ভুল ইনফরমেশন। আমার বাসায় আজ ফিটিং হলো। ফুল 90° ওপেন হয়। ভিডিওতে উনি 45° ওপেন করেছেন। তবে 180° অর্থাৎ খোলার পর ওয়াল লেভেল করা যাবে না। পাল্লা স্ত্রেইট ওপেন হবে।
@@Rabbi.AlAzad হিঞ্জ দুটো স্টেম দিয়ে পাল্লার সাথে লাগানো আছে। একটা লম্বা একটা ছোট। দুটোই ডানে বামে মুভেবল। লম্বাটা একটু বাঁকা দেখা যাচ্ছে, উনারা আরেকটু ধাক্কা দিলে সেটা স্ট্রেইট হতো আর ছোট স্টেমটা লম্বাটার কাছাকাছি চলে আসতো। উল্লেখ্য, পুরো 90° হওয়ার পরে দরজার পাল্লাটা ফ্রেইম থেকে 4 ইঞ্চির মতো দূরে থাকে। Edit: 3 stems actually. You should Google how upvc window hinges work.
আমার বাসাতে কেসমেন্ট উইন্ড বাংলাদেশে আরএফএল কেসমেন্ট উইন্ডো বিক্রি শুরুর আগে থেকে, এবং আমি আমার দেশে বাড়ি নির্মানের জন্য চায়না থেকে এবার বাইফোল্ড উইন্ডো পাঠিয়েছি। আপনি হয়ত আরএফএল এর কোন বিক্রয় প্রতিনীধি, আপনি এখানে স্পস্টই বলতে পারতেন ভিডিওর জানালাতে ৪৫ডিগ্রি হিঞ্জ ব্যাবহার করা হয়েছে, অযথা তর্ক করছেন। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে জানালাটা ফুল ওপেন হচ্ছে না। এবং আমার চায়নাতে থাকা বাসাতেও একই টাইপের হিঞ্জ লাগানো, গুগল দেখে আপনার শিখুন, আমার এই কেসমেন্ট উইন্ডো সম্পর্কে জানা প্রয়োজন ছিল, তখন এর ফ্যাক্টরি থেকেই সব জেনেছি,।@@MK_117