Тёмный

জমির রেকর্ড নাই দলিল আছে দলিল কি টিকবে? রেকর্ড।। দলিল।। খতিয়ান।। সহজ আইন।। 

সহজ আইন
Подписаться 660 тыс.
Просмотров 172 тыс.
50% 1

প্রিয় দর্শক,
এই পর্বের মাধ্যমে আমি আলোচনা করেছি দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে দলিল কি টিকবে?
একটি জমি কেনার আগে যদি ক্রেতা জানতে পারে যে, ঐ জমির দলিল সূত্রে মালিক হচ্ছে একজন, আর রেকর্ড সূত্রে মালিক হচ্ছে আরেকজন। সেই ক্ষেত্রে সম্ভাব্য ক্রেতার কি উচিত হবে উক্ত জমি ক্রয় করা?- আজকের আর্টিকেল জুড়ে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো।
প্রথমে জেনে নেই, একটি জমির দুইটি ভিন্ন সূত্রে দুই জন বৈধ মালিক কীভাবে থাকে। একটি জমির একই সময়ে একাধিক মালিক থাকতে পারে, যদি উক্ত জমির জাল দলিল থেকে থাকে। কিন্তু, জাল দলিলের মাধ্যমে যে মালিকানা দাবি করা হয় সেটা সম্পূর্ণ আইনত অবৈধ। এখানে জেনে রাখা ভালো, একটি জমি যদি একই বিক্রেতা কর্তৃক একাধিক বার বিক্রয় করা হয়, তাহলে প্রথম যে দলিলটি সম্পাদিত এবং রেজিস্ট্রিকৃত হবে, সেটি ব্যতীত বাকী সকল দলিল জাল দলিল হিসেবে চিহ্নিত হবে। তাহলে এখানে স্পষ্ট যে, দলিল সূত্রে একই সময়ে কেবলমাত্র একজন বৈধ মালিক থাকতে পারে। তাহলে এখন প্রশ্ন, একটি জমির দুই জন বৈধ মালিক কীভাবে থাকে?
দলিল সূত্রে যেমন জমির মালিক হওয়া যায়, রেকর্ড সূত্রেও জমির মালিক হওয়া যায়। আমরা যে, সিএস, আরএস, বিএস ইত্যাদি রেকর্ডের নাম শুনে থাকি, সেইসব রেকর্ডের মাধ্যমেও জমির মালিক হওয়া যায়। আমাদের এই ভারতীয় উপমহাদেশে প্রথম রেকর্ড করা হয়, সিএস রেকর্ড। তখন যাকে যে জমির দখলে পেয়েছে, তাকে সেই জমির দখলদার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তখন জমির দখল সত্ত্বের উপর ভিত্তি করে রেকর্ড করায় সিংহভাগ মানুষই রেকর্ড সূত্রে বা খতিয়ান সূত্রে জমির মালিক হয়েছে। তারপর আসলো আরএস রেকর্ড, এরপর বিএস। পরবর্তী রেকর্ডগুলোর সময় জমির দখল সত্ত্বের পাশাপাশি দলিল দস্তাবেজও দেখেছেন সার্ভেয়াররা। তখন, জমির মালিকদেরকে নিজ নিজ নামে খতিয়ান বা কয়েকজনকে একটি খতিয়ানে জমির পরিমাণ, হিস্যা উল্লেখ করে মালিক ঘোষণা করা হয়েছে। এই রেকর্ডের ভিত্তিতেও একজন ব্যক্তি একটি জমির বৈধ মালিক হতে পারেন।
এবার প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি যদি একটি জমির দলিল সূত্রে এবং রেকর্ড সূত্রে মালিক হয়, তাহলে তো কোন সমস্যা নেই; কিন্তু যদি একই জমির একজন মালিক দলিল সূত্রে হয় আর আরেকজন রেকর্ড সূত্রে মালিক হয়, তাহলে জমির প্রকৃত মালিক কে? -এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া গেলেও সেটা বিশাল জটিলতা তৈরি করবে এবং পরিস্থিতি ভেদে উত্তরটি ভুল হয়ে সম্পূর্ণ পাল্টেও যেতে পারে। তাই, সিএস রেকর্ডের মতো খণ্ড খণ্ড করে ভেঙ্গে ভেঙ্গে এগিয়ে যাওয়াই ভালো; বুঝতে সহজ হবে।
জমির মালিকানা নির্ধারণ করতেই মূলত সরকার নিজ উদ্যোগে নিজ খরচে রেকর্ড করিয়ে থাকে। সরকারি ভাবে যেহেতু এই রেকর্ড কার্য হয়ে থাকে, সেহেতু সরকারি হিসেবে জমির মালিক হচ্ছেন যার নামে জমিটি রেকর্ড করানো আছে। এখন কোন রেকর্ড সূত্রে মালিক যদি তার মালিকানাধীন জমি অন্য কারো কাছে বিক্রি করতে হয়, তখন তাকে সাব- রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি করতে হয় যাতে বিক্রেতা ক্রেতার নিকট জমি হস্তান্তর করে এই বাবদ লিখিত দলিল সম্পাদন করছে এটা পরবর্তীতে অস্বীকার করতে না পারে। তারপর ক্রেতার দায়িত্ব হচ্ছে, সরকারি খাতায় তথা ভূমি অফিসে যেহেতু পূর্বের মালিকের নাম এখনো অন্তর্ভুক্ত রয়েছে, তার নাম বাতিল বা খারিজ করিয়ে নিজের নাম অন্তর্ভুক্ত করা, যাকে বলে নামজারি। এই যে প্রক্রিয়াটি, এটি নিয়ে সময়ের কোন তামাদি নেই বলে অনেকেই জমি ক্রয় করার পরও জমি নামজারি করায় না, তথা রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করে না তথা নিজ নামে খতিয়ান প্রস্তুত করে না বিধায় এই জটিলতা গুলো তৈরি হয়।
ধরুন, ‘ক’ জমির বিক্রেতা, ‘খ’ জমির ক্রেতা। ‘ক’ দলিল এবং রেকর্ড সূত্রে একটি জমির মালিক। ‘ক’ তার জমিটি বিক্রয় করার ইচ্ছা পোষণ করায় ‘খ’ উক্ত জমি কিন্তু আগ্রহ প্রকাশ করে। তথাপি, ‘খ’ সাব- রেজিস্ট্রি অফিস গিয়ে ‘ক’ এর কাছ থেকে দলিল রেজিস্ট্রির মাধ্যমে উক্ত জমির মালিকানা পেয়ে যায়। এরপর ‘খ’ এর আর কোন খবর নাই, অর্থাৎ নামজারি/ খারিজ করায়নি। এভাবে কয়েক বছর কেটে যাওয়ার পর ‘খ’ যেকোনো প্রয়োজনে ঐ জমিটি আবার বিক্রি করার ইচ্ছে পোষণ করল। এমতাবস্থায় আপনি ঐ জমি ক্রয় করতে গেলেন এবং জমির দলিল এবং রেকর্ড সমূহ তল্লাশি দিয়ে দেখলেন যে, জমির মালিক তো দুইজন। দলিল সূত্রে ‘খ’ আর রেকর্ড সূত্রে ‘ক’। এমতাবস্থায়, আপনি কি জমিটি ক্রয় করবেন?
কাগজে কোন ঝামেলা থাকলে জমি কিনবেন না, এটা হচ্ছে ফরয। কিন্তু, কখনো কখনো এমন কিছু জমি থাকে যেগুলো একেবারে আপনার জন্য জরুরী। যেমন, আপনার পাশের জমিটি, আপনি চাইবেন বাহির থেকে কেউ একজন এসে ঐ জমিটি কিনে নিক এবং ভবিষ্যতে আপনার সাথে সীমানা নিয়ে ঠেলাঠেলি করুক। আবার, একটা জমি ভবিষ্যতে খুব মূল্য হবে বা আপনার ওয়ারিশ বেশি, তাদের জন্য জমির প্রয়োজন, তখন কিন্তু আমরা ঝামেলা থাকা সত্ত্বেও জমি কিনতে আগ্রহ প্রকাশ করি। অন্যান্য ঝামেলাযুক্ত জমি অতীব প্রয়োজনে কীভাবে কি সচেতনতা মেনে ক্রয় করা যায়, সে বিষয়ে অন্য একদিন আলাপ করবো; আজ শুধু এই জটিলতা নিয়ে আলাপ করবো।
দলিল সূত্রে ‘খ’ আর রেকর্ড সূত্রে ‘ক’, এমতাবস্থায় যেহেতু ‘খ’ ক্রয় করেছে ‘ক’ এর কাছ থেকে সেহেতু আপনি ‘খ’ কে বলুন, আগে সে নিজের নামে জমিটি খারিজ/ নামজারি করিয়ে নিতে। তাহলে ‘খ’ দলিল এবং রেকর্ড উভয় সূত্রেই মালিক হয়ে যাবে। তখন আপনি কোন প্রকার ঝামেলা ছাড়াই জমিটি ক্রয় করতে পারবেন। কিন্তু, কখনো কখনো সময় স্বল্পতার কারণে যদি ‘খ’ নিজ নামে খারিজ করাতে না পারে বা ভূমি অফিসেও আলাপ করে ভায়া দলিল দেখিয়ে খারিজ/ নামজারির আবেদন করতে পারেন, তবে সেটা খারিজ/ নামজারি হবে কিনা তা অনিশ্চিত। তাই, কাগজপত্র যাচাই বাছাই করে তারপরই কেবল জমি ক্রয় বা বায়না করা উচিত।
#খতিয়ান #রেকর্ড #দলিল
Contact Information
Phone- 01671-043256
E-mail- lemon.law14@gmail.com
Facebook Page- / advocateamirhamza.lemon
Instagarm- / advocatelemon
Twitter- / advocatelemon

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 276   
@mduzzalmia1778
@mduzzalmia1778 Год назад
অনেক সুন্দর আলোচনা করলেন অসংখ্য ধন্যবাদ জানাই
@md.sayemislamsiam7818
@md.sayemislamsiam7818 Год назад
আপনার কাছে আবেদন রইল, জমি একটি, দলিল একটি, মালিক দুই জন, হলে দলিল করার নিয়ম কি? এবং পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা? ( জানালে উপকৃত হব)
@mdtahaj2893
@mdtahaj2893 8 месяцев назад
অনেক ধন্যবাদ আপনাকে
@AzmotUllah-up5yc
@AzmotUllah-up5yc Год назад
ماشاءالله جزاكالله
@mdpabelpeda8171
@mdpabelpeda8171 Год назад
,খুব সুন্দর টিপস
@mdjohirulislam3631
@mdjohirulislam3631 Год назад
আপনার বুজানুর ধরন টা খুব ভালো লাগে
@georgiaspeach4362
@georgiaspeach4362 Год назад
সালাম অ্যডভোকেট সাহেব, আপনার জমি বিষয়ক আলোচনাটি খুব সচছভাবে তুলে ধরেছেন। আপনি যে বিষয়টি আলোচনা করেছেন সেটাই আমার বক্ত্যবের বিষয়। আমিকি আপনার ইমেল এডড্রেস অথবা অন্য কোন আপনার কন্টাক পেতে পারি? আপনাকে ধন্যবাদ।
@ShohozAin
@ShohozAin Год назад
মোঃ আমির হামজা লিমন এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। চেম্বার- ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।
@mdhanif1845
@mdhanif1845 Год назад
লেন্ড সাভে' ট্রাইবুনালের অফিস কোথায়, চট্রগ্রমের জন্য, জানাইলে খুশি হবো স্যার।
@pkclinton5025
@pkclinton5025 Год назад
প্রতিদিন ভিডিও চাই।
@zulhashmiah8472
@zulhashmiah8472 Год назад
মাশাআল্লাহ জাজাকাল্লাহ খাইরান
@k.msalmanasif7706
@k.msalmanasif7706 Год назад
hej
@fahimbillal3289
@fahimbillal3289 Год назад
ভাইজান আমি আপনার আজকের পর্ব পুরোটাই শুনেছি আমার খুব ভালো লেগেছে। এখন আমার প্রশ্ন হল আমার দাদার ওয়ারিশ ছিল আমার বাবা ও ফুপু কিন্তু আমার বাবা ও ফুপু ছোট থাকতে আমার দাদা মারা যায় এবং ঐ সময় আমার দাদি ঐএলাকা ছেড়ে চলে আসে এই ঘটনাটি ছিল 1960থেকে1970 সালের মাঝামাঝিতে।এখন আমার প্রশ্ন হল 62 পরেও তো আরও রেকড হয়েছে এবং সেগুলো ঐএলাকার খমতাশালি মানুষ তাদের নামে রেকড করেছে । ঐ জমি কি আমরা আর ফিরে পাব?
@ShohozAin
@ShohozAin Год назад
মোঃ আমির হামজা লিমন এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। চেম্বার- ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।
@mdakhtar1229
@mdakhtar1229 Год назад
আমির হামজা ভাই আমার জমির দলিল আছে কিন্তু রেকর্ড অন্য লোকের নামে এবং ভোগদখল করছে রেকর্ড যার নামে। এখন আমার করনীয় কি?? দয়াকরে জানাবেন কি??/
@mdabdullahcng1704
@mdabdullahcng1704 Год назад
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
@hafsakhan8243
@hafsakhan8243 Месяц назад
Assalamu alaikum Ami kichu jante chacchi janale upokrito hobo Amar fupu mara jawar age tar property likhe dieche kintu stamp peper er dam chilo 100 tk sheta ki karjoko hobe???? Jakhon likhe dieche takhon amar akta nam dea chilo kintu akhon amar voter Id card ache eta te amar onno nam dea akhon ki korte pari????
@mdalamgirhossen1522
@mdalamgirhossen1522 Год назад
শুকরিয়া
@ArifulIslam-rk3lz
@ArifulIslam-rk3lz Год назад
আসসালামুয়ালিকুম স্যার আমার রেকর্টে সম্পদি পাওয়া যাবে,এবং রেকর্ডে কিলিয়ার লেখা আছে, কিন্তু আমাদের কাছে কোন দলিল নেই তাহলে কি আমরা সেই জমি পাওয়ার সম্ভব আছে কি না পিল্জ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ স্যার…
@ontukhanontukhan
@ontukhanontukhan Год назад
আমার কাছেও রেকর্ড নাই দলিল আছে। দখল ও আছে আমি কি করবো।
@SabinaAkter-c3i
@SabinaAkter-c3i 3 месяца назад
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু স্যার আপনার সাথে আমি একটু কথা বলতে চাই যদি দয়া করে আপনার ফোন নম্বরটি দিতেন খুব ভালো হতো মহান আল্লাহ আপনার সুস্থ রাখুক সব সময় ইনশাআল্লাহ আমিন 🤲
@mre_94
@mre_94 Год назад
Hamjabhai Assalamu alaikum. Amar shomoshatiholo jomi dokhole ase. Dolil ase. Dolile bikretar pitar nam nondo ar jagai poddo vulcrome likha. 1967a croykora hoyese. CS ,SA rekod bicretar namei ase. RS rekod korahoini Karon jomirmalik onnotro silo. Akhon kivabe shomadan korbo bolben please.
@mre_94
@mre_94 Год назад
Aktu joldi janaben
@ShohozAin
@ShohozAin Год назад
প্রশ্ন টি বাংলা অথবা ইংলিশে লিখুন
@mdabuayubansary7463
@mdabuayubansary7463 Год назад
আচছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, আমার দখল আছে, ও পিন্ট পরচা আছে দলিল, কিন্তু নতুন নসকা অন্যের পলটে সংগে যোগহইয়াছে। আমার পিন্টপরছায় আছে ১6'১৯ নসকা হইয়াছে - ১৪ শঃ এখন আমি কি করবো।
@sardarhahmed8572
@sardarhahmed8572 Год назад
আমির হামজা ভাই আসসালামু আলাইকুম ,, পুরনো দলিল ১৯০৯ সালের চৌহদ্দি দিয়ে সম্পাদিত কিন্তু দাগ নাম্বার নেই খতিয়ান নাম্বার নেই কিভাবে সম্পত্তি নির্ণয় করব জানাবেন দয়া করে প্লিজ
@mdshahjamal4505
@mdshahjamal4505 Год назад
A
@MdRaselMose
@MdRaselMose Год назад
@rakibalhasan1073
@rakibalhasan1073 Год назад
আমাদের দলিল আছে ভুলবশত অন্যজনের নামে রেকর্ড হয়ে গিয়েছে তারপর যার নামে রেকর্ড উঠে গেছে উনার নামে দেওয়ানী আদালতে মামলা করা হয়েছে উনি মামলায় সাক্ষী দিয়েছে এবং কিন্তু এখন পেপার আসতেছে না কি করনীয়
@mdshaonhasan1178
@mdshaonhasan1178 5 месяцев назад
ভাই জমির মুল মালিককে চিনিনা।তার কাছ থেকে একজন কিনছে,পরে তার কাছ থেকে আরেকজন কিনছে,এভাবে ৪ জন কেনার পর অবশেষে আমরা কিনেছি।দলিল আছে কিন্তু নামজারি করা হয়নি।২০১৪ সালের দিকে কেনা। এখন কি কোনো সমস্যা হবে? সামনের রেকর্ডের সময় কি রেকর্ড করে নিতে কোনো সমস্যা হবে?
@milonhn8288
@milonhn8288 Год назад
বড় ভাই আপনার কাছে আবেদন রইলো ,সংখিপ্ত ভাবে বলবো দয়া করে যানাবেন,বাবা একটি জমি ক্রয় করেন উওরাতে আমরা তার কাছ থেকে শুনতে পাই তিনি জমির দখলে যেতে পারেন নি তার কারন ছিলো ভয়ভীতি দেখানো হতো এবং আমার বাবা শান্ত প্রকৃতির মানুষ ছিলেন ,আমরা তখন ছোটছিলাম এখন আমরা বড় হয়েছি,আমার বাবা মারা যান 2008সালে,এখন আমরা দেখতে পাই ২০২২সালে এসে আমার বাবার কাছে সেই যায়গার দলিল আছে কিন্তু রেকর্ড নেই,এই খেএে আমাদের কি করনীয়ো দয়াকরে যানাবেন,লিমন ভাইকে আরেকটি কথা যানাতে চাই আমার বাবা যেই যায়গাটি ক্রয় করেন সেই যায়গাটাও আমরা চিনি না।
@OmanOman-nz7yx
@OmanOman-nz7yx Год назад
স্যার দিয়ারা জরিপ / রেকড দিয়ারা খতিয়ান নিয়ে বিস্তারিত ভিডিও দিন
@ShohozAin
@ShohozAin Год назад
ধন্যবাদ
@mdmahbub1866
@mdmahbub1866 Год назад
আসসালামু আলাইকুম আমি নান্দাইল থানা মোয়াজ্জেমপুর ইউনিয়ন থেকে বলছি রেকর্ডের মধ্যে জমিন বেশি আছে দাগের জমির পরিমাণ কম সঠিক হবে না রেকর্ড সঠিক হবে
@ShohozAin
@ShohozAin Год назад
প্রশ্নটা বিস্তারিত লিখুন
@mohammadraselmahamud3299
@mohammadraselmahamud3299 Год назад
Amr kichu jomi sorkhare name record hoiye geche ki Kora Jai plz vai
@manoshroy7858
@manoshroy7858 Год назад
Tnq dada....
@abdussalam9777
@abdussalam9777 Год назад
ভাইয়া, আমাদের একটা জায়গা নিয়ে ঝামেলা চলতেছে, আমার দাদার আমলে আমাদের পাশের বাড়ি হিন্দু বাড়ি ছিল ওই বাড়ির একজন থেকে থেকে কিছু জায়গা কিনছিল, এখন যার থেকে ক্রয় করা হয়েছিল উনি ছিলেন যে জায়গার আসল মালিকের নাতি, আসল মালিকের ছেলে না থাকার কারণে মেয়ের ঘরের নাতি কে জায়গা দান করেছিলেন,এরপর উনি আমার দাদাদের কাছে বিক্রি করছে, এর কিছু বছর পর আমাদের বাড়ির আর একটা পরিবার টোটাল সম্পত্তিটা নানির কাছ থেকে নিচে, এখন এরপরে ওদের কাছে যে সেকেন্ড দলিল হয়ে গেছে টোটাল সম্পত্তির, আমাদের কাছে তো কাছে যেটা দান করা হয়েছে ওটা বিক্রয় করছে নাতি, কিন্তু আবার নানি টোটাল সম্পত্তি যেটা সেটা সহ অন্য পরিবারের কাছে বিক্রয় করছে, এরপরে এগুলা নিয়ে বাড়িতে অনেক মারামারি ভেজাল আমাদের দখলে ছিল জায়গা,কিছু ওরা পরে জবর দখল করে নিছে লোকবল দিয়ে,আবার সেকেন্ড দলিল ওদের কাছে যে অই দলীল পত্র গুলো দিয়ে ওরা নাম জারি করায় ফেলছে, এখন তারপর ওরা জায়গা জমি বাড়ি দখল করতে চাইছে,এরপর ওখানে স্থানীয় বৈঠক হয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে নামজারির বিরুদ্ধে মামলা করছে, মামলা করছে আজকে প্রায় ৮-১০ বছর কোন সূরাহা দেখতেছি না,, আসলে এইগুলা কি অনেক সময়ের ব্যাপারে,, এক্ষেত্রে আমাদের করণীয় কি?
@raktimbag587
@raktimbag587 Год назад
ঌঌ
@MdAli-xp6tl
@MdAli-xp6tl Год назад
Congratulations
@fainaldisishon
@fainaldisishon Год назад
অনলাইন সার্টিফাইড কপি হিসেবে ব্যবহারযোগ্য নয় কি কি বুঝানো হয়েছে খতিয়ানের ক্ষেত্রে
@MdraihanSordar-ff5zs
@MdraihanSordar-ff5zs 6 месяцев назад
আমার দলিল আছে ৭৬ বছর আগে কিন্তু এসএ এবং আর এস রেকর্ড দুটোয় আন্যের নামে এটা কি ঠিক করা যাবে
@mohammadmohsin1237
@mohammadmohsin1237 Год назад
ভুমি সম্পদের রেকর্ডে অনেক পরিবর্তন ও স্যযোজন করিতে হবে। যেমন--(১) দলিলে, (২) পরচাতে, (৩) খতিয়ানে। (১) দলিল -- (ক) উক্ত দলিল কখন ভায়য়া দলিল তাহার বিবরন, ( খ) উক্ত দলিলের ভায়য়া দলিলের বিবরন,(গ) দলিলের পিসটা নাম্বারে -পরথম তারিখ, মেজিস্ট্রেট দলিল নাম্বার, পিসটা নাম্বার ১/৯, ২/৯ ---৯/৯এই রকম , ভলিউম হিসেবে দলিল নাম্বার, (ঘ) সাকখখী সামি/ইস্তিরি, বড় সন্তান, ভাই/বোন এই রকম।
@AtiqulIslam-d6f
@AtiqulIslam-d6f Год назад
thank you verry much
@SmilingBackpacker-bd7po
@SmilingBackpacker-bd7po Месяц назад
Dalil ase kinto dalil dàtar name khatin hoy nai dalil ti porbaw maliker khotian number dia dalil hoise akhetre ki dlilti ki tikbe ?
@wahidulalambhuiyan2508
@wahidulalambhuiyan2508 Год назад
ধন্যবাদ।
@Kokon-cf1nj
@Kokon-cf1nj Год назад
5v hf 😮🦿 😊😂😊
@CelebrityPark
@CelebrityPark Год назад
আসসালামু আলাইকুম ভাই। আমার বন্ধুর বাবা, তার পিতার মৃত্যুর পর নিজ প্রয়োজনে তার ভাগ মনে করে ১৯৯৩ সালে তার পিতার নামে থাকা একটা জমি একাই বিক্রি করে দিছে। এখন বাকি ওয়ারিশ রা সে জমি ফেরত নিতে মামলা করেছে। যদি কোনো কারণে সে বিক্রি করা জমির দলিল বাতিল হয়ে যায়, তাহলে সেটার ক্ষতিপূরন কিভাবে দিতে হবে..? আমার বন্ধুর বাবা মৃত।
@ShohozAin
@ShohozAin Год назад
মানি মামলা করতে পারবে
@shaktimandal3446
@shaktimandal3446 Год назад
976 সালের দলিল রেকর্ড করা হয়নি 2022 এর রেকর্ড করা গেছে দলিল কি টিকবে জানাবেন
@FaruqulIslam-fz5lu
@FaruqulIslam-fz5lu Год назад
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কথাগুলা সুস্পষ্ট গ্রহণযোগ্য। আমার সহ অনেকের বিশাল উপকার হবে ইনশাআল্লাহ।
@ShohozAin
@ShohozAin Год назад
ধন্যবাদ
@fuadhasanbaku9599
@fuadhasanbaku9599 Год назад
আসসালামুয়ালাইকুম ভাই। আমার দাদার বাবা র নামে সি,এস ও এসে,এ রেকর্ড আছে। আমার বাবা বেঁচে থাকা কালীন জমি আমাদের দখলে ছিল।বাবা মারা যাওয়ার পর অন্যেরা আর,এস করে জমি দখল করে নিয়েছে। আমি সি,এসে ও এস,এ,পর্চা হাতে পাওয়ার পর তাদের বলি,ভাই তোমরা কোন আইনে জমির মালিক তারা বলেন আমরা জমি কিনেছি।তখন আমি বললাম তাহলে দলিল দেখান আমাকে আমি জমি দাবি করব না। কিন্তু তারা আজ পর্যন্ত প্রায় দশ বছরের মধ্যে কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। এমনকি কোর্টেও দেখাতে পারে নাই। চেয়ারম্যানের শালিষেও তারা কোনো দলিল দেখাতে পারে নাই।তারা কেবল মাত্র আর,এস করে জমি দখলে আছে।এখন আপনি বলেন এই জমি কি আমরা ফিরে পাবো?
@ibnatfasontilarsladis4506
@ibnatfasontilarsladis4506 Год назад
B D S রেকট কবের থেকে শুরু হবে ভাই জানাবেন
@masudshikh692
@masudshikh692 Год назад
স্যার আমি আপনার একজন সাবস্ক্রাইবার একটু বলবেন কি,ক এবং খ সম্পত্তির নামজারির খরচের মধ্যে কি এমন পার্থক্য আমরা জানি যে নামজারির খরচ ১১৭০ টাকা, আমার থেকে ৯০০০ টাকা নিয়েছে, এখন আবার বলে আপনার জমি খ খতিয়ানের তাই ডাবল লাগবে অর্থাৎ আঠারো হাজার, বিষয়টা কি একটু জানাবেন প্লিজ উপকৃত হব ধন্যবাদ
@OldGoldshort
@OldGoldshort Год назад
আসসালামু আলাইকুম ছার। আমার বাবা ও ২ চাচা মুরুক্ষ নাতি ছেলেদের ভালোবেসে বাবার দাদি তার সম্পত্তি সুস্থ জ্ঞানে ৩ নাতি ছেলেকে সমান ভাবে সাব-রেজিস্টার করে দান করেছে। বাবাদের অনুপস্থিত বা, নাজানিয়ে কোন সাক্ষর বা টিপসয় বাদে আমার দাদার বন্ধু নিজের কেনা জমি বলে দাবি করে দীর্ঘ বছর জাবদ জমিতে আছে। আমার বাবা চাচারা জানে না। আমি যখন মাথা খাটিয়ে ওই ৬ পিষ্ঠা বিশিষ্ট সাব-রেজিস্টার উল্লেখকৃত ডকুমেন্ট দলিল পেয়েছি। কোন নরমাল উল্লেখ নাই। সঠিক সাব-রেজিস্টার দাগ নাম্বার সহ জমি। আমার বাবা ও চাচা কেউ বিক্রয় কেরেনি। এ ক্ষেত্রে আমি কি করবো ছার।😥😥😥 আমরা কি পাবো ছার..?
@abdulkaderazad7927
@abdulkaderazad7927 Год назад
দলিলসহ সব কাগজ আছে ডি পি খতিয়ান আন্য নামে কবলা দলিল মুলে হস্তান্ত্রর করা যাবে কি
@ShohozAin
@ShohozAin Год назад
না
@fazlulhaque9596
@fazlulhaque9596 6 месяцев назад
কবুলিয়ত দলিলের মাধ্যমে কী জমি পাওয়া যাব?
@farukhahamed3494
@farukhahamed3494 Год назад
স্যার আমার দলিল আছে রেকট কিন্তু আরেক জনে ৫৪ দারা খতিয়া খুলে জামেলা করে কি করনিয়
@samirasathy4209
@samirasathy4209 Год назад
Apnar sathe kivabe kotha bola jabe?
@abutaher8814
@abutaher8814 Год назад
স্যার আমি ৩৫ শতাংশ জমি কিনেছি। দলিল আছে খারিজ আছে দখলেও আছে ১৭বছর কিনতু রেকড অন্যজনের নামে দলিল কি টিকবে
@krishnochandradas1697
@krishnochandradas1697 Год назад
Same প্রবলেম 😕
@ShohozAin
@ShohozAin Год назад
এটি তো ভিডিওতে বলা আছে ভাই
@asifap1765
@asifap1765 Год назад
আমি অনেক কষ্ট কর একটু জাইগা কিনেছি কিন্তু এলাকার নিতারা দখলে জেতে দিছচ্ছে না এখন করনিও কি
@mahmudalhassan6845
@mahmudalhassan6845 Год назад
মামলা করেন!
@SuyenKhan-f7h
@SuyenKhan-f7h Год назад
ভাই হচ্ছে তিন জন বি আর এস হইছে দুই জনের নামে যার নাম বাদ পড়েছে সে আবার ঐ খানের যে অংশ আছে তা বিক্রি করে দিয়েছে এখন কি দলিল টিকবে বি আর এস না তাকাতে। আমাকে একটু জানাবেন কি দয়া করে, ধন্যবাদ
@ShohozAin
@ShohozAin Год назад
দলিল টিকবে তবে তাকে বিআরএস রেকর্ড সংশোধনের জন্য মামলা করতে হবে
@mdadorkhan6184
@mdadorkhan6184 Год назад
ভাইয়া আমি একটি জমি কিনতে চাচ্ছি কিনতু জমিটি কেনা সম্পত্তি পরপর দুইবার হাত বদল হয়েছে, তাঁদের কাছে শুধু দলিল আছে আর একটি মাত্র শুধু আর এস পর্চা আছে, আমি কি জমিটা কিনতে পারব?
@user-pe7dm9zj3f
@user-pe7dm9zj3f Год назад
জমি খাশ হলে কি করবো
@taniakabita5767
@taniakabita5767 Год назад
Ager dine jomi joma dile je likhitu istem 3hotu seta dia ki jomir malik hote pare
@ahmedronok4386
@ahmedronok4386 Год назад
Jorif🎉
@shamimahamed1544
@shamimahamed1544 Год назад
আসসালামু আশা করি আপনি ভালো আছেন আপনার কাছে আমার একটা প্রশ্ন আশা করব উত্তর দিবেন প্রশ্নটা হল আমার দাদা জমি কিনেছে মোটামুটি চল্লিশ ৪৫ বছর আগে ৩৭ ৩৮ বছর আগে আমার বাবার সাথে আমার দাদার দন্দ হয় তখন আমার বাবা সেই জমিতে যে বাড়ি করে তখন থেকে আর দাদা ওই জমির কোনো খাজনা পরিশোধ করে নাই আমরা যখন বড়ো হলাম তখন ঐ জমির খাজনা পরিশোধ করতে গেলে বলে জমিটা ইনিমি কিন্তু সব কাগজ পাতি আমদের নামে এখন আমরা কি করবো
@rubelhossain223
@rubelhossain223 6 месяцев назад
দলিল আছে আর এস খতিয়ান রেকর্ড আছে কিন্তু বিএস খতিয়ানে অন্যের নামে হয়ে গেছে দলিলটা হচ্ছে 1948 সালের নতুন জরিপ শুরু হয়েছে এটার মাধ্যমে দলিল দেখিয়ে জরিপে রেকর্ড করা যাবে কি না
@mominmix5630
@mominmix5630 Год назад
Nice
@hridoyhridoy6790
@hridoyhridoy6790 Год назад
vai amar abbu jome kinlo kintu dhilel dhak nambar nai ar orace khotaien dhak nambar otailo vai ar akon ki kara jai vai
@tanvirmahtab7389
@tanvirmahtab7389 Год назад
Amar ekta flat ache but amar husband er name ,ekhn amader name that means warishder name kivabe korbo?
@ontukhanontukhan
@ontukhanontukhan Год назад
ভাই সি এস এবং এস এ খতিয়ান একই আছে। কিনতু বি এস খতিয়ানে একটা দাগ বাদ পরেছে।এতে দেখা যাচ্ছে পাশের জমির মালিকের জমির পরিমাণ দলিলে আছে ১২ শতক কিন্তু বাস্তবে সরজমিনে পাওয়া যায় ২২ শতক।গেজেটেও সেই দাগ পাওয়া যায় নাই।এক কথায় বি এস জরিপে একটা দাগটি মিস হয়েছে। এখন করনিয় কি।
@HarunRoshid-fz8dx
@HarunRoshid-fz8dx 3 месяца назад
একিজোমি একি দিনে একসময় দুই দোলিল কোনটি টিকবে জানালে উপক্রিত হবো
@ShohozAin
@ShohozAin 3 месяца назад
প্রথমে যেটা
@abdurrashid7845
@abdurrashid7845 Год назад
ভাই, ব্যাংকের নিকট মর্গেজ দেওয়া সম্পত্তি হেবা দলিল করলে, হেবা দলিল কি টিকবে?
@ShohozAin
@ShohozAin Год назад
না
@hafizulalam6106
@hafizulalam6106 Год назад
দলিল আছে এস এ রেকর্ড ও বি এস রেকর্ড অন্যের নামে রেকর্ড সংশোধনী মামলা করেছি, দলিল কি টিকবে
@callstar8866
@callstar8866 Год назад
আইনে যাওয়া মানে টাকা নষ্ট সময় নষ্ট ভূল সংশোধন করার ষকমতা বাংলার আইনে নাই
@ShohozAin
@ShohozAin Год назад
?
@samadvai7533
@samadvai7533 Год назад
দখল আছে,বি আর এস,দলিল আছে এখন জমি টিকবে কিনা স্যার একটু জানাবেন।
@ShohozAin
@ShohozAin Год назад
ডকুমেন্টস না দেখে বিষয়ে মতামত দেওয়া যাবে না
@shishirkhan4381
@shishirkhan4381 Год назад
Assalamulaikum sir...apnar office kuthay? Apnar office give kotha bolte chai
@mdmasudrana6432
@mdmasudrana6432 Год назад
সার ১৪২৩ খতিয়ান নং এই বিষয়ে একটু পরামর্শ দেন এই খতিয়ান আসলে কি
@kutubuddin2799
@kutubuddin2799 Год назад
খুব ভালো লাগলো,, দয়া করে আপনার মোবাইল নাম্বার দেওয়া যাবে
@ShohozAin
@ShohozAin Год назад
মোঃ আমির হামজা লিমন এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। চেম্বার- ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।
@user-uh2ts7km2h
@user-uh2ts7km2h 10 месяцев назад
আমার নানা কোনো দাগে আর এস দিয়ে,saদিয়ে দলিল করে দিয়েছে মামাকে। খারিজ করতে তো Bs,Csও লাগে। তাহলে এখন কি করব?
@ShohozAin
@ShohozAin 10 месяцев назад
আর এস দাগ ভাঙ্গিয়ে বিএস দাগ বের করুন তারপর আবেদন করুন
@user-lm1qf5je4l
@user-lm1qf5je4l Год назад
স্যার আমার দাদা জমি কিনে ছিল ২২ শতাংস দাদা এবং দাদার নামে কিন্তু জরিফ করার সময় এক খতিয়ানে ১২ আরেক খতিয়ানে ১৭ শতাংস জমি দলিলে ২২ শতাংস এখন আমরা বাকি জায়গা ফেরত পাব কি জানাবেন।
@ShohozAin
@ShohozAin Год назад
ডকুমেন্টস না দেখে এই বিষয়ে মতামত দেওয়া যাবে না
@kamrulhasan-ot3ix
@kamrulhasan-ot3ix Год назад
মৌজা- রুপাতলি, জে এল নং-56, বরিশাল সদর, বরিশাল। এর RS কতো সালে শুরু হয়েছে জানালে অনেক উপকৃত হবো।
@ShohozAin
@ShohozAin Год назад
সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করুন
@lbrvlogs742
@lbrvlogs742 Год назад
Sir amr dadar ekta jomi dolile amra malik kintu onno jon rs a jal kore se bokh koreche akhon ki se jomi amra pabo ki plz ektu janaben??
@md.shaidurrahman3536
@md.shaidurrahman3536 Год назад
আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের ১৯৪০ রেকর্ড এ আমার দাদার নাম আছে। কিন্তু ১৯৬২ এবং ১৯৯০ সালের রেকর্ড নাই আমার দাদার নাম নাই।আর যারা জমি টা দখল করে আছে তাদের কাছে দলিল নাই। ওরা রেকর্ড মূলে দখলে আছে। এখন আমার করণীয় বলে দেন স্যার
@md.shaidurrahman3536
@md.shaidurrahman3536 Год назад
আমরা কি জমির মালিকানা দাবি করতে পাবো স্যার। স্যার আশা করি উত্তর দিবেন।
@abrahman2770
@abrahman2770 Год назад
জমিনের রেকর্ড দেখে দলিল কিভাবে বের করব
@angletisha4572
@angletisha4572 Год назад
বি এস খতিয়ান সঠিক লোকে নামে না হয়ে অন্য লোককে নামে হলে ডি বি এস খতিয়ান সংশোধন করা যাবে কি?
@ShohozAin
@ShohozAin Год назад
ডকুমেন্টস না দেখে বলা যাবে না
@mdbijoykhan4258
@mdbijoykhan4258 Год назад
Assalamu Alaikum কেমন আছেন স্যার স্যার আমি online পর্চা আবেদন করেছে, ডেলিভারি option পোষ্ট এর মাধ্যমে করেছে, এখন আমি জানতে চাচ্ছি আমি যেই পর্চাটা আবেদন করেছি সেটা কি পোষ্টের মাধ্যমে আমার বাড়িতে পৌছিয়ে দিবে, নাকি আমার নিজের গিয়ে পোস্ট office থেকে আনতে হবে জানালে উপকৃত হতাম স্যার
@farukhahamed3494
@farukhahamed3494 Год назад
আপনার সাথে ফোনে যোগাযোগ করবো কিভাবে
@ShohozAin
@ShohozAin Год назад
মোঃ আমির হামজা লিমন এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। চেম্বার- ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।
@mdalifkhan9026
@mdalifkhan9026 Год назад
স্যার আমাদের দলিল দিয়েছে সারে ৩৬ কাগজে দিয়েছে ২৯ দলিল দিয়েছে এক দাগে অন্য দাগ দিয়ে সারে ৭ রেকর্ড করিয়ে নিয়ে গেছে ২বছর আগে কিন্তু দখল আমাদের আছে কি করতে পারি
@mdalamgir9001
@mdalamgir9001 Год назад
আমার বাপ চাচা তিন ভাই দুই ফুবু ২১ শতক। আমার বাবা ৭ শতক জমি আমাকে কৌলা কইরা দিছে খারিজ হচ্ছে না।দলিল টিকবে কিনা জানাবেন
@ISLAHTIPSMEDIA
@ISLAHTIPSMEDIA Год назад
ভাই আমার বাবা জমি ক্রয় করেছে আমার চাচার কাছ থেকে কিন্তু আমার আর এক চাচা তার নামে রেকর্ড করে সে দখল করে খাই অনেক বছর আগে তখন আমরা ছোট ছিলাম এখন আমাদের করনি কি
@ShohozAin
@ShohozAin Год назад
মোঃ আমির হামজা লিমন এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। চেম্বার- ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।
@নজরুলইবনেহাবীব
বস আপনার কাছে আমার জানা দরকার। জমি আমার, দলিলও আছে। এক রেকর্ড থেকে অন্য রেকর্ড পর্যন্ত কাহারো নামে জমি রেকর্ড থাকলে জমি কি তার হয়ে যাবে?
@ShohozAin
@ShohozAin Год назад
প্রশ্নটি স্পষ্ট করে লিখুন
@নজরুলইবনেহাবীব
@@ShohozAin স্যার! আমার জমি আমার পাড়া পড়শির নামে রেকর্ড হয়েছে। আমি ভুমি অফিসে গিয়ে অভিযোগ করেছি। অভিযোগ করলে আমাকে বলে কেস করো,নইলে অপেক্ষা করেন পরবর্তী রেকর্ডের সময় আসলে ঠিক করে দিবো। এখন আপনার কাছে আমার প্রশ্নঃ রেকর্ডের সময় দির্ঘ্য হলে কি কোন সমস্যা হবে কি? আমিতো কেস বা লিখিত কোন অভিযোগ করিনি।
@nurmohammadsk9709
@nurmohammadsk9709 Год назад
স্যার আমার বাবা একটা জমি কিনছিলো ১৯৯৫ সালে তখন রেকর্ড অন্যের নামে হয়ে যায় কিন্তু দলিল আমাদের কাছে আছে । এই দলিল কি টিকবে দয়া করে জানাবেন
@ShohozAin
@ShohozAin Год назад
দখল কার বিষয়টি জানার প্রয়োজন আর দলিল টিকবে তবে রেকর্ড কারেকশন এর মামলা করতে হবে
@nurmohammadsk9709
@nurmohammadsk9709 Год назад
দখল অন্যের কাছে তবে রেকর্ডের মামলা আজ ৭ বছর ঝুলে আছে এখন আমি কি করব স্যার
@taniakabita5767
@taniakabita5767 Год назад
Apnar chembar kothai
@abrahman2770
@abrahman2770 Год назад
জমিনের রেকর্ড আমার দাদার নামে আছে কিন্তু দলিল নাই দলিল ছাড়া কি জমিনের রেকর্ড হয়
@mahmudalhassan6845
@mahmudalhassan6845 Год назад
দখল থাকলে, দলিল ছাড়া ও জমিনের রেকর্ড হয়, কিন্তু যার দলিল আছে সেই বেক্তি মামলার মাধ্যমে রেকর্ড সংসদন করতে পারবে!
@nahidulislam0708
@nahidulislam0708 Год назад
জমি যদি বেদখলে থাকে, দলীল আছে,বি আর এস রেকর্ড ও দখলদার রা তাদের নামে করে নিয়েছে,উল্লেখ্য থাকে যে উক্ত ক্রয়কৃত জমি ৬২ সালের রেকর্ড জমীর মূল মালিকের নামে এবং দলীল সম্পাদন হয়েছে ৬৩ সালে এখেত্রে সমাধান কি হবে জানালে উপকৃত হব।ধন্যবাদ।
@mdsumonasa1444
@mdsumonasa1444 Год назад
মূল মালিক আমার দাদার এক দাগে 78 শতক জমি আছে 78 শতকের মধ্যে এক ব্যক্তির কাছে 54 শতক বিক্রি করে দিক উল্লেখ না করে এবং ৫৪ শতক যে ব্যক্তি ক্রয় করে ওই ব্যক্তি আবার আরেক ব্যক্তির কাছে বিক্রি করে দিক উল্লেখ করে বাকি চব্বিশ শতক জমি আছে ওই দাগে আবার 24 শতকের মধ্যে তিন ব্যক্তিকে দুই শতক করে মোট ছয় শতক জমি বিক্রি করে মূল মালিক দিক উল্লেখ করে এ বিষয়ে আপনার মতামত আমার জন্য গুরুত্বপূর্ণ আশা করি উত্তরটা দিবেন
@MonirHossain-gm9ek
@MonirHossain-gm9ek Год назад
1912 saler deed. Cs sa brs record nai. A deed ki tikbe?
@sumikhanom8559
@sumikhanom8559 7 месяцев назад
জমির দাগ নাম্বার আমাদের নামে আছে 30 বছর ধরে বি আর এস রেকর্ড ও আমাদের নামে আছে এখন জমি কি আমাদের টিকবে
@ShohozAin
@ShohozAin 7 месяцев назад
ডকুমেন্টস না দেখে বিষয় মতামত দেওয়া যাবে না। আপনি আমার চেম্বারে আসতে পারেন মোঃ আমির হামজা লিমন এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। চেম্বার- ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।
@nasrinfarin6512
@nasrinfarin6512 Год назад
স্যার দলিল আগে করেছ,কিন্তু রেকর্ড পরে আমার অন্য দাদার নামে করেছে, এখন দলিল সূত্রে কি আমার বাবা নামজারি করলে ওই জমি টিকবে,
@ShohozAin
@ShohozAin Год назад
ডকুমেন্ট না দেখে মতামত দেওয়া যাবে না
@skemon-yi7ny
@skemon-yi7ny Год назад
Sk emon
@sumanmiasuman6895
@sumanmiasuman6895 Год назад
দাদার জমি দাদার ভাইরা ১২ বিঘা জমি দলিল করে নিছে বাবা ছোট ছিল বাবা নানার বারী চলে আসে ,দাদা মরার আগে তারা গোপনে টিপসই নেই সাদা কাগজে পরে সেই ১২ বিঘা জমি তাদের নামে দলিল করে নেয়, এই জমি কি আমার বাবা ফিরে পেতে পারবে দয়া করে জানাবেন বা আমরা কি সেই জমি দখল করতে পারব,
@MMRSajib
@MMRSajib Год назад
জমির রেকর্ড আছে কার নামে?
@sumanmiasuman6895
@sumanmiasuman6895 Год назад
@@MMRSajib আ এস দাদার নামে
@sumanmiasuman6895
@sumanmiasuman6895 Год назад
আর এস দাদার নামে
@sumanmiasuman6895
@sumanmiasuman6895 Год назад
৮০ ওদের নামে দাদার নাম নাই
@naharulhaq5371
@naharulhaq5371 Год назад
নাবালকের জমি কিনেছেন আমার বাবা ১৯৮৯ সালে।এবং ১৯৯৫ সালে তখন থেকেই আমরা জমি ভোগ করছি। বর্তমানে বাবা মারা গেছেন। উক্ত নাবালকেরা নানান হুমকি দিচ্ছে বলছে আমাদের দলিল টিকবে না। কারন জমিটি অভিবাবক হিসেবে দলিল হয়েছিল। ৷ ৷ এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের দলিল/ জমি কি টিকবে না। জানাবেন প্লিজ 🙏
@monikhan8847
@monikhan8847 Год назад
১২বছর হয়ে গেলে নাবালকের সম্পত্তি আর পাবে না নাবালকের আইনি অধিকার তামাদি হয়ে যাবে।
@Ruhulamin-im8gx
@Ruhulamin-im8gx 7 месяцев назад
দলিল মূলে না রেকর্ড মূলে কে ভোগ দখল করবে?
@ShohozAin
@ShohozAin 7 месяцев назад
সুন্দর প্রশ্ন করেছেন আমি এই বিষয়ে একটু পর্ব করবো আপনি আমার চ্যানেলে চোখ রাখুন
@jogodishdeb4085
@jogodishdeb4085 Год назад
স্যার,আদাব নিবেন, এস এ রেকর্ডের মালিক এর মালিকের কাছ থেকে ৯৭সালে ৪৯ শতক জমি ক্রয় করি কিন্তু ু বি এস রেকর্ড আমার নামে রেকর্ড করাতে পারিনি, ৪৯শতক জমির মধ্যে মাত্র ১৮ শতক ভুমি আমার দখলে আছে, আমি দেওয়ানী আদালতে মামলা করলে কি প্রতিকার পাবো, স্যার দয়া করে আমাকে একটা পথ দেখিয়ে দিবেন, ওহ আরেকটি কথা হল যার নামে বাকী ৩১ শতক জায়গা রেকর্ড হয়েছে (৪৯ -১৮=৩১) তার দকলেও নাই, যার দখলে আছে তার কোন রকম দলিল বা কোন ডকুমেন্ট নাই।
@RanaHasan-mo2bj
@RanaHasan-mo2bj 5 месяцев назад
৬২ টি রেকট নাই ৮২ তে অনেরর নামে হয়েছে সেই জমি কি৷ফিরে পাবো
@ShohozAin
@ShohozAin 4 месяца назад
ডকুমেন্টস না দেখে বিষয় মতামত দেওয়া যাবে না
@chinmoymondal8126
@chinmoymondal8126 Год назад
আমার ১০ শতক জমি আছে। আমি একই দিনে একই তারিখে ৬ শতক জমি রহিমকে আর বাকী ৬ শতক জমি করিমকে লিখে দিলে?? কে কতটুকু পাবে??
@MdmithuMia-j1w
@MdmithuMia-j1w Год назад
স্যার দলিল আছে দাগ নাম্বর উল্লেখকরা নাই সে দলিলটি টিকবে
@ismailsarmin1159
@ismailsarmin1159 Год назад
আমার বাবা সাব কবলায় জমি কিনচ্ছিল কিনতু নাম জারি হচছে না কারন মুল খতিয়ান পাচছে না আমার করনিয় কি ২০ বছর আগে কিনছিলো
@bmyealias1029
@bmyealias1029 Год назад
স্যার আপনার সাথে যোগাযোগ করতে পারি কিভাবে
@bahirbashir2735
@bahirbashir2735 Год назад
আসসালামু আলাইকুম জানাব আপনার কাছে জানতে চাই আমার নামে জমির দলিল আছে, কিন্তু খতিয়ান ভুল, অন্য সবকিছু ঠিক, এখানে আমরা কি করলে এ-ই ভুল ঠিক করতে পারবো।
@user-lo4fw5ru7o
@user-lo4fw5ru7o Год назад
আসসালামু আলাইকুম স্যার আমি মোঃ রানা খান বাড়ি বেলাব থানা জেলা নরসিংদী,আমার দাদার একটি জমি ,আমার চাচতো ভাইরা একাই ভোগ করতেছে কিন্তু আমার বাবা চাচা কেউ বেঁচে নেই তাদের কাছে দলিল দেখাতে বললে তারা একটি দলিল দেখায় কিন্তু সেটা জাল না আসল বুঝবো কিভাবে এবং করণীয় কি
@ShohozAin
@ShohozAin Год назад
এ বিষয়ে আমার একটি পর্ব আছে সেটি দেখুন
Далее
Merab vs Sean underway!! 🚨 #ufc306
00:23
Просмотров 754 тыс.