহায্য করি। আনসার বাহিনীদের মতো নতুন কোনো শঙ্কা তৈরি না করি। আসুন সবাই মিলে মিশে এই দেশটা গড়ি।
Ei lokta pa chata doler akta bij. Jamuna TV jei astha orjon korechen..ei lok BA ader Moto kisu Lok sheta hoito rakhte dibe na. Jamuna TV er kortipokkher ATA Dekha uchit.
প্রিয় যমুনা টিভি করসপন্ডেন্ট, আপনি কেন এ কথা বলছেন যে, ছাত্ররা বারবার আনসারদের উপর বল প্রয়োগ করছে। একথা বলে কি আপনি আনসারদেরকে উস্কানি দিচ্ছেন না? এই মুহূর্তে রিপোর্ট করার সময় শব্দচয়নে সর্তকতা অবলম্বন প্রয়োজন বলে মনে করি।
আনসার বাহিনী ছাত্রদের গায়ে লাঠি চার্জ করার সাহস কই পায়, তাদের সকলের চাকরিচ্যুত করা হোক। প্রয়োজনে নতুন লোক নিয়োগ করা হোক। এই আনসার বাহিনীর মধ্যে নৌকার রক্ত বইছে। একদিকে বন্যায় মানুষের কষ্ট, অন্যদিকে আনসারদের দাবি দেওয়া কোনভাবেই যুক্তিযুক্ত নয়।