জীবনের অর্ধেক সময় পার করে দিয়েছি। জাতীর উদ্দেশ্যে দেয়া ভাষন, কখনো কোন সরকারের আমলে শুনিনি। কিন্তু ডক্টর মোঃ ইউনুসের দেয়া ভাষন খুব মন দিয়েই শুনেছি। সত্যিই অসাধারণ অনুপ্রেরণা জাগিয়ে তুলছে জনসাধারণের মনে। স্যালুট স্যার 🫡🫡🫡
Huge congratulations!! to Dr. Younus Sir, the head of the Advisory Committee of the interim government of Bangladesh. I'm amazed by listening his bewitching constructive speech as the Head of the Advisors. Dr. Younus Sir has created a new dimension of delivering speech as a Head of the state from which future rulers can learn how to present a speech before the nation with easy and simple language. I wish his long life and Bangladesh will move forward under his dynamic leadership. May Allah bless him and protect him.
বাংলাদেশের জনগণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুস কে গুরু দায়িত্ব দিয়েছেন তিনি তার যথাযথ পালন করবেন এটা আমার বিশ্বাস, উনি খুবই শান্ত সাহবের মানুষ বলে আমি মনে করি বাংলাদেশের জনগণ কে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এমনই মানুষ দেশের পক্ষে নিরাপদ।
স্যার আচ্ছালামু আলাইকুম, ভুমি অফিসের দুর্নীতির দিকে একটুখানি নজর দিন। সামান্য একটু কাজ নিয়ে গেলে ফ্রি সার্ভিস না দিয়ে মানুষের রক্ত চুষে খাচ্ছে। নাহলে কাজ ফেলে রাখে। ঘুরতে থাকে বছরের পর বছর। এই দুর্নীতি বন্ধের জন্য একটুখানি দৃষ্টি আকর্ষন করছি স্যার। আল্লাহ তায়ালা আপনাকে দীর্ঘায়ু কামনা করছি। হেদায়েত দান করুন। আমিন।
এত সুন্দর করে জাতির উদ্দেশ্যে ভাষণ কোন সরকার দেয়নি এত সুন্দর শালীন ভাষা ভিতরে কোন হিংসা বিদ্বেষ কোন কিছু নেই আমরা উনাকেই ক্ষমতায় দেখতে চাই প্রধানমন্ত্রী হিসেবে দেশের জনগণ ভেবেচিন্তে কাজ করিয়েন কারণ ওনাকে হাতছাড়া করলে বাংলাদেশটা আবার আগের মত হয়ে যাবে এমন জ্ঞানী একজন ব্যক্তি বাংলাদেশের জন্য একান্ত প্রয়োজন
বর্তমান অন্তর্ভুক্তি সরকারকে জানাই প্রাণঢালা অভিনন্দন। বাংলাদেশ একটি কুলাঙ্গার মুক্ত দেশ থেকে স্বনামধন্য দেশে রূপান্তরিত করার যে উদ্যোগ নিয়েছেন। মহান রাব্বুল আলামিন আপনার এই মহান মঙ্গল জনক উদ্যোগ সফল করুক আমিন।
স্যার পরবর্তীতে মহান আল্লাহকে স্মরন করে বক্তব্য শুরু করবেন আশা রাখি.. আর জনগন সকল ক্ষমতার উৎস এই শব্দটি পরবর্তীতে ত্যাগ করবেন আশা রাখি.. আপনার কাছে আরও গঠনমূলক ও কুরআন বান্ধব শব্দ চয়ন আশা রাখি... আপনার সফলতা কামনা করি মহান রবের কাছে...
প্রত্যেকটা প্রতিষ্ঠানের এমন একটা গোয়েন্দা বিভাগ তৈরি করা হোক যাতে প্রতি মাসে মাসে প্রত্যেকটা প্রত্যেকটা কাজে মাসে মাসে তদন্ত করবে ঘুষের ব্যাপারে জনগণ প্রতিবেশী ব্যবসাহী সাধারণ চলমান জিজ্ঞাসা ভাত করবে যে এখানে ঘুষ নেওয়া হয় কিনা
পরম করুণাময় আমাদের সহায় হোন। আগে আমাদের জনগনকে ভালো হতে হবে। নিজের সুবিধার উপরে জাতির স্বার্থ দেখার,সৎ থাকার প্রতিজ্ঞা করতে হবে। তবেই না সৎ ও ন্যায়পরায়ণ শাসক আশা করা যাবে। যে জাতি যেমন, তাদের শাসকও তেমন হয়। বাংলাদেশ সমৃদ্ধ ও চিরজীবী হোক।
বিগত সরকারের সময়ে শিক্ষা ব্যবস্থা কে একদম তলানিতে পড়ে গেছে। মূল্যায়ন করার মতো কোন লেখা বা গল্প এবং কি বইয়ের কাগজ গুলোও নিম্নমানের করা হয়েছে। আমাদের অনুরোধ শিক্ষা ব্যবস্থা কে প্রতিযোগিতা মূলক এবং মানসম্পন্ন করার।এমন জ্ঞাননিষ্ঠ করুন যেন একেকজন যেন এদেশের একেকটা রত্ন তৈরি হয়।
ডাঃ ইউনুস, মুসলমানদের ধোকা দেয়া বড় অন্যায়, একজন মুসলমান হিসেবে আপনার জন্য ফরজ হচ্ছে ওহীর অনুসরণ করা, এ ব্যপারে আপনি শীর্ষ ওলামায়ে-কেরামদের সাথে আলাপ করুন, এটা কোন অন্যায় নয়, বরং এটাই প্রকৃত ইনসাফ, আর এটা করলে আপনি মহান আল্লাহ তায়ালার কাছে প্রিয় হবেন ও তার তায়ালার সাহায্য পাবেন, এবং আপনার সম্মান স্থায়ী হবে ইন শা আল্লাহ্ I
answer baini a department store .because they are hite, we are student. also all departments yur now the awamilic people their. after they are not give to you saccess.
আপনারা আল্লাহর উপর ভরসা করে উনাকে বিশ্সাষ উনাদের কাজ করার সুযোগ দিন।উনার মুখে আল্লাহ শব্দটা অন্তরের কান দিয়ে শুনুন কত মায়াবি করে বলেছেন।আমাদেরতো কাউকে না কাউকে বিশ্সাষ করে সামনে এগুতেই হবে।বিশ্বাস করি দেখি আল্লাহ কোথায় নেন।হাছিনার মুখেতো আল্লাহ কথাটা শুধু অভিনয়ের মত লাগতো।❤❤❤