কথাগুলো সত্যিই... বাস্তব জীবনকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে হাস্যকৌতুকের সাথে বলা। প্রত্যেক বারই দাদা যখন ব্যাচেলর লাইফটাকে তুলে ধরে, প্রত্যকটা জোকসই ❤ এইখানে ধরে 😄
মৃন্ময় দা তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে, ভিডিওর একটা বিষয় নিয়ে বলি আমি গ্রামে থাকি ছোটবেলায় কতো ফাঁকা মাঠ পুকুর দেখেছি, এখন এতো ঘর-বাড়ি, দোকান হয়ে গেছে যে হাওয়া পর্যন্ত ঠিক করে বাড়িতে আসেনা, দুর্গাপুজোর সংখ্যাও অনেক কমে গেছে। সকলকে শারদীয়ার শুভেচ্ছা রইলো।
আমি আগে কখনো আপনার ভিডিও দেখি নি। দেখার সুযোগ ও হয়না খুব একটা। আজ দেখলাম। আপনার কথার মধ্যে কিছু খারাপ কথা থাকলেও আপনার কথা গুলো খুব বাস্তব। আগের পুজোর যে ব্যাখ্যা করলেন সবাই এর ক্ষেত্রে ঠিক না হলেও খুব বাস্তব। আপনাকে খুব সুন্দর লাগছে পাঞ্জাবিটা পরে। Background খুব সুন্দর। এগিয়ে যান। আলোচনার topic and explanations বেশ ভালো। ভালো থাকবেন।
দাদা তোমার ভিডিও দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। মনে হল যেন কিছুক্ষনের জন্য সেই আগের দিনে আবার ফিরে গিয়েছি। এতদিন তোমার ভিডিওর জন্য অপেক্ষা করেছিলাম। আরো বেশি বেশি ভিডিও বানাও। Thanks dada 👍👍 Big fan dada💓💓 Love you 😘
কোনো utuber- ই ছোটো বা বাজে না, সবাই ভালো, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এরা সবাই আমাদের কে খুব খুব হাসাই! তাই কারোর পক্ষ নেওয়া টা ঠিক না! আর হ্যাঁ 2টো utuber এর মধ্যে ঝগড়া হওয়া টা এক দিক থেকে ভালো, কারণ ঝগড়া হলে তারা একে অন্যের থেকে বেশি ভালো content তৈরি তে আগ্রহী হয়ে উঠবে। আর এতে তাদের উন্নতি তে সাহায্য হবে!
একদম ঠিক কথা। আমিও সেই 2000 দশকের ছেলে কিন্তু ভাবতে খারাপ লাগে যে আমাদের এই generation a আগে যে পুজোর আমেজ ছিল টা কিন্তু আজ আর নেই। কালের নীয়মে প্রতি বছর মা আসেন আবার চলেও যান, আর তার সাথে সাথে সেই আমাদের আগেকার পুজোর আনন্দ টা ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছে।
দাদা আমাদের বাংলাদেশের দুর্গাপূজা হয় আর এখন আমি সৌদি তে আছি যদি পুজোর সময় আমি দেশে আছি অবশ্য ভারতের দুর্গাপূজা দেখার জন্য যাব আর দাদা আপনাকেও বাংলাদেশের দুর্গাপূজা আসার জন্য নিমন্ত্রণ রইল