Тёмный

ঝড় যেমন ক'রে জানে অরণ্যকে- প্রেমেন্দ্র মিত্র | আবৃত্তিঃ নিত্যানন্দ | Jhor Jemon Kore Jane Aronyoke 

Nittya's Litculture
Подписаться 1,5 тыс.
Просмотров 39
50% 1

ঝড় যেমন করে জানে অরণ্যকে
তেমনি করে তোমায় আমি জানি,
দুরন্ত নদীর ধারা যেমন করে দেখে
আকাশের তারা
-সেই আমার দেখা।
স্থির আমি হই না
আমার জন্যে নয় প্রশান্তির পরিচয়।
কেমন করে আমি বোঝাই আমার ব্যাকুলতা!
বাতি দিয়ে কি হয় বিদ্যুতের ব্যাখ্যা?
সাগরের অর্থ মেলে সরোবরে?
একটা মানে আছে পালিত পশুর চোখে
আর একটা মানে বন্য শ্বাপদের বুকে;
বৃথাই দুইয়ের মাঝে মিল খোঁজা
আমি থাকি আমার উদ্দামতায়;
চেও না আমায় বশ করতে;
সহজ করতে।
কে জানে হয়তো আমার জানাই
সত্যকারের জানা।
দুলে না উঠলে বুঝি আকাশের
মানে হয় না,
পৃথিবীকে নাড়া দিয়ে সত্য করতে হয়
তুমি আমার আকাশ
-আমার দুরন্ত স্রোতে কম্পমান
তোমার পরিচয়!
তুমি আমার অরণ্য!
আমার ঝঞ্ঝাবেগের
প্রশ্রয় ও প্রতিবিম্ব।
-প্রেমেন্দ্র মিত্র

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Aaja Balam  pardeshi by Prabhati Mukherjee
6:55
Просмотров 50 тыс.