Тёмный

ছাদবাগানের জন্য মাটি তৈরী (Soil preparation for Roof Garden) 

GREEN ROOF GARDEN
Подписаться 48 тыс.
Просмотров 109 тыс.
50% 1

Appropriately soil preparation for plantation and gardening in roof top or veranda/corridor. T make the soil properly we have to collect qualitative soil and add some chemical and organic fertilizer and maintaining some process. Without a good quality soil it is not possible to be successful even planting quality plant and high care. So that we have to prepare soil properly for roof gardening. I this video I discussed and show how you can prepare ideal soil for your roof garden. Hope you will be able to prepare soil for your garden successfully.
Thank you very much.
#ছাদবাগানেরজন্যমাটিতৈরী
#টবেরজন্যআদর্শমাটিতৈরী
#Soilpreparationforroofgarden
#ছাদবাগানের জন্য মাটি তৈরী (Soil preparation for Roof Garden)
#ছাদবাগানের জন্য আদর্শ মাটি তৈরী (Soil preparation for Roof Garden)
#ছাদবাগানের জন্য মাটি তৈরী
#Soil preparation for Roof Garden
#টবের জন্য মাটি তৈরী
#আদর্শ মাটি তৈরী
#সার ও মাটির মিশ্রন তৈরী
#Baganer mati toiri
#Chad baganer mati toiri
#Adarsho mati toiri
#Shar and matir misron toiri
#ছাদে গাছ লাগানোর পদ্ধতি
#ছাদে টবের মাটি কিভাবে প্রস্তুত করবো
#Soil preparation
#soil for gardening
#soil preparation methods

Опубликовано:

 

17 ноя 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 173   
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
ছাদ বাগানে গাছ লাগানোর জন্য যথাযথ ভাবে মাটি তৈরী অত্যন্ত গুরুত্বপূর্ন। ভালোভাবে মাটি প্রস্তুত করা না হলে অনেক দাম দিয়ে কেনা মূল্যবান শখের গাছটি যখন আশানুরুপ বৃদ্ধি পায়না বা ফুল ফল হয়না তখন আমাদের সকল পরিশ্রম বৃথা যায় এবং আমরা উৎসাহ হারিয়ে ফেলি।সুতরাং গাছ লাগানোর আগেই পরিকল্পনা করে নিতে হবে কোথা থেকে ভালো মাটি সংগ্রহ করা যায়, মাটির সাথে কি ধরনের জৈব/অর্গানিক সার, রাসায়নিক উপাদান মিশানো হবে, টবের আকৃতি কেমন হবে, কোথায় রাখা হবে ইত্যাদি। যাহোক ছাদে গাছ লাগানোর জন্য দোআশ মাটি সংগ্রহ করার পর দুই বস্তা মাটির সাথে এক বস্তা শুকনা গোবর ও কাঠের গুড়া মিশাতে হবে। এক কেজি জৈব সার, ২৫০ গ্রাম সরিষার খৈলগৃড়া, ১০০ গ্রাম টিএসপি, ১০০ গ্রাম পটাশ, ২০-৩০ গ্রাম চুন গুড়া একসাথে ভালোভাবে মিশিয়ে ছায়াযুক্ত স্থানে পলিথিন দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এভাবে রাখার স্থান না থাকলে বস্তায় ভরে ছায়ায় রেখে দিলেও হবে। ১০-১২ দিন পর মাটিগুলোকে উন্মুক্ত করে ভালো ভাবে উলটে পালটে দিয়ে খোলা স্থানে রেখে দিতে হবে। এর ৪-৬ দিন পর এই মাটি ঝড়ঝড়ে হয়ে গাছ লাগানোর উপযুক্ত হবে। সুতরাং থাযথভাবে মাটি তৈরীর জন্য ভিডিওতে দেখানো নির্দেশনা অনুসরণ করা হলে ফূল, ফল, শাক, সবজি সহ যেকোন গাছ লাগালে আশানুরুপ ফলণ পাওয়া সম্ভব। ধন্যবাদ
@Tanvir_Riyad
@Tanvir_Riyad 5 лет назад
রাসায়নিক সার ব্যবহার পরিহার করুন।
@subhajitchakladar8266
@subhajitchakladar8266 5 лет назад
কাঠের গুরো র বদলে অন্য কিছু কি ব্যবহার করা যেতে পারে ?
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
@@subhajitchakladar8266গাছের লতা-পাতা পচা বা কোকোপিট ব্যবহার করা যেতে পারে। তবে এগুলোর কোনটাই পাওয়া না গেলে এগুলো ছাড়া মাটি তৈরী করলেও তৈরীকৃত মাটির গুনগত মান একেবারে খারাপ হবেনা। ধন্যবাদ
@rabinsardar1399
@rabinsardar1399 5 лет назад
স‍্যর নমস্কার এ মাটি কতো দিন টবে থাকে যদি বলেন খুব ভালো হয়
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
@@rabinsardar1399 একবার তৈরিকৃত মাটিতে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত পুষ্টি উপাদানগুলো ঠিক থাকে। সুতরাং তৈরীর পর ব্যবহার করে ফেলাই ভাল। সর্বোচ্চ ৫-৬ মাস পর্যন্ত ব্যবহার করা যাবে। এর মধ্যে ব্যবহার না করলে পুনরায় সার ও ওঅন্যান্য উপকরণ মিশিয়ে মাটি তৈরী করে নিতে হবে। টবে বা ড্রামে গাছ লাগানোর পর প্রতি বছর শীতের শেষে আংশিক মাটি পরিবর্তন করতে হয়। একান্তই সম্ভব না হলে দুই বছরে অবশ্যই আংশিক মাটি পরিবতর্ন করতে হবে। নতুবা ফলন কমে যায়। ধন্যবাদ
@fatemahr7351
@fatemahr7351 5 лет назад
Apnar videor kaj gulo khub sundor poricchonno.upokari video.dhonnibad.
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
ধন্যবাদ
@abmah003
@abmah003 4 года назад
দারুণ উপকার হলো
@greenroofgarden1983
@greenroofgarden1983 4 года назад
ধন্যবাদ
@sakibsazid4559
@sakibsazid4559 4 года назад
খুবই ভালো হয়েছে ভাই ভিডিও টা
@greenroofgarden1983
@greenroofgarden1983 4 года назад
ধন্যবাদ
@mohammadparvez2996
@mohammadparvez2996 5 лет назад
Thanx lot,i have been looking for this soil preparation video for long time and loved ur method @this the best soil preparation technic i guess...
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
Thank you very much.
@subirbiswas6611
@subirbiswas6611 5 лет назад
Valo laglo
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
ধন্যবাদ
@roseflower1776
@roseflower1776 5 лет назад
আপনি কি বাংলাদেশ থেকে বলছেন। যদি তাই হয় তাহলে বলবো এভাবে চালিয়ে যান। খুব ভালো লেগেছে।
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
ধন্যবাদ।
@rafikulislambappy7749
@rafikulislambappy7749 4 года назад
Nice
@greenroofgarden1983
@greenroofgarden1983 4 года назад
ধন্যবাদ
@ritahaque9430
@ritahaque9430 2 года назад
ভাইয়া আমাদের পুকুর থেকে কিছু মাটি এনেছি ছাদে তাতে বালির ভাগ বেশি চার ভাগের তিনভাগ বালি এক ভাগ মাটি এরকম।এখন এই বালু মাটিতে আমি কি গাছ লাগাতে পারব প্লিজ বলবেন। আমি সেই বালু মাটিতে অল্প পরিমানে ডিএপি এবং পটাশ মিশিয়ে রেখেছি দশ দিন আগে।
@greenroofgarden1983
@greenroofgarden1983 2 года назад
এই ধরনের মাটিতে তিনভাগের একভাগ কোকোপিট, একভাগ শুকনা গোবর গুড়া বা যেকোন জৈবসার মিশিয়ে নিন। এরপর পছন্দমত যেকোন গাছ লাগান।
@saminyeasar1019
@saminyeasar1019 5 лет назад
ভাই বৃক্ষমেলা থেকে এবার অনেক গাছ কেনা হয়েছে। কিন্তু মাটি প্রস্তুত করা হয়নি এখনো। এই মুহূর্তে মাটি প্রস্তুত করতে গেলে দেরি হয়ে যায়। গাছগুলো রোপন করা প্রয়োজন। আপনার যথাযথ পরামর্শ চাচ্ছি।
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
দোআশ মাটির সাথে বস্তাপ্রতি এককেজি হারে কমপোষ্ট, ৩/৪ কেজি পুরনো গোবর এক কেজি পরিমান কোকোপিট এবং একমুঠ সরিষার খৈল মিশিয়ে ৪/৫দিন পর গাছ লাগিয়ে দিন। মাস খানেক পর গাছের নতুন পাতা ও ডাল হলে অল্প মাত্রায় এনপিকেএস সার দিবেন।
@saminyeasar1019
@saminyeasar1019 5 лет назад
@@greenroofgarden1983 আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
@labib22
@labib22 2 года назад
Bhai gobor kivabe use korbo? Ami kacha gobor nursery theke kinichi.kacha gobor dry kore matite mix kore 25. 30 din pore ki use kora jabe?
@greenroofgarden1983
@greenroofgarden1983 2 года назад
কাঁচা গোবর ৪-৫ মাস পঁচানোর পর শুকিয়ে গুড়া করে ব্যবহার করবেন।
@labib22
@labib22 2 года назад
@@greenroofgarden1983 thanks🙂🙂
@arklinkintl711
@arklinkintl711 3 года назад
ভালো লাগলো। তবে, একটু প্রশ্ন, ছায়াতে না রেখে প্রখর রোদ্দুর এ রাখা এতোদিন জানতাম!!!! কোনটা ঠিক?? 🙄🙄
@greenroofgarden1983
@greenroofgarden1983 3 года назад
সার মেশানোর আগে মাটি রোদে শুকিয়ে নিতে পারেন। তবে সার মেশানোর পরে নয়।
@antorchakraborty7209
@antorchakraborty7209 Год назад
vai ai j harer gura,, sing kuchi agula use na kore agular poribotte onno kisu use kora jabe?and ki ki
@greenroofgarden1983
@greenroofgarden1983 Год назад
ডিমের খোসার পাউডার ব্যবহার করা যেতে পারে। তাছাড়া এগুলো না দিয়ে এগুলোর দুই থেকে আড়াইগুন ভার্মি কমপোস্ট দিতে পারেন।
@antorchakraborty7209
@antorchakraborty7209 Год назад
@@greenroofgarden1983 vai tomar contract number daoya jabe aktu khota bolbo janar jonno kisu,,tomar onk vedio ame dekhlam valo lagw
@suriabeg1097
@suriabeg1097 5 лет назад
Valo hoise. Ami banaite parse. Tobe dewar por mati bashi hoise. pore bebohar korle ke sarer gunagun thakbe. Janaben please.
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
বস্তায় ভরে পলিথিন দিয়ে ঢেকে রেখে দিন। পরে ব্যবহার করার আগে ২/৩ দিন খোলা বাতাসে ছড়িয়ে টবে দিয়ে গাছ লাগাবেন। ধন্যবাদ
@santanusarkar9495
@santanusarkar9495 3 года назад
টবের মাটিতে কি বাড়ী রং করার চুন প্রয়োগ করা যায় ।
@greenroofgarden1983
@greenroofgarden1983 3 года назад
যায়, ওটাকেই কলিচুন বলা হয়।
@sadianasrin7096
@sadianasrin7096 5 лет назад
ভাই,ইন্ডিয়ার মহাকাশ উদ্যান চ্যানেলের উনি বললেন যে,এই কলি চুন এটা, সো পান খাওয়ার চুন না। তো আপনি কমেন্টে বললেন-পান খাওয়ার চুনটাই এটা,,,এবার বলবেন-কোনটা সঠিক?
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
আপনি পান খাওয়ার চুন ব্যবহার করতে পারেন। কাজ মোটামুটি একই। ধন্যবাদ
@Tanvir_Riyad
@Tanvir_Riyad 5 лет назад
@@greenroofgarden1983 কলি চুন আর পান খাওয়ার চুনের কাজ গাছের ক্ষেত্রে কখনো এক হতে পারেনা। না জেনে মানুষকে ভুল পরামরশ দেবেন্না দয়া করে
@mdriadhasan7614
@mdriadhasan7614 4 года назад
sir goborer poriborte morgir litar ki bebohar kora jabe??? ar gele ta koto toko hare korte hobe? kindly ans diben.!
@greenroofgarden1983
@greenroofgarden1983 4 года назад
মুরগীর বিষ্ঠায় বিভিন্ন ধরনের ক্ষতিকর অনুজীব থাকায় প্রসেস করে নিতে হয়। প্রতি ৫ কেজি বিষ্ঠার সাথে এক কেজি হারে ছাই, ২০০ গ্রাম কলিচুন ও ২ কেজি মাটি মিশিয়ে ৫/৬ মাস পচানোর পর রোদে শুকিয়ে ব্যাবহার করতে পারেন।
@sahriorparvez2433
@sahriorparvez2433 4 года назад
Mati misron kore pani diye vijiye pore roddur te halka sukiye jorjhore korle ki gunagun nosto hoibe?
@greenroofgarden1983
@greenroofgarden1983 4 года назад
না, নষ্ট হবেনা।
@azizhasan3748
@azizhasan3748 5 лет назад
৩ বস্তা মাটি এবং অন্যান্য উপাদানের সাথে আপনি কি অনুপাতে গোবর ও কাঠের গুড়া মিশালেন?
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
এখানে দুই বস্তা মাটির সাথে একবস্তা গোবর ও কাঠের গুড়া (দুইভাগ গোবর একভাগ কাঠের গুড়া মিশিয়ে পঁচিয়ে নেওয়া হয়েছে) মিশানো হয়েছে। ধন্যবাদ
@azizhasan3748
@azizhasan3748 5 лет назад
গোবর সার এবং কাঠের গুড়া কি পরিমান দিলেন দয়া করে জানাবেন। অপেক্ষায় থাকলাম।
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
দুই বস্তা মাটি, হাফ বস্তা গোবর হাফ বস্তা কাঠের গুড়া। আপনি চাইলে গোবর একবস্তা দিতে পারেন।
@dinarmizi9579
@dinarmizi9579 3 года назад
ভাই হাড়ের গুড়া আমাদের এইদিকে পাওয়া যায়না এটা কি অনলাইনে পাওয়া যায়
@greenroofgarden1983
@greenroofgarden1983 3 года назад
যায়।
@sayedsarabelatop5
@sayedsarabelatop5 4 года назад
টবের মাটিতে চাউল গুরার তুষ সরাসরি ব্যবহার করতে পারব? জানাবেন।
@greenroofgarden1983
@greenroofgarden1983 4 года назад
Replied
@skalimran
@skalimran 2 года назад
এটেল মাটি হলে কি বালি মিশানো যাবে? গেলে কি বালি ব্যাবহার করতে হবে কুস্টিয়ার বালি, সিলেট বালি নাকি নদীর ধুলো বালি? জানালে খুব উপকার পেতাম।
@greenroofgarden1983
@greenroofgarden1983 2 года назад
নদীর ধুলোবালি মিশাতে হবে। মাটি কতটা এটেল তার উপর ভিত্তি করে বালি মিশাবেন। বেশি এটেল হলে সমপরিমান মাটি ও বালু মিশাবেন সাথে প্রচুর জৈব পদার্থ।
@skalimran
@skalimran 2 года назад
ধন্যবাদ।
@sobarnarahman9543
@sobarnarahman9543 3 года назад
ভাই আমি না জেনে সকালে মাটির মিশ্রণ মিশিয়ে সারা দিন রোদে শুকিয়ে বিকেলেই একটি কাগজিলেবুর চারা রোপণ করে ফেলেছি। এখন কি করব? গাছটি কি মারা যাবে!!? প্লিজ জানাবেন।
@greenroofgarden1983
@greenroofgarden1983 3 года назад
গোড়ার চারপাশের মাটি যতটা সম্ভব উঠিয়ে নিন। নতুবা সারের কারনে গাছের ক্ষতি হতে পারে, এমনকি মরেও যেতে পারে। ১০/১২ দিন পর উঠানো মাটি দিয়ে দিবেন।
@a.s.m.yiahia8599
@a.s.m.yiahia8599 3 года назад
well really like to know, after 12 days u will stock this soil for 4 days more. During this 4 days r u going to stock the soil like before inside a Bag or where or how??? Please let me know the real fact.
@greenroofgarden1983
@greenroofgarden1983 3 года назад
১২ দিন পর মাটি ভালভাবে নাড়াতে হবে এবং ২/৩ ঘন্টা পর আবার বস্তায় ভরে বা পলিব্যাগ দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ৪/৫ দিন পর পুনরায় মাটি ছড়িয়ে নাড়াচাড়া করে ড্রামে বা টবে নিয়ে গাছ লাগাবেন। ধন্যবাদ
@a.s.m.yiahia8599
@a.s.m.yiahia8599 3 года назад
@@greenroofgarden1983 Thank you so much for ur so quick reply. This will really help me a lot. 🙂
@daniasutex27
@daniasutex27 5 лет назад
মাটি কি চালনি দিয়ে চেলে নেওয়া যাবে,ধন্যবাদ 😊
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
মাটিতে ইট বা পাথরের টুকরা বা এগুলোর মত শক্ত পদার্থ থাকলে চেলে নেওয়া যেতে পারে। ধন্যবাদ।
@mourinkakoli409
@mourinkakoli409 5 лет назад
Ai mati toiri korar por kotodin pore gac lagatey hobe
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
মাটিতে সার ও অন্যান্য উপাদান মিশানোর পর ১০-১২ দিন পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে বা বস্তায় ভরে রেখে দিতে হবে। ১০-১২ দিন পর মাটি নাড়াচাড়া করে ৪-৫ দিন খোলা স্থানে রেখে দিতে হবে। এরপর টবে বা ড্রামে ভরাট করে গাছ লাগাবেন। ধন্যবাদ
@AliAli-px2jq
@AliAli-px2jq 5 лет назад
Amar tob a chara gas aci akun ki sun deta parbo
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
টবের সাইজ কত, টবে কি গাছ লাগানো আছে, গাছের বয়স কত, লাষ্ট কবে সার দিয়েছেন, এখন কি সমস্যা জানান।
@sharinzahan4420
@sharinzahan4420 4 года назад
Vai ready soil ki sell koren??? Amr onek soil lagbe 18/20ta tob vorar moto..price koto???
@greenroofgarden1983
@greenroofgarden1983 4 года назад
Sorry!
@rubinaparvin2405
@rubinaparvin2405 5 лет назад
Doas mati r sukno gobor aglo nasari te pawa jaba
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
যাবে। তবে যাচাই করে নিতে হবে। নতুবা এটেলমাটি, বালু এবং কাঁচা গোবর ভূষি এসব দিয়ে দেবে।
@Tanvir_Riyad
@Tanvir_Riyad 5 лет назад
রাসায়নিক সার ব্যবহার পরিহার করুন।
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
@AliAli-px2jq
@AliAli-px2jq 5 лет назад
Amar toba gas aca akun ki suna deta parbo Jana ben
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
আপনার প্রশ্ন বুঝতে পারলাম না ধন্যবাদ
@manjurkamol1381
@manjurkamol1381 3 года назад
apni ei video te shob kisu mix korar por pani den nai but apner onno video te shob kisu mix korar por pani disen. konta follow kora uchit ???
@greenroofgarden1983
@greenroofgarden1983 3 года назад
মাটি কিছুটা ভেজা ছিল বলে পানি দেইনি। আপনি পানি দিয়ে ভিজিয়ে দিতে পারেন।
@azizhasan3748
@azizhasan3748 5 лет назад
ভাইজান, তিন বস্তার মধ্যে মাটি, গোবর/জৈব সার ও কাঠের গুড়ার অনুপাতটি জানাবেন দয়া করে।
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
তিন বস্তার মধ্যে দুই বস্তা মাটি এক বস্তা গোবর ও কাঠের গুড়ার মিশ্রন এবং দুই কেজি কম্পোষ্ট সার। ধন্যবাদ
@fahadsarker6474
@fahadsarker6474 4 года назад
মাটি বস্তুা থে‌কে বের করার পর কি রুদে শুকাতে হবে ৪ ৫ দিন
@greenroofgarden1983
@greenroofgarden1983 4 года назад
রোদে শুকানো জরুরী নয়, বরং মাটি উল্টে পাল্টে কয়েক ঘন্টা ছড়িয়ে মাটির আবদ্ধ বাতাস/গ্যাস বের করে দিতে পারলে ভাল হয়। এর পর আবার ঢেকে বা বস্তায় ৪/৫ দিন রেখে দেয়ার পর পুনরায় মাটি উল্টে পাল্টে গাছ লাগাতে হবে।
@subhadipmondol5432
@subhadipmondol5432 4 года назад
Chun Kno dilen dada ??. Chun khorimati use Kora jabea ki??
@greenroofgarden1983
@greenroofgarden1983 4 года назад
মাটি জীবানুমুক্ত করা, পিএইচ মানের ব্যালেন্স ঠিক রাখা এবং ক্যালসিয়াম সরবরাহ করার জন্য।
@subhadipmondol5432
@subhadipmondol5432 4 года назад
@@greenroofgarden1983 ok thanks
@greenroofgarden1983
@greenroofgarden1983 4 года назад
@@subhadipmondol5432 Welcome
@anishaakhter6392
@anishaakhter6392 4 года назад
Ai vabe mati toiri kore ki dhonia lagate parbo?
@greenroofgarden1983
@greenroofgarden1983 4 года назад
জি, পারবেন।
@Tanvir_Riyad
@Tanvir_Riyad 5 лет назад
হাড়ের গুড়ড়া কই পাবো
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
ভাই আমি মিরপুরের একটি সার ও বীজের দোকান থেকে সংগ্রহ করি। তবে আগারগাঁওয়ের কিছু বড় নার্সারিতে বিক্রি হতে দেখেছি। ধন্যবাদ
@ssultana9489
@ssultana9489 5 лет назад
গবরের পরিবরতে অন্য কি বেবহার করতে পারি? ধন্যবাদ
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
গোবরের পরিবর্তে প্রতি বস্তা মাটির জন্য ১ কেজি হারে কম্পোষ্ট, লতা-পাতা ও আবর্জনা পঁচা ৫ কেজি এবং সম্ভব হলে ৩ কেজি হারে কোকোপিট ব্যবহার করা যেতে পারে। ধন্যবাদ।
@anwarsadat2216
@anwarsadat2216 5 лет назад
এটা কি চুন বাজারে (ঢাকাতে) কি নাম বললে এটা পাওয়া যাবে?
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
এটা পানের সাথে খাওয়ার চুন। আপনার বাসার কাছাকাছি বড় ধরনের বাজারের পান শুপারির দোকানে পাবেন। ধন্যবাদ
@kashemsahebkohin3106
@kashemsahebkohin3106 4 года назад
@@greenroofgarden1983 সার ও বীজের দোকানে গাছের জন্য চুন পাওয়া যায়।
@Tushar-tp4gf
@Tushar-tp4gf 4 года назад
এটা চুন হিসাবেই পাওয়া যায়। আপনি দেওয়াল রং করা চুন বললেও হবে। তবে এটা সরাসরি ব্যবহার করবেন না। এটাকে পাতলা করে বিছিয়ে উপর থেকে জল স্প্রে করে নেবেন। এরপর একটু শুকিয়ে নিয়ে ব্যবহার করবেন। দেখবেন যাতে চুন টা সম্পূর্ণ গুড়ো হয়ে যায়। পুরো গুড়ো না হলে বা ঢেলা ঢেলা থাকলে আর একটু স্প্রে করে নিতে হবে।
@shoukotahmed8384
@shoukotahmed8384 5 лет назад
ঢাকায় রাসায়নিক সার কোথায় পাওয়া যাবে? দয়াকরে জানালে কৃতজ্ঞ থাকব
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
ঢাকার প্রায় সব নার্সারীতেই সার পাওয়া যায়। বিশেষ করে আগারগাঁওয়ের নার্সারীগুলোতে পাবেন। ধন্যবাদ
@hijibiji6513
@hijibiji6513 5 лет назад
কাঠেরগুড়া কি কোকোপিটের কাজ করে?
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
জি কাঠের গুড়া আর গোবর অধেক হারে একসাথে মিশিয়ে পানি ছিটিয়ে ভিজিয়ে বস্তায় ভরে মাসখানেক রেখে দিয়ে ৪/৫ দিন শুকিয়ে নিলে কোকোপিটের মতই কাজ করে এবং বারতি হিসাবে গাছ উৎকৃষ্ট মানের জৈব সার পেয়ে যায়।
@Polash0007
@Polash0007 2 года назад
Chemical na dileo hoto
@greenroofgarden1983
@greenroofgarden1983 2 года назад
জি, হতো
@PramodKumar-hp2fy
@PramodKumar-hp2fy 5 лет назад
Sir can you make this video in English or Hindi language
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
Difficult for me but I will try
@farhananahad8606
@farhananahad8606 5 лет назад
চুন কি পানের সাথে যেটা খায় সেটা দিয়েছেন নাকি রংয়ের সাথে যেটা দেয়
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
পানের সাথে যে চুন খাওয়া হয় সেটা ব্যবহার করেছি। ধন্যবাদ
@fiscalagent8247
@fiscalagent8247 5 лет назад
@@greenroofgarden1983 ami ektu confusion chun er bisoye money hoy রংয়ের সাথে যেটা দেয় seta use korte hoy.......though I am new gardener.....thank u sir....
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
@@fiscalagent8247 মাটিতে ক্যালসিয়ামের জন্য যেকোন চুন ব্যবহার করা যাবে তবে ডলোচুন বা খনিজ চুন হলে ভাল হয়। ধন্যবাদ
@Tushar-tp4gf
@Tushar-tp4gf 4 года назад
@@fiscalagent8247 চুন দুরকম হয়, চুন(ক্যালসিয়াম অক্সাইড) এবং কলি চুন(ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড)। চুন জল বা জলীয় বাষ্পের সংস্পর্শে এলে ই কলি চুন হয়ে যায়। রং করা চুন কেনার সময়ে এটা চুন কিন্তু ব্যবহার করার সময়ে কলিচুন। কারণ রং করার সময় জল মেশাতে হয়। পান খাবার চুন টা কলি চুন। কারণ ওটা ভিজে থাকে। বর্ষাকালে চুন পাতলা করে ঘরে বিছিয়ে রেখে দিলেও কলি চুন হলে যায়। তবে মনে রাখতে হবে চুন থেকে কলি চুন হওয়ার রাসায়ানিক বিক্রিয়ায় প্রচণ্ড তাপ উৎপাদন করে, তাই সরাসরি চুনের ঢেলা ব্যবহার করলে শিকড় পুড়ে যাবে।
@daliaworld
@daliaworld 4 года назад
এই চুন কি খাবার চুন নাকি আলাদা চুন?
@greenroofgarden1983
@greenroofgarden1983 4 года назад
হার্ডওয়ারে বা রংয়ের দোকানে পাউডার বস্থায় পাবেন। অনেকে চক পাউডার বা কলিচুন বলে। না পেলে খাবার চুনও দিতে পারেন।
@AliAli-px2jq
@AliAli-px2jq 5 лет назад
Ae mati koto din tik takba
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
বস্তায় রেখে পলিথিন দিয়ে সংরক্ষন করা হলে ৬ মাস উর্বর থাকবে। এরপর থেকে উর্বরতা কমতে থাকে। এক্ষেত্রে ব্যবহারের আগে ২/৩ দিন খোলা স্থানে ছড়িয়ে রাখতে হবে। ধন্যবাদ।
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
কি গাছ লাগানো হয়েছে তার উপর বিষয়টি নির্ভর করে। সাধারণত গাছ লাগানোর ৬ মাসের পর থেকে মাটির উর্বরতা কমতে থাকে। তখন প্রয়োজন বুঝে সঠিক সার সঠিক মাত্রায় প্রয়োগ করতে হয়। ধন্যবাদ
@princemonir209
@princemonir209 5 лет назад
হাড়ের গোডো জিনিসটা কি
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
হাঁড়ের গুড়া নার্সারী বা সার-বীজের দোকানে কিনতে পাওয়া যায়। মাটিতে ক্যালসিয়াম এবং ফসফরাসের যোগান দিতে অর্গানিক উৎস হিসাবে হাঁড়ের গুড়া ব্যবহার হয়। ধন্যবাদ।
@mdamithasan2146
@mdamithasan2146 3 года назад
আসসালামু আলাইকুম ভাই, আপনার মত মাটি তৈরী করেছি, সাথে হলুদ গুড়া দিয়েছি ফাংগিসাইড হিসেবে, কিন্তু ৫ দিন পর খোলার পর দেখি মাটির উপরের দিকে হালকা সাদা ফাংগাস এগুলো কি গাছের জন্য খারাপ, নাকি আরো ৭ বা ৮ দিন পর গাছ লাগালে গাছ এর কোনো ক্ষতি হবে কি???
@greenroofgarden1983
@greenroofgarden1983 3 года назад
মাটির সাথে নিম খইল (এক বস্তা মাটিতে ১ কেজি) মিশিয়ে ৬/৭ দিন পর গাছ লাগান।
@antorchakraborty7209
@antorchakraborty7209 Год назад
@@greenroofgarden1983 নিম খোল এর পরিবর্তে কি কি ব্যবহার করা যাবে?এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা হবে
@greenroofgarden1983
@greenroofgarden1983 Год назад
@@antorchakraborty7209 নিম খৈল জৈব উপাদান এবং মাটিতে এটি ব্যবহার করতে পারলে ভাল। না পেলে কার্বোন্ডাজিম + ম্যানকোজেব রয়েছে এমন কোন ছত্রাকনাশক যেমন- ম্যাসার ১ বস্তা মাটিতে ২৫-৩০ গ্রাম মিশিয়ে নিতে পারেন।
@antorchakraborty7209
@antorchakraborty7209 Год назад
@@greenroofgarden1983 vai basudin ase name dekhsi dayajin alakar dokan a
@tcsunny3655
@tcsunny3655 5 лет назад
Mati poran 8/9 bochor hole ki sar debo,,
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
আমি যেগুলো উল্লেখ করেছি সেগুলো দিবেন আর সম্ভব হলে সাথে লতা-পাতা বা আবর্জনা পচা সার আধা বস্তা মিশিয়ে দিবেন। ধন্যবাদা।
@maxpain1698
@maxpain1698 3 года назад
আপনার বাড়ি কোন জেলায় ?
@greenroofgarden1983
@greenroofgarden1983 3 года назад
কুমিল্লা
@MizanurRahman-fb9cj
@MizanurRahman-fb9cj 5 лет назад
জৌব সার কোথাই পাওয়া যায়
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
সার-বীজের দোকান এবং প্রায় সব নার্সারীতেই পাওয়া যায়। ধন্যবাদ
@farhanaahammedjeny1255
@farhanaahammedjeny1255 4 года назад
আপনি কি ছাদ বাগানের জন্য রেডি মাটি আমাকে দিতে পারবেন???
@greenroofgarden1983
@greenroofgarden1983 4 года назад
দুঃখিত।
@AfsanaShanta-td3xh
@AfsanaShanta-td3xh 4 года назад
ড্রামের price টা কত ছিল
@greenroofgarden1983
@greenroofgarden1983 4 года назад
মিরপুর ১১ নং বাজার থেকে প্রতিপিছ ১৮০ টাকায় কিনেছিলাম।
@ajit3700
@ajit3700 5 лет назад
হ্যালো আমার কিছু প্রশ্ন ছিল প্লিজ
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
??
@milymily5710
@milymily5710 5 лет назад
হাড়ের গুরা না দিলে হবে
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
হবে, তবে ফসফেট জাতীয় সার একটু বেশি দিবেন।
@chamelirakshit3756
@chamelirakshit3756 4 года назад
সবাই তো দেলেন
@greenroofgarden1983
@greenroofgarden1983 4 года назад
??
@MdArfat-io7zs
@MdArfat-io7zs 4 года назад
কাঠের গুড়া জিনিস টা কি??
@greenroofgarden1983
@greenroofgarden1983 4 года назад
টিম্বার/স'মিল-এ কাঠ কাটার সময় কাঠের গুড়া হয়। ওখান থেকে সংগ্রহ করা যায়।
@MdArfat-io7zs
@MdArfat-io7zs 4 года назад
@@greenroofgarden1983 সমপরিমাণ মাটি, সমপরিমাণ কাঠের গুড়া, সমপরিমাণ র্ভামি কম্পোস্ট /গোবর মিক্স করে কি টবের মাটি তৈরি হবে??
@greenroofgarden1983
@greenroofgarden1983 4 года назад
@@MdArfat-io7zs হবে। এসব উপকরনের সাথে মাটির অর্ধেক পরিমার চিকন/নদীর সাদা বালু মিশিয়ে নিলে ভাল হয়।
@user-eo7xy4nn2v
@user-eo7xy4nn2v 5 лет назад
ভাইয়া প্লিজ রিপ্লে দিবেন। আমার কাছে গোবর নাই আমি কি করব?
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
গোবর না থাকলে এর পরিবর্তে গাছের পাতা এবং সবজির খোসা ও কলা, পেয়াজের খোসা, চা পাতা রোদে শুকিয়ে গুড়া করে ব্যবহার করবেন তাছাড়া কিছুটা কোকোপিট ব্যবহার করতে পারেন। ধন্যবাদ
@user-eo7xy4nn2v
@user-eo7xy4nn2v 5 лет назад
@@greenroofgarden1983 ভাইয়া আপনি কি কি সার আর জিনি ব্যাবহার করছেন মাটি তৈরি করতে। জদি তার নাম গুলা লিখে দিতেন?
@user-eo7xy4nn2v
@user-eo7xy4nn2v 5 лет назад
@@greenroofgarden1983 Plz replay dan
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
@@user-eo7xy4nn2v দো-আশ মাটি 2 বস্তা; ১ বস্তা গোবরের সাথে ৩-৪ কেজি কাঠের গুড়া মিশিয়ে ৩-৫ মাস পচানোর পর শুকিয়ে নেয়া গোবর; কম্পোষ্ট ১ কেজি; হাড়ের গুড়া ১৫০ গ্রাম; সরিষার খৈল গুড়া ২০০-২৫০ গ্রাম; চুন-১৫ গ্রাম। মাটি যথেষ্ট উর্বর না হলে সাথে আরো মিশাতে হবে ইউরিয়া-২০ গ্রাম, টিএসপি-১০০ গ্রাম, পটাশ ১০০ গ্রাম। ভালো মাটি হলে রাসায়নিক সার গুলো দরকার নেই। সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে ১২-১৫ পানি দিয়ে ভিজিয়ে ১২-১৫ দিন পলিথিন দিয়ে ছায়াযুক্ত স্থানে ঢেকে রাখবেন অথবা বস্তায় ভরে ছায়ায় রেখে দিবেন। ১২-১৫ দিন পর মাটি উন্মুক্ত স্থানে ঢেলে উল্টে পালটে ৪-৫ দিন রেখে দিন। এর পর টবে নিয়ে গাছ লাগাবেন।
@chamelirakshit3756
@chamelirakshit3756 4 года назад
কোকোপিট দেওয়ান যাইবো না
@greenroofgarden1983
@greenroofgarden1983 4 года назад
যাবে। এক তৃতীয়াংশ পর্যন্ত দেওয়া যাবে।
@tubasaadkhayer4016
@tubasaadkhayer4016 5 лет назад
চুন দিলে কি হয়
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
মাটির পিএইচ মান ঠিক থাকে।পিএইচ মান হচ্ছে মাটির অম্লীয় ও ক্ষারীয় সক্রিয়তার পরিমাপ। প্রকারভেদে গাছের জন্য পিএইচ মান ৪-৭ হওয়া জরুরী। অম্লের পরিমান বাড়লে পিএ্ইচ মান কমে যায় এবং গাছ মরে যায়।চুন দিলে এই মাত্রা আশা করা যায় ৪ এর বেশি থাকবে।
@mourinkakoli409
@mourinkakoli409 5 лет назад
GREEN ROOF GARDEN আমার টবে যে গাছ লাগানো আছে তাতে কি চুন দিতে পারবো আর গাছের পাতা হুলুদ হয়ে গেলে কি করবো
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
@@mourinkakoli409 ১০" টব হলে টব প্রতি ২৫০ মি.লি. পানিতে ১-১.৫ গ্রাম চুন যা হবে এক চিমটি মত গুলিয়ে ৮ ঘন্টা পর টবের মাটি ভিজিয়ে দিবেন। তবে প্রয়োজন না হলে দেবেন না। গাছ হলুদ হয়ে যাওয়ার অন্যতম কারন হচ্ছে নাইট্রোজেনের অভাব। টবের আকৃতি ও গাছের সাইজ বুঝে নাইট্রোজেন সম্মৃদ্ধ জৈব বা রাসায়নিক সার ব্যবহার করতে হবে। আমার চ্যানেলে এ সংক্রান্ত একাধিক ভিডিও আছে। অনুগ্রহ করে দেখে নিবেন।
@greenroofgarden1983
@greenroofgarden1983 5 лет назад
পারবেন। তবে আগে নিশ্চিত হয়ে নিবেন আপনার গাছের টবে চুন দেয়ার প্রয়োজনে আছে কিনা। সেক্ষেত্রে ১০’’টব হলে টব প্রতি ১-১.৫ গ্রাম চুন ২৫০মি.লি. পানিতে মিশিয়ে ৮-১০ ঘন্টা রেখে দিবেন তারপর ঝাঁকিয়ে টবের মাটিতে ঢেলে দিবেন। ধন্যবাদ।
@user-vj5yg4qe7k
@user-vj5yg4qe7k 4 года назад
ভাই বললেন হারের গুরা। এটা কি কোথায় পাওয়া যায়
@greenroofgarden1983
@greenroofgarden1983 4 года назад
বড় নার্সারিগুলোতে, সার-বীজ-কীটনাশকের দোকানে খোঁজ নিন।
@mohammadanamulislamkhan7714
@mohammadanamulislamkhan7714 4 года назад
Look in daraz.com
Далее
Installation instruction Sempergreen green roof
5:17