Тёмный

জৈব ছত্রাকনাশক | ট্রাইকোডার্মা ভিরিডি | সিউডোমোনাস ফ্লুওরেসেন্স | কোথায় কিভাবে ব্যবহার করব। 

Agri-Tech Shanto
Подписаться 104 тыс.
Просмотров 64 тыс.
50% 1

জৈব ছত্রাকনাশক | ট্রাইকোডার্মা ভিরিডি | সিউডোমোনাস ফ্লুওরেসেন্স | কোথায় কিভাবে ব্যবহার করব।
এই ভিডিওতে আমি আলোচনা করেছি যে এই যে জৈব ছত্রাকনাশক গুলোকে কিভাবে ব্যবহার করব এবং সেগুলো ব্যবহার করার সঠিক নিয়ম পদ্ধতি ।
এছাড়া আলোচনা করেছি এই যে ছত্রাক নাশক হিসেবে যে ছত্রাক গুলোকে ব্যবহার করছে এরা ঠিক কিভাবে ক্ষতিকারক ছত্রাকের ওপর আক্রমণ করে বা ওদের কে নিয়ন্ত্রণ করে সেই সব বিষয়গুলো নিয়েই এই ভিডিওতে আলোচনা করেছি।
#organic_fungicide
#trichoderma_viride
#pseudomonas_flurescens
এই জৈব ছত্রাকনাশক গুলি কিনতে নিচের লিংকে ক্লিক করুন
wa.me/p/407041...
গাছের খাবার 🌱🌳: • গাছের খাবার 🌱🌳
গাছের খাবারের অভাব জনিত লক্ষণ|
Plant nutrients deficiency: • গাছের খাবারের অভাব জনি...
ফাংগিসাইড, কীটনাশক, বীজ কিনতে
wa.me/c/917076...
আমাদের ফেসবুক গ্রুপ
www.facebook.c...
আমাদের ফেসবুক
Facebook page / agri-tech-shanto-39703...

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 208   
@nabakumarsamanta4768
@nabakumarsamanta4768 4 года назад
খুবই ভাল লাগল, খুবই সরল ও তথ্য সমৃদ্ধ ভিডিও জৈব চাষ এ সকলের জন্য উপকারে আসবে। ধন্যবাদ। এরকম আরও ভিডিও তৈরী র অপেক্ষায় রইলাম।
@GALWAYDT5CHANNEL
@GALWAYDT5CHANNEL 3 года назад
Sudomonus + Trycoderma Jayvik khaad paowar jonno dada amr er branch ache jogajog korte paren Ph 7718247232
@kalpanabapari7115
@kalpanabapari7115 Год назад
​@@GALWAYDT5CHANNEL1:55
@shampakabiraj3972
@shampakabiraj3972 5 месяцев назад
খুব সুন্দর করে বোঝালে, আমার প্রয়োজনীয় সব তথ্য পেয়ে গেলাম। অনেক ধন্যবাদ ভাই।
@jayantichowdhury7600
@jayantichowdhury7600 2 месяца назад
টআইকওডআমআ ভিজিডি টবের মাটি তৈরি করার সময় মাটিতে মিশিয়ে দিতে পারব প্লিজ আমাকে একটু জানিয়ে সাহায্য করবেন ধন্যবাদ নেবেন
@swapanchakraborty9690
@swapanchakraborty9690 4 года назад
শান্ত তোমার বলা খুব সুন্দর এবং সরল বুঝতে একেব্রেই অসুবিধা হয় নি। আমার একটি ছোট ছাদ বাগান আছে এবং আমি জৈব ভাবে চাষ করতে চাই আর এটা আমার খুব কাজে আসবে।
@ashakkanar8702
@ashakkanar8702 3 года назад
তথ্য সমৃদ্ধ ভিডিও জৈব চাষ এ সকলের জন্য উপকারে আসবে। ধন্যবাদ। এরকম আরও ভিডিও তৈরী র অপেক্ষায় রইলাম।
@sanjibhore9567
@sanjibhore9567 Год назад
Very good explaination , thank you
@mukundabeharigoswami4761
@mukundabeharigoswami4761 5 месяцев назад
আমার বয়স ৬২, "তুমি" করেই বলছি। খুব ভাল লাগল তোমার এই উপস্থাপনা।
@bodorbaibai7547
@bodorbaibai7547 9 месяцев назад
সুন্দর তথ্যমুলক আলোচনা
@sokherbagan3434
@sokherbagan3434 4 года назад
খুব সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা #SokherBagan
@milanbasu3894
@milanbasu3894 8 месяцев назад
Very nice lecture. 👍
@tapatisinhabiswas1363
@tapatisinhabiswas1363 4 года назад
ভীষন রকমের একটা উপকারী ভিডিও ।
@monoranjanroy628
@monoranjanroy628 4 года назад
অনেক কিছু তথ্য জানতে পারলাম ।
@swapnanath7743
@swapnanath7743 Год назад
Khub valo bolechho
@dulalsen2209
@dulalsen2209 2 месяца назад
তোমাকে ভাই বলেই সম্বোধন করলাম। খুব সুন্দর করে বুঝিয়ে দিলে। আমি কিছু জবা গাছ ভুগছি ।শিকর পঁচা ছাল পচে গাছ মারা যাচ্ছে তাঁতে কি ।সিউডোমানাস ল্ফুরুসেন্ট ব্যবহার করা যায়।
@basantimaity284
@basantimaity284 2 года назад
খুব উপকৃত হলাম
@biswajitkarmakar7330
@biswajitkarmakar7330 4 года назад
বিষয় টা বেশ পরিষ্কার জানলাম। ।💐💐💐💐
@satyakibhar8112
@satyakibhar8112 4 года назад
খুব ভালো টপিক, expect করেছিলাম, thank you
@taleoffoods2355
@taleoffoods2355 2 года назад
Khub bhalo laglo apner video.
@nishitsinha4595
@nishitsinha4595 Год назад
খুব ভালো লাগলো ধন্যবাদ
@Dipasgarden
@Dipasgarden 8 месяцев назад
Khub sundor
@tapassingh3328
@tapassingh3328 3 года назад
অসংখ্য ধন্যবাদ।
@somapaul3103
@somapaul3103 4 года назад
খুব ভাল আলোচনা ।
@santughosh1991
@santughosh1991 3 года назад
খুব উপকৃত হলাম। অসংখ ধন্যবাদ। দাদা জৈব সার হিসাবে গোবরের খৎ/গোবর সার ব্যবহার করা যাবে?
@foringkishor5895
@foringkishor5895 4 года назад
সুন্দর আলোচনা, ট্রাইকোডার্মা ভিরিডি সম্পর্কে সম্যক ধারণা পেলাম। ধন্যবাদ আপনাকে।
@GALWAYDT5CHANNEL
@GALWAYDT5CHANNEL 3 года назад
ট্যাইকোডারমা সিউডোমোনাস আমার নিজের ব্যানচ আছে যোগাযোগ করুন 7718247232
@parthapratimhalder2629
@parthapratimhalder2629 4 года назад
খুব ভালো লাগল ভিডিও টা। এদেরকে ঘেঁষে ব্যবহার করা যায় কী। আর মাইকোরাইজা নিয়ে যদি একটা ভিডিও করো খুব ভালো হয়।
@suraiyakhatun6890
@suraiyakhatun6890 4 года назад
খুবই ভাল লাগলো,উপকার হল।
@Exceptionaltube13458
@Exceptionaltube13458 Год назад
বাগানের মাটিতে ট্রাকোমাযুক্ত সার/ট্রাকোকম্পোস্ট ব্যবহার করেছি, এখন মাটিতে কি কোন রাসায়নিক সার দিতে পারবো?
@rajatchakraborty9922
@rajatchakraborty9922 4 года назад
Natun bishoy...bhalo laglo
@dilipbiswas4629
@dilipbiswas4629 4 года назад
ভাই তোমায় অনেক ধন্যবাদ।তুমি জানোনা আজকের এই তথ্য আমার কতটা উপকার করলো।আমি আজি এই দুটো অর্ডার করেছিলাম।আর ভিডিও দেখার মাঝখানে ওগুলো ডেলিভারি নিলাম।কিন্তু ব্যবহার টা এতোটা পরিষ্কার জানা ছিলোনা।আর হটাৎ তোমার ভিডিও টা পেলাম নোটিফিকেশন।thanks।একটা প্রশ্ন এই দুটোই একসঙ্গে আমি যদি vermicompost এর সাথে মিশিয়ে একটু জল ছড়া দিয়ে রেখে দিই এবং পরে প্রয়োজন মতো ব্যবহার করি।তাহলে কতদিন রাখতে পারবো?আর টবের সুস্থ গাছে কি দেওয়া যাবে?
@AgriTechShanto
@AgriTechShanto 4 года назад
১. আপনি যে কম্পোস্ট ব্যবহার করবেন তার আদ্রতা যেন ঠিক থাকে শুকিয়ে গেলে হবে না। ২. হ্যাঁ দেয়া যেতে পারে যে পরিমাণ বলা হয়েছে ওই পরীমাণ।
@jayantichowdhury7600
@jayantichowdhury7600 3 месяца назад
বাবা শান্ত আমি টবের মাটি তৈরি করার সময়ই এই ফাঙ্গিসাইটি ৮ ইঞ্চি টবে ছোট চামচের দুই চামচ দিয়ে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে মাটি একটি গামলায় ঢাকা দিয়ে ৭ দিন রেখে তার পর নতুন গাছ টবে প্রতিস্থাপন করা আমি মাটি তৈরি তে কোন রাসায়নিক পদার্থ দেই না সম্পুর্ন জৈব ভাবে আমি আমার সব গাছের সম্পূর্ণ পরিচর্যা করি আমি জানতে চাই যে এই ফাঙ্গিসাইটি আমি যে পরিমাণ টবের মাটিতে মেটাচ্ছি সেটা ঠিক আছে কিনা প্লিজ আমাকে একটু জানিয়ে সাহায্য করো ভালো থেকো ধন্যবাদ নিয়ো
@sumsbulbul8483
@sumsbulbul8483 3 года назад
চা চামচের কয় চামচ নিলে পাঁচ গেরাম বা দুই গেরাম চার গেরাম হবে পিলিজ আংকেল জানিও ভিডিও খুব ভাল লাগল ধন্যবাদ
@gayatriadhikarygain2127
@gayatriadhikarygain2127 Год назад
Darun informative video....duto eksathe use Kora jabe bhujte parlam,ekti kotha janar chilo..eai solution ta mase ekbar use Kora jabe ki??
@muktarsarkar8983
@muktarsarkar8983 4 года назад
আপনার আলোচনা টি খুব সুন্দর লাগছে। তবে যদি আপনি কলা( জাত চাপা) গাছের পরিচর্যা, রোগের প্রতিকার ইত্যাদি নিয়ে ভিডিও করেন তাহলে খুব উপকৃত হবো। ধন্যবাদ
@sharif.ahmed40
@sharif.ahmed40 16 дней назад
Thank you
@kalyanratanmanna3985
@kalyanratanmanna3985 3 года назад
অসাধারন । শিখলাম।
@pranabeshdas1503
@pranabeshdas1503 3 года назад
Weste Decomposer and pacilomyces lilacinus bacteria একসঙ্গে multiply করে গাছে দেওয়া যাবে কি ? এই ব্যাকটেরিয়া গুলির লাইভ সার্কেল কতদিন, multiply করে এদের গাছের গোড়ায় একবার দেওয়ার পর আর কি দেওয়ার প্রয়োজন আছে কি?
@sultanarfin3686
@sultanarfin3686 3 года назад
দাদা সোরসে খোল জল এর সাথে টাইকোডারমা বাবহার করা যাবে কি তা হলে পরিমাণ কতটা দেব জানালে উপকৃত হব দাদা ভাল থাকবেন
@debuhazra566
@debuhazra566 3 года назад
Very nice ill usurpation.thank you. Debu hazra. Telmarui para, Burdwan
@debuhazra566
@debuhazra566 3 года назад
Very nice illustration.thank you. I debu hazradeep@gmail.com
@Radhakrishna10k-r
@Radhakrishna10k-r 3 года назад
পানের রোগ এর পতিকার নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবেন প্লিজ
@ujjalkumarmukherjee7721
@ujjalkumarmukherjee7721 3 года назад
কতদিন অন্তর ব্যবহার করতে হবে , জানালে উপকৃত হব।
@mohiulislam6412
@mohiulislam6412 Год назад
Onek informative bhi, very good
@thehickey7698
@thehickey7698 3 года назад
Trichoderma viridi ki neem kholer sathe mixed kore use korte pari?
@taleoffoods2355
@taleoffoods2355 2 года назад
Ei fungicide debar kotodin pore gacher khabar deoa jabe bole deben please. Thank a lot.
@ShekAbdullah-j9q
@ShekAbdullah-j9q Год назад
বাই আপনার জন্য অপেক্ষা করে আছি
@AshrafAli-tl1io
@AshrafAli-tl1io 4 года назад
ভাই বাংলাদেশে কিছু ঔষধ পাঠানো যাবে
@mohapapiansalman5135
@mohapapiansalman5135 3 года назад
আপনার পুংকানুপুংক সাবলিল বর্ণনায় মুগ্ধ। এতদিন এরকম একটা ভিডিও'র অপেক্ষায়য় ছিলাম।আপনাকে এক সমুদ্র ভালবাসা আর অসংখ্য ধন্যবাদ।
@ankitaadhikary3161
@ankitaadhikary3161 4 года назад
Santo mastar mosai video ta khub valo laglo
@debashisroy5582
@debashisroy5582 4 месяца назад
Matite use jonno tricoderma viridi or psudomonas modhe konta best?
@paltangreenworld2333
@paltangreenworld2333 2 года назад
Great information
@partha.starnews345
@partha.starnews345 4 года назад
তোমার প্রতিটা ভিডিও আমার খুব ভালো লাগে কারন সে গুলো তথ্য বহুল হয়। আমি ১০ বস্তা গোবর সারের মধ্যে 200গ্রামের মত ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে রেখেছি গত তিন দিন আগে। সেগুলো কতদিন পরে কিভাবে ব্যবহার করব মাটি তৈরির পরে ওই গোবর সার মিশিয়ে ,আবার কি ট্রাইকোডার্মা ভিরিডি দিতে হবে?
@AgriTechShanto
@AgriTechShanto 4 года назад
7days
@alaminhossainantor6225
@alaminhossainantor6225 2 года назад
ধন্যবাদ দাদা
@gaanbagan9312
@gaanbagan9312 2 года назад
মাটি তৈরির সময় যদি,লাল পটাশ দিয়ে থাকি,তাহলে কি ৭/১০ দিনের আগে Trycoderma Viridi ব্যবহার করা যাবে না? Npk /saf এগুলোর ক্ষেত্রেও একই নিষেধ থাকবে?খুব ভাল লাগল ভিডিও টা।আমাকে একটু বলে দিও।
@namitasarkar4250
@namitasarkar4250 2 года назад
Khub valo laglo
@indubhusandutta3302
@indubhusandutta3302 Год назад
দাদা,Liquid Trycoderma টবে ফুল ও ফলের গাছে ব‍্যবহার পদ্ধতি একটু জানাবেন pl
@santikundu4137
@santikundu4137 Месяц назад
দাদা পান বরুজে প্রয়োগ করা যাবে সরিষা খোলের সাথে মিশিয়ে?
@surojitrong7586
@surojitrong7586 Год назад
স্যার আমার মাটিতে বসানো গাছে আমি একই মিশন দিতে পারি স্যার খুব ভালো স্যার
@user-xc7jp6lt7e
@user-xc7jp6lt7e 3 года назад
Khub bhalo bhai. Ami peyara gacher tobe TV diyechilam. 7 din pore gora khochate giye dekhlam jemon sada powder temon pore ache. Tahole to kono kaj i holo na. Ebare ki jole gule debo?
@sulekhan7115
@sulekhan7115 4 года назад
Bhai Shanto, desi o Pune variety Jabar pruning kon mase korbo? Pl janio. Bhalo theko.
@dipakroy3228
@dipakroy3228 2 года назад
শান্ত দা ট্রাইকোডারমা ভিরিডি জমিতে চাষের আগে কতটুকু দিতে হবে বিঘা প্রতি।
@taleoffoods2355
@taleoffoods2355 2 года назад
Ei fungicide kotodin r gap die poroborti doze debo ektu boles deben bhai.
@debtanude78
@debtanude78 3 года назад
Biovita x ba Allwin gold super er sathe ki TV mix kore spray deoa jai?
@abhijitmajumdar7260
@abhijitmajumdar7260 4 года назад
Bhalo vedio, kintu ata deor por din npk,dap,epsom salt deoa jabe? Ata 1bar deor koto din por abar deoa jabe?Atar effect koto din por bojha jai?
@AgriTechShanto
@AgriTechShanto 4 года назад
Please video ta purota dhekben... & Bera 7-8 din pore result paben..
@pujalavli291
@pujalavli291 Год назад
পান বরজে ব্যবহার করলে 3000 গাছের উপরে গড়াতে কত পরিমান দিতে হবে কতদিন অন্তর গড়াতে দিতে হবে পাতাতে স্প্রে করলে কত গ্রাম করে 10 লিটার জলের উপরে দিতে হবে কতদিন অন্তর তে করতে হবে দয়া করে কমেন্ট এর উত্তর দেবে
@kaushikdey957
@kaushikdey957 3 месяца назад
দাদা, এটা কি ডাইরেক্ট 2 গ্রাম টবে র মাটিতে দেওয়া যাবে?
@sanjitmandal1201
@sanjitmandal1201 2 года назад
Thanks
@astomalick9130
@astomalick9130 4 года назад
tricodarma ki oi ek bar e use korte pari..naki prottek masay korte pari?? naki rog asar somoi..
@harekrishnachatterjee5423
@harekrishnachatterjee5423 Год назад
শান্তবাবু , আমি জানতে চাই, ট্রাইকোডারমা ভিরিডি ও ইফকও কনসোর্টিয়া একসাথে জৈব সারের সাথেই মিলিয়ে জমিতে ছড়ানো যাবে কি না। এবং জি ফর্ম এর দানাদার কীটনাশক ওই সব জমিতে দেওয়া /ব্যবহার করা যায় কিনা। হরেকৃষ্ণ চ্যাটারজী। বর্ধমান।
@MDMuhsinAlam-jf1qo
@MDMuhsinAlam-jf1qo 16 дней назад
টাইকোডার্মা ইউরিয়া পটাস ডিএপি সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে কি?
@arkasamanta675
@arkasamanta675 4 года назад
khub sundor
@rabindaha8335
@rabindaha8335 4 года назад
Khub valo
@ashishjain1891
@ashishjain1891 2 года назад
Can we use pseudomonas fluorescens and trichoderma viride together??
@bimalchatterjee2094
@bimalchatterjee2094 2 года назад
Excellent💯👍
@prabirmandal989
@prabirmandal989 3 года назад
Khub valo laglo dada.
@koustavpramanik6537
@koustavpramanik6537 2 года назад
Joba gach e ki psedomonas use kora jai??
@suvodip8057
@suvodip8057 2 года назад
আমি এটি জলে গুলে ব্যবহার করবো , এটি প্রথমবার ব্যবহার করার পর কত দিন পর দ্বিতীয় বার ব্যবহার করে এবং একটি গাছের কত বার ব্যবহার করবো,,,
@roofgardeningbd1094
@roofgardeningbd1094 3 года назад
ভেইয়া,এটা গাছের গোরায় কত দিন পর পর প্রয়োগ করব?
@siddharthadalapati3821
@siddharthadalapati3821 4 года назад
Valo laglo
@rajivkar8342
@rajivkar8342 3 года назад
Excellent
@bikramsaha928
@bikramsaha928 2 года назад
Kotodin por por use korbo ticoderma viridi?
@soniyabhakat8080
@soniyabhakat8080 Год назад
tobe matite dite hole ki 2to dite hobe naki je kono akta dilei hobe r jodi 2to.dite hoi thole ki 2toi somoporiman dite hobe plz ans ta deben...dada
@bapimondal832
@bapimondal832 4 года назад
এটা দারুন ভিডিও । কিন্তু আগের ভিডিও পাট বাকি আছে দাদা তার আসায় হইলাম ।
@AgriTechShanto
@AgriTechShanto 4 года назад
Hum asbe...
@chinmaydas-qw4sq
@chinmaydas-qw4sq Год назад
আগের দিন খুব তাড়াতাড়ি উত্তর পেয়েছি ভাই। আজ ২ টো জানতে চাই। আমি ৬ মাস ধরে বস্তায় পাতা পচা সার তৈরি করছি। আজ ছেলে নিলাম। ভালো সার তৈরি হয়েছে। ছোট ছোট কিছু পোকা হয়েছে। কেমিক্যাল ব্যবহার করে মারলে কতদিন পর ট্রাইকোডারমা ভিরিডি মেশাতে পারবো।
@AgriTechShanto
@AgriTechShanto Год назад
15din..
@chinmaydas-qw4sq
@chinmaydas-qw4sq 10 месяцев назад
Tricoderma টবে দিয়ে গাছ বসিয়েছি কতদিন পর খোল পচা জল দিতে পারবো । জানাবেন প্লিজ।
@debtanudas2852
@debtanudas2852 2 года назад
1. 8-10 inch tobe TV + PF 2gm+2gm total 4 gm debo? Naki 1 gm+1gm total 2 gm debo? 2. Koto din ontor debo? 3. Tomar video dekhe ami 10/11/2021 e liquid consortia use korechi, eta use korle kono problem hobe na to?
@shyamsundardas5789
@shyamsundardas5789 4 года назад
Pseudomonus flurensis market a ki name paoya jay janaben please.
@dhananjaybarman3552
@dhananjaybarman3552 Год назад
মাসে কতোবার প্রয়োগ করতে হবে?
@dibyendubag9453
@dibyendubag9453 3 года назад
Dada route hormon mesano jay trico and psedomonas sange
@themotivatedspiro7967
@themotivatedspiro7967 4 года назад
Nicely explained
@sanatdas639
@sanatdas639 3 года назад
ট্রাইকোডারমা ভিরিডি ব্যবহার করলে অন্য কোন ফানজিসাইড যেমন সাফ বা ব্যভিসটিন কি ব্যবহার করা যাবে?
@babumandal7620
@babumandal7620 4 года назад
দাদাভাই সরিষা খোলের সঙ্গে মেশানো যেতে পারে
@gamingyt7163
@gamingyt7163 4 года назад
Trichoderma er sathe tetracycline mix koreproyog kora jabe ki janaben dhonyabad
@AgriTechShanto
@AgriTechShanto 4 года назад
না মেশানো যাবে না
@chinmaydas-qw4sq
@chinmaydas-qw4sq Год назад
পাতা পচা সার ও পুরোনো গোবর এ ১ মাস আগে ট্রাইকোডারমা মিশিয়ে ছিলাম । এখন কি টাটা ধূর্বি গোল্ড সার মেশাতে পারবো? না কি কখনো ই রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। জানাবেন প্লিজ।
@dibyendubag9453
@dibyendubag9453 3 года назад
Tricoderma and psedomonas dile roots hormone ditepari
@arifrahman7710
@arifrahman7710 4 года назад
Dada onek kiso jante parlam Bangladesh theke sodomonash, tricodarma group ki.
@dhananjaybarman3552
@dhananjaybarman3552 Год назад
ট্রাইকোডার্মা ভিরিডি পাউডার টবের গাছে বা টবে কতো দিন পর পর দেওয়া উচিৎ?
@rakeshbiswasvlogs8176
@rakeshbiswasvlogs8176 22 дня назад
Siodomonas fungicide kothy pabo?
@shibu718
@shibu718 2 года назад
Trichoderma viride ও Trichoderma horinam এর মধ্য তফাৎ কি? আম ও লিচু তে কোন টা ব্যবহার করা যায় কি. …?
@tomalsaha3379
@tomalsaha3379 Год назад
এটা প্রয়োগ করে নেমাটোড দমন করা যাবে?
@TapasDas-pl9bc
@TapasDas-pl9bc 4 года назад
শান্ত দা আমি তাপস দাস হালিশহর থেকে বলছি। আমি তোমার চ্যানেলের বহু পুরোনো সাবস্ক্রাইবার। দাদা, আমি যদি Tricho derma viride diye শীতকালীন সবজি লাগানোর জন্য মাটি তৈরী করি তবে কি পরে রাসায়নিক সার যেমন- D.A.P, 10:26:26 , salfate of potash, দিতে পারবো ? অথবা গাছের পাতায় রাসায়ানিক কীটনাশক, ছত্রাক নাশক, PGR স্প্রে করতে পারবো ? যদি না পারি তাহলে ওগুলোর পরিবর্তে কি কি দেওয়া যেতে পারে ? আর যদি পারি তাহলে কত দিন পর থেকে দেওয়া যেতে পারে? Please আমাকে reply দিয়ে হেল্প কোরো । বহু দিন থেকে আমার এটা জানার ইচ্ছে । আমি জানি এটার উত্তর একমাত্র তুমিই দিতে পারবে। তাই উত্তরের অপেক্ষায় রইলাম ।
@Muichiroisediting
@Muichiroisediting 3 года назад
আপনার বুঝিয়ে বলার ক্ষমতা অসাধারণ😍 আমার আছে ট্রাইকোডর্মা হারজিনিয়াম। এই ভিরিডি আর হারজিনিয়ামের মধ্যে কি কোনো পার্থক্য আছে? জানালে উপকৃত হবো। ভালো থাকবেন।
@AgriTechShanto
@AgriTechShanto 3 года назад
এরাদুটো বিভিন জাত...
@jagannathbasanta1023
@jagannathbasanta1023 3 года назад
পান গাছের পাতায় এবং কান্ডে কালো চিটচিটে দাগ সমাধান কী জৈব এবং রাসায়নিক ব্যাবস্তা কী।
@saikathossenmondal2313
@saikathossenmondal2313 3 года назад
Vai Liebigs company songa jogajok korbo ki vaba plz bolba?
Далее
Women’s Free Kicks + Men’s 😳🚀
00:20
Просмотров 11 млн
Women’s Free Kicks + Men’s 😳🚀
00:20
Просмотров 11 млн