একাডেমিক্যাল ভাবে বড় ধরনের না হলেও কোনো না কোনো ভাবে তো তিনি জ্ঞান অর্জন করেছেন! মেহনত,মুজাহাদা,খুলুসিয়াত,দীক্ষা ও ইলমের চর্চা সব জামানায়ই ছিল প্রাতিষ্ঠানিক কিংবা খাসভাবে। আর খাসভাবে মেহনত করার ধারাবাহিকতা তো ব্যাপকভাবে চালু ছিল উপমহাদেশে দারুলউলুম দেলবন্দ প্রতিষ্ঠা হওয়া ও বিশেষ করে ইমাম গাজালী রহঃ এর সময়ে যখন প্রথম ইলম চর্চার কাজ প্রাতিষ্ঠানিক রুপ লাভ করে, তার আগে। জাজাকাল্লাহ প্রিয় ভাই।