প্রথমেই মহারাজ কে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। উনি খুব সুন্দরভাবে জ্ঞান গঞ্জের একটি সুন্দর বর্ণনা করলেন।জ্ঞানগঞ্জ সম্বন্ধে এবং বাবাজী মহারাজ সম্বন্ধে আরও কিছু বিশদ তথ্য পেলে আমরা খুব উপকৃত হতাম। জয় বাবাজী মহারাজের জয়। 🙏🙏🙏
You are great really more than great to many common man like me .Truly speaking I can't express in words the feeling you focused on Ganganj.In short I bow down my head to your feet for such
গুরুদেব আমি এত হিমালয় নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে থাকি, আজকে আপনার এই বক্তব্যটা শুনে আর এই জ্ঞানের আধার টা পেয়ে আমার কৈলাসে ব্যাপারটা খুব ভালোভাবে জানতে পারলাম আপনাকে শতকোটি প্রণাম আপনি এত সহজভাবে জিনিসটা বুঝিয়ে দিলেন 🙏🙏🌄🌄
প্রাচী পাবলিকেশনের ডক্টর গোপীনাথ কবিরাজের জ্ঞানগঞ্জ এবং সূর্য বিজ্ঞান নামে দুইটি বই আছে ৷এই বই দুটি যদি কোন আধ্যাত্বিক পিপাসু ব্যক্তি পড়েন অনেক কিছু জানতে পারবেন ৷ বিশুদ্ধানন্দ স্বরস্বতীর শিষ্য ছিলেন ডক্টর গোপীনাথ কবিরাজ ৷ বিশুদ্ধানন্দ সরস্বতী সূর্য বিজ্ঞান নিয়ে অনেক কিছু কাজ করতেন ৷ তিনি বেনারসে কানন আশ্রম স্থাপন করেন এইখানে একটু সূর্য বিজ্ঞান মন্দির স্থাপনের কাজ করছিলেন কিন্তু সম্পূর্ণ হয়নি ৷এটি এখনো আছে আপনারা বেনারস গিয়ে দেখে আসতে পারেন ৷ কাশী বিশ্বনাথ মন্দির হতে অটোতে পনেরো-কুড়ি মিনিট লাগবে খুব বেশি দূর নয ৷বিশুদ্ধানন্দ সরস্বতীর আদি বাড়ি বর্ধমানের বন্ডুল গ্রামে | ডক্টর গোপিনাথ কবিরাজের আরো কিছু বই আছে,কোথায় একটা লেখা আছে তিনি দেখেছিলেন শূন্যে চিঠি' আসছে কিন্তু কোথা থেকে বা কিভাবে আসছে তিনি জানতেন না ৷এর বেশি তার নিজের চোখে দেখা কোনো প্রমাণ পায় না আমরা জ্ঞানগঞ্জ সম্বন্ধে৷ কিন্তু ওনার গুরুজি মানে বিশুদ্ধানন্দ সরস্বতী উনাকে অনেক কিছু অলৌকিক কান্ড ক্রিয়া-কলাপ দেখাতেন ৷
শ্রদ্ধেয় মহারাজ, আমার প্রনাম নেবেন... আমি পরম গুরু শ্রী পরমানন্দের শিষ্য... শ্রদ্ধেয় তৃষান মহারাজ আমার গুরুজী... আমি প্রফেসনালী একজন ক্রিয়েটিভ ডিকেকটর, বর্তমানে একটি বহুজাতীক আইটি সংস্থায় কর্মরত.. আর নেশায় আমি একজন খুব সামান্য পর্বতারোহী... পাহাড়ে ওঠা আমার নেশা.. অ্যাডভেঞ্চারের খোঁজে হিমালয়ের অজানা পথের কন্দরে কন্দরে ঘুরে বেড়াই.. আমি খুব ছোটো থেকেই হিমালয়ের জ্ঞানগঞ্জ নিয়ে বড়ই আগ্রহী... আরও অনেক তথ্য জানতে চাই আপনার কাছে... জানি এ আমার মতো পাপীর কম্ম নয় তবুও এ রহস্য পরখ করে দেখতে চাই... আমাকে কৃপা করুন... আমি আপনার সাথে দেখা করতে চাই, যদি কোনো ভাবে আপনার সাথে যোগাযোগ নম্বর বা কোনো ইমেল আইডি বা ঠিকানা দেন তো আমি অতি অবশ্যই আপনাকে একটি প্রনাম করতে আসতে চাই... আমার অনেক কিছু জানার বাকি রইলো... এইটুকু দয়া করলে বড়ই উপকৃত হবো... প্রনাম...
The whole world is being monitored by the respected and most revered Mahatma of Gyangunge till date.The head of the Siddhwa Pith Gyangunge is Mahatapababa whose age is almost 12000 years.The existence of Gyangunge was publically expressed from the writing of Mahamohopadhya respected Gopinath Kabirajji in his book "Gyangunge"He was the favourite deciple of Swami Vishuddhyananda Paramhangsadeb who normally known by the name as Gandhababa publically.A small village some 14 kilometers from Burdwan Station Bondul,the first ashram of Gandhababa is situated followed by an ashram at 22/C Maldahia at Kashi.Every year during Shivratri Mahatmas of Gyangunge used to offer pujas to Bondul's Baneswar Shiv upon their divine presence.It’s really amazing but true.
One day Indian people will uphold its spiritualism before the world, and they will inform the secret of Sound Divine (ওঁ) from which the Universe is born.
এতদিন ধরে এ বিষয়ে নানান ধরণের লেখা পড়ে একটা অনুসন্ধিৎসা জেগেছিল। আজ একটা মোটামুটি ধারণা য় পৌঁছলাম। বিশ্বাস করার মতো কোন আধার পাইনি, সম্ভব ও নয় জানি। এতো স্বল্প ক্ষমতায় তাকে বোঝা যায় না। তবুও একটা বোধ হলো।
মহারাজ প্রণাম নেবেন।আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি নেতাজী সুভাষ চন্দ্র বসু আজও জীবিত এবং জ্ঞানগঞ্জে অবস্থান করছেন।আপনিও কি সেটা মনে করেন?আপনার প্রতি অনুরোধ রইলো নেতাজী সম্মন্ধে যেন আরও আরও জানতে পারি।
এই ব্যাপারে অনেক কিছু জানা যাবে যদি ' তন্ত্রাভিলাষীর সাধুসঙ্গ ' বইটি পড়েন । খুব সম্ভব প্রমোদ কুমার গঙ্গোপাধ্যায় এর লেখা । সমস্ত ওনার নিজের অভিঙ্গতা । দুর্দান্ত লেখা ।
অপূর্ব। প্রসংশা করে ছোট না করব না। গোপীনাথ কবিরাজ দাদাজী মহারাজ বরদা চরণ মজুমদার রামঠাকুর এবংআরও অনেক মহাত্মার বর্ণনায় জানা যায়গজ্ঞের কথা। আপনি যথার্থ বর্ণনা করেছেন।
Gyanganj Originally 4th dimension place jekhana samoyer goti prithibir cheye druto chole. Theory of relativity kaj kore. Ram Thakur o Tailangaswami r sadhansthal eti.
জ্ঞানগঞ্জ সম্বন্ধে উত্তর কাশীর শিখর ধামের শঙ্কর মহারাজের কাছে অনেক অলৌকিক ঘটনা শুনেছি। মহাতপা ঋষি যিনি জ্ঞানগঞ্জের অধক্ষ্য তিনি নাকি সূক্ষ্ম শরীরে উত্তর কাশীর জ্ঞানজা গ্রামের এক গুহায় এখনও বিরাজমান গ্রামের লোক বলেন যে এখনও কোনও কোনও সময় গুহার ভেতর থেকে ওঙ্কার ধ্বনি শুনতে পাওয়া যায়। আমি সেই গুহায় গেছি।
প্রনাম খুবই সুন্দর আলোচনা, ডা. গোপীনাথ কবিরাজ এর রচনা থেকে এটার সমন্ধে পড়েছি, খুব আশ্চর্য এবং গুপ্ত । দয়া করে বরাদচরণ মজুমদার সমন্ধে তথ্য দিলে খুব উপকৃত হয়, অথবা কোনো বই থেকে উনার সম্পর্কে তথ্য পাওয়া যাবে জানালে খুব ভালো হয়।
@@debashisghosh6044 সেটা তিনিই যা নিশ্চয় করবেন। তাঁর ইচ্ছে হলে সকল হবে। আর কষ্টের কথা যদি বলেন, সে ত কেবল দেহের, আত্মার ত নয়। দেহ কি কষ্ট পাচ্ছে না এই জীবনমরন চক্রের আবর্তে?
Nomoskar... Balak Brahmachari ebong Netajir milito bortoman karjokolap niye kichu bolun....aagami te je moha kurukshetra hobe, setate to enara jothakrome Krishna ebong Arjun er role play korben.... Amr biswas thakur ebong netaji jyangong ei royeche....apni ektu alokpat korun...dhonnyobad🙏 Ram Narayan Ram