বিখ্যাত ঝালমুড়ি খেতে গিয়েছিলাম, আমরা কিছু ভোজনবিলাসী। কিন্তু প্রেজেন্টেশন আর স্বাদের মধ্যে পার্থক্য অনেক। সত্যি বললে, এখানে ঝাল মুড়ির কোনো স্বাদ পাই নাই।
এই লোক ত ঢাকাইয়া মনে হয়।এর ভাব বেশি।আর ট্যাক কথা বলে এই লোক কি ট্যাক দেয়।যতসব ফালতু কথা।আমি একজন আমদানি কারক আমাকে অগ্ৰিম 25 লক্ষ টাকা দিয়ে মাল আনতে হয়।তাই কথায় কথায় ট্যাক কথা না বলাই ভাল।