Тёмный

টবের গাছে থাই মিষ্টি আমড়া ফলানোর A-Z পরিচর্যা | Thai Hog Plum Cultivation A-Z Care|RAJ Gardens| 4K 

RAJ Gardens
Подписаться 294 тыс.
Просмотров 56 тыс.
50% 1

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 227   
@zaberahmad550
@zaberahmad550 Год назад
প্রমিত বাংলায় চমৎকার উপস্থাপনা। নেই শব্দ অপচয়। ধন্যবাদ। বাংলাদেশের নেত্রকোণা থেকে।
@ourfamily8100
@ourfamily8100 Год назад
Ei channel follow korle r kono baganider problem hobe na👍👍
@shahinakther5955
@shahinakther5955 Год назад
সত্যিই ভীষণ ভীষণ ভিডিও এর সব কিছু ভীষণ ভীষণ ভালো লেগেছে। সব সময় এই ধরনের লোভনীয় ভিডিও য়ের অপেক্ষায় থাকব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।🙏
@SohelRana-cm3mk
@SohelRana-cm3mk Год назад
আমার একটা আমড়া গাছ আছে। তিন মাস আগে ফলসহ কিনেছিলাম। এনে ফল গুলো ফেলে দিয়েছিলাম। তারপর অনেক গুলো ডাল বের হয়ে অনেক আমড়া এসেছে। এবার আমড়া গুলো রেখে দিয়েছি
@nemairoybanerjee6916
@nemairoybanerjee6916 Год назад
দাদা আপনার রাজ বাগানের আমি এক নিয়মিত দর্শক। খুব ভালো লাগে আপনার উপস্থাপনা। সব থেকে বড় কথা হল যে কোনো ফলগাছেই প্রচুর পরিমাণে ফল ধরে একথা অনস্বীকার্য। তবে সবগাছেই সাফল্য পাওয়ার জন্য বিশেষ করে সার দেওয়ার , গাছবিশেষে যদি একটু বলেন তবে আমরাও কিছু ফল পেতে পারি। খুব ভালো থাকবেন সকলে মিলে সদাই। 🙏
@rajgardens
@rajgardens Год назад
এটা আর অসম্ভব কিছু নয়। আমার ভিডিওগুলো ফলো করুন তাহলে সবকিছুই আপনার আইডিয়া হয়ে যাবে।
@AbdurRahman-vt1ky
@AbdurRahman-vt1ky Год назад
ঠিক বলেছেন দাদা নিজের গাছের ফল পাড়ার স্বাদই এবং আনন্দটাই আলাদা
@tanimasarkar2253
@tanimasarkar2253 Год назад
আপনার ভিডিও দেখে আমি আমার আমরা গাছকে ছোট টব থেকে বড় টবে লাগালাম অনেক ধন্যবাদ
@traditionwithchanchal8713
@traditionwithchanchal8713 Год назад
চমৎকার হয়েছে ভিডিও টা।
@kayDee_Infotenment
@kayDee_Infotenment Год назад
খুব সুন্দর।👏
@krishnadhar8892
@krishnadhar8892 Год назад
আমি এই ভিডিওটির অপেক্ষায় রইলাম ।
@পূজারসংসার
এটা আমার একটা অভ্যাস এ পরিনত হয়ে গেছে। গাছ কিনে এনে আগে আপনার চ্যানেল এ আসি।তারপর অন্যকাজ।ঠিক আজকেও একটা আমড়া গাছ এনে আগে এই ভিডিও টা দেখছি।
@rajgardens
@rajgardens Год назад
🙏🏼
@পূজারসংসার
@@rajgardens আপনার ফেজবুকে রিকুয়েষ্ট দিয়েছি।দয়া করে এক্সেপ্ট করুন
@kalki_yt_1
@kalki_yt_1 Год назад
ভিডিও টা খুব ভালো লাগলো
@padmaray5031
@padmaray5031 Год назад
Asadharan presentation.
@nabilhasan6962
@nabilhasan6962 22 дня назад
খুব সুন্দর,আমার বাগান ঘুরে যাবেন
@sohagsarkar7990
@sohagsarkar7990 Год назад
দাদা আপনার একটি ভিডিও আমি চল্লিশ পঞ্চাশ বার দেখেছি সেটা হলো গাছ এনে সাথে সাথে না লাগানো। তাই একটি আমরা গাছ এনে বড় পেকেট তাই তিন মাসের বেশি দিন হবে একি ভাবে রেখে দিয়েছি। তাতেই বাঁদর ঝুলানো ভাবে আমরা ধরে আছে। আপনার জন্য আর্শিবাদ রইলো সুস্থ থাকুন ভালো থাকুন, ধন্যবাদ। ❤️❤️ ইঞ্জিনিয়ার,, এম সোহাগ সরকার।
@rajgardens
@rajgardens Год назад
গাছটিকে এবার রিপট করে দিন। আরো বেশি ফলন পাবেন
@anuradhaghosh8116
@anuradhaghosh8116 Год назад
সরকারের উচিত হবে আপনাকে কৃষি বিদ হিসাবে কাজ দেওয়া। আমরাও খুব আনন্দ পেয়েছি। নমস্কার।
@rajgardens
@rajgardens Год назад
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু মুশকিল হল আপনি তো বুঝতে পারছেন সরকার বুঝতে পারছে না।😄
@MdShihab-jr1rc
@MdShihab-jr1rc 3 месяца назад
Onek vlo laglo dada tai subescribe kore nilum
@rajgardens
@rajgardens 3 месяца назад
🙏
@BeautyKitchenTipsWithTina
@BeautyKitchenTipsWithTina Месяц назад
দাদা আমার আমড়া গাছের নতুন পাতা কুঁকড়ে যাচ্ছে ও ঝরে পড়ছে, পাতায় পোকার ডিম দেখতে, মনে হচ্ছে সাদা মাছি, এখন কি করবো দাদা 😭
@rajgardens
@rajgardens Месяц назад
পাতা কুঁকড়ে গেছে সাধারণত পোকামাকড়ের আক্রমণ লেগে। তাই মাঝে মধ্যে কীটনাশক স্প্রে করে রাখবেন। আর বর্ষার সময় আমড়া গাছের পাতা একটু বেশি ঝরে যায় এটা কোন সমস্যা নয়।
@pabitramukherjee2187
@pabitramukherjee2187 Год назад
Age 2yr gache ful asche na ki korbo
@sushovan.biswas
@sushovan.biswas Год назад
Kaku... Jader chad bagan a besi jayga nei... tader jonno akta boro gach er pot change na kore ki vabe abar sei pot aii gach take bosate hy... tar upor akta video banao please...
@gopalsutradhar9142
@gopalsutradhar9142 Год назад
এবারের কুল গাছের ফলসহ ভিডিও চাই দাদা।
@rajgardens
@rajgardens Год назад
কুল গাছের পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে।
@biplabshyamali8043
@biplabshyamali8043 Год назад
খুব সুন্দর
@salehabegum9949
@salehabegum9949 Год назад
শুভ সন্ধ্যা, আপনার ভাগ্য অসাধারণ ভাল; তা না হলে আমাদের হাতে কোন ভাবেই এত বেশি ফল তো দূরের কথা, ফল ধরেই না। শুধু বৃথাই ওদের রূপ চর্চা করেই চলেছি বাবা। anyway দুধের সাধ, ঘোলে মেঠানো হলো , আপনার ফল গুলো দেখে, এই আর কি ! (মাশাআল্লাহ)। ভাল থাকবেন অনন্তকাল 🤲🙏🏼🇧🇩।
@rajgardens
@rajgardens Год назад
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও গুলো দেখে পরিচর্যা করুন। দুধের স্বাদ আর ঘোলে মেটানোতে হবে না। খাঁটি দুধই খেতে পারবেন।
@salehabegum9949
@salehabegum9949 Год назад
@@rajgardensHi baba! Good afternoon , thank you somuch for reply & god bless you too ❤🤲🙏🏼 .
@salehabegum9949
@salehabegum9949 Год назад
@@rajgardensHi baba, again i say *good afternoon* এবং আপনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আপনি লিখেছেন: *দুধের স্বাদ আর ঘোলা মেটাতে হবে না*। এবার বুঝুন , আপনি ধন্যবাদ পাওয়ার দাবীদার কি-না ? বড় ধরনের একটা ভুল অজান্তেই হয়ে গেছে বাবা! ভাগ্যিস কেউ দেখেনি; আপনিও ignore করেছেন! সাধারণত এত্ত বড় ভুলটা হওয়ার কথা না, এগুলো ত প্রাইমারীতে-ই শিখেছিলাম, তেষট্টি বছর আগে (মাহিম পণ্ডিতের বিদ্যালয়ে)। তা ছাড়া আমরা বাল্য শিক্ষা পড়া শিক্ষার্থী, আমাদের এধরনের ভুল করা লজ্জা জনক🙄 so, I feeling shy😛🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@salehabegum9949
@salehabegum9949 Год назад
@@rajgardens সম্ভবত আমড়া গাছটা পাওয়ার সাধ জেগেছিল মগজে! আর তাই "স্বাদ" এর বদলে "সাধ" টাইপ করে দিয়েছি🤣🙏🏼।
@sovanbiswas9344
@sovanbiswas9344 Год назад
দাদা আমি কিছুদিন আগে 2তো থাই আমরা গাছ লাগিয়েছি । সমস্যা হলো আমার গাছে এখন নতুন ফুল ও ফল হয়েছে ফল গুলো খুব ছোট সেগুলো কী কেটে দেবো নাকি থাকবে প্লিজ জানাবেন।
@aurinsgallery
@aurinsgallery Год назад
আংকেল আমি বাংলাদেশ থেকে বলছি।আমার ছাদে এরকম বারোমাসি আমড়া গাছ আছে।সারাবছরই ফুল ফলে আসছে।তবে সাইজ অনেক ছোট।।এখন সমাধান কী??গাছ কী নকল নাকি??
@AbdunNur-u9w
@AbdunNur-u9w Год назад
Awesome presentation !
@Sবাগান
@Sবাগান Год назад
কাটিঙ্গ থেকে চারা কোরলে টবে আমড়া হবে
@rajgardens
@rajgardens Год назад
হ্যাঁ
@chinmoygupta6225
@chinmoygupta6225 Год назад
দারুণ ভিডিও দাদা. দাদা এখন কি পেয়ারা গাছের রিপোর্ট করা যাবে
@rajgardens
@rajgardens Год назад
যদিও এখন পটিং এর সময় নয় তবু খুব প্রয়োজন হলে করে দিতে পারেন। তবে রুট প্রুন বেশি করবেন না।
@chandanpanda8951
@chandanpanda8951 Год назад
আমি টবে(15")একটি গাছ বসিয়েছি এই বর্ষায়, এর প্রথম কুড়ি বা ফল এলে কি কেটে ফেলে দেব? গাছটির হাইট মোটামুটি দুই ফুট থাই ভ্যারাইটি কলমের চারা !
@MrSK458
@MrSK458 Год назад
Dada amar same ekta amra gach ache but amra guli misti hoy na ki kore misti korbo jodi bolen khub valo hoto
@sahidayasminrita3260
@sahidayasminrita3260 Год назад
lovely and teasty.
@cutegirlmadhu4754
@cutegirlmadhu4754 Год назад
Daada Happy New Year Ami Apnar Subscriber Ami 10 Din Agee Ekta Thai Misti Amra Kinechi Jeta 8 Inch Grow Bag Ee Ache Eta Ki Ekhon Boro Tub Ee Repot Korte Paari.... Aj 5th Jan 23 Plz Ektu Janaben Thank U
@rajgardens
@rajgardens Год назад
এখন যে অবস্থায় আছে সেই ভাবেই থাকুক। ঠান্ডা একটু কমলে তখন আট দশ ইঞ্চি মাটির টবে রিপট করে দেবেন।
@nityakirtania6461
@nityakirtania6461 Год назад
দাদা আমার আমরা গাছটির বয়স একবছর ১০"টবে আছে ,গাছে কিছু ফল আছে কিন্তু সেই ফলগুলি বড় হচ্ছে না।কি করলে ফলগুলি বড় হবে।
@rajgardens
@rajgardens Год назад
আমড়া গাছের গ্রোথ শীতের সময় একেবারেই থাকে না সেইসাথে ফলেরও তাই বলবো, গাছ থেকে ফলগুলো তুলে নিন এবং ডালগুলো কিছুটা ছেঁটে দিন। গাছের গ্রোথ কিংবা ফলের গ্রোথ নিয়ে আজকের ভিডিও পেয়ে যাবেন সেটি একবার দেখে নিতে পারেন।
@nayansk6773
@nayansk6773 Год назад
Onek gach piyara kamranga kotbel dalim r o onek gach jomite lagiyechi kono gache fol ful aschena na kichu ekta upai bolun please 🙏🙏🙏
@debarshimodak6819
@debarshimodak6819 Год назад
chara kon nursery thake pabo bolben , thai varity fruit plant bollai nursery ra jaa dam bole tate kinte para jay naa, ar ami amon jay ga te thaki jekhan thake gach kinte gele gari bhara pore 100 taka , tai jodi bolen , taa hole upokito hoy, nomoskar
@rajgardens
@rajgardens Год назад
ভালো ভ্যারাইটির গাছ নিতে গেলে নার্সারিতে যেতে হবে এবং নিজে পছন্দ করে গাছ নেবেন। তার জন্য তো একটু খরচ করতে হবে। মুচিশা, চাকলা এই জায়গাগুলোতে প্রচুর নার্সারি রয়েছে ওখান থেকে গাছ কালেক্ট করতে পারেন।
@amiyamondal5108
@amiyamondal5108 Год назад
Dada lichu gachar pata pura jaia nia akta video banaban??
@rajgardens
@rajgardens Год назад
গাছটির ছবি তুলে পাঠান আমার ফেসবুক পেজে।
@chandansamanta12
@chandansamanta12 Год назад
Nice 😱😱😱দেখেই খাওয়া অর্ধেক হয় গেছে, দাদা টাটা blitox fungicide সব গাছেই কি দেওয়া যেতে পারে? আমার দুটো গাছ কিছুদিন আগে একটা আম গাছ ( গাছটি মাটিতে ছিল)দেওয়া পর যেন পাতা ঝলসে গেল সেটাতে অবশ্য প্রফেক্স সুপার mixed করেছিলাম, কিন্তু আগামী কয়েকদিন আগে একটা পেয়ারা গাছে সহ আম ও জামরুল গাছে ( এগুলো টবে) দিলাম শুধু fungicide এক্ষেত্রে পেয়ারা গাছটি দেখছি পাতা গুলো নুয়ে পড়েছে o ঝলসে যাচ্ছে মনে হচ্ছে, আপনার পরামর্শ চাইছি।
@rajgardens
@rajgardens Год назад
গাছটির ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করুন।
@greennature7096
@greennature7096 Год назад
Amr amra gacha sb ful jhora jaccha...1 ta 2 to fop set hoccha
@greennature7096
@greennature7096 Год назад
Akon repot kra jba ?amra gacha ful dhora acha
@ranjitbag7841
@ranjitbag7841 Год назад
Winter flower er upor vdo din
@rajgardens
@rajgardens Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xcLls6OD0Z4.html
@rajgardens
@rajgardens Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mV57eEOn-YY.html
@alamgirislam7950
@alamgirislam7950 Год назад
কাল একটা বিলাতি আমড়ার চারা কিনলাম কিন্তু বাড়িতে এসে লক্ষ্য করলাম চারটার কাণ্ডে কলম বা গ্রাফটিং এর কোন চিহ্ন নেই। বুঝতে পারছি না এটা এটা বীজ থেকে না ডাল থেকে চারা তৈরি হয়েছে। বীজ থেকে বা ডাল থেকে তৈরি চারা কি টবে লাগিয়ে ফল পাওয়া যাবে? আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।
@rajgardens
@rajgardens Год назад
বীজ থেকে গাছ হলে সেই গাছে ফল আসতে বেশ কয়েক বছর সময় লেগে যায়। বিশেষ করে টবের গাছের । আপনি যে গাছটা এনেছেন ওটা কলমেরই হবে। কলম কাটার পর ওটা মাটির ভেতরে থেকে যায় তাই বাইরে থেকে ঠিক বোঝা যায় না। দেখুন ১-২ বছর অপেক্ষা করে। ভিডিওতে যেভাবে পরিচর্যার কথা বলেছি সেইভাবে করুন আশা করি এইবারেই ফুল চলে আসবে।
@traditionwithchanchal8713
@traditionwithchanchal8713 Год назад
দাদা আমি বাংলাদশে থেকে, ফল ধরলে যে গাছে খাবার দেয়া হয় সেই খাবারে নাইট্রোজেন খাবার একটু বেশি থাকলে কি গাছ ফল ঝড়িয়ে দেয়? যেমন আপনার মিশ্র সারের কামাল, ভিডিও দেখে আমি সেই ভাবেই বানিয়েছি ২০ কেজি। যে কোনো ফল মার্বেল সাইজ হলে তো গাছে খাবার দিতে হয়, তখন এই সার দিলে হবে?নাকি কম্পোস সার একটু কমিয়ে দিতে হবে?
@rajgardens
@rajgardens Год назад
হ্যাঁ। ভিডিওতে যে মিশ্র সার দেখানো হয়েছে সেটা প্রয়োগ করলে তাতে কিছু সমস্যা নেই।
@traditionwithchanchal8713
@traditionwithchanchal8713 Год назад
@@rajgardens অনেক ধন্যবাদ দাদা।
@taposray9041
@taposray9041 2 месяца назад
Dada amr akta baromasi amra gach ace Tober modhe lagano ... Sara boro mokul r fol thake ... Kintu gach ta besi boro na .... Gach ta boro korar jonno ki kora jete pare
@rajgardens
@rajgardens 2 месяца назад
গাছের ছবি তুলে রাজ গার্ডেন্স ফেসবুক পেজে পোস্ট করুন।
@srianimeshkhanra4196
@srianimeshkhanra4196 Год назад
দাদা , আপনি কুরিয়ার করে এই জাতের আমড়া গাছের চারা পাঠাতে পারবেন ? খুব উপকার হতো তাহলে ।
@rajgardens
@rajgardens Год назад
আমার কাছে এর চারা নেই।
@asmadilafroz6735
@asmadilafroz6735 Год назад
Mashallah
@rs9283
@rs9283 Год назад
কোনটা খেতে ভালো- আমাদের দেশী টক্ আমরা না এই মিষ্টি আমরা?
@saikatmondal1322
@saikatmondal1322 Год назад
বারোমাসি মিষ্টি আমড়া গাছের রি-পটিং কোন মাসে করবো? রি-পটিং এর সময় গাছের বাউন্ড হয়ে যাওয়া শিকড় কাটা যাবে কী?
@rajgardens
@rajgardens Год назад
এখন করতে পারেন না হলে বর্ষার শুরুতে। শিকড় ছাঁটাই করলে জল দেয়ার ব্যাপারে খুব সতর্ক থাকবেন।
@ashiquemahmud5744
@ashiquemahmud5744 Год назад
নূতন চারা গাছ কিনে এনে কত ইঞ্চির তবে রোপন করা যাবে ,কত দিন পর রিপট করতে হবে এই সংক্রান্ত তথ্য দিয়ে আমাকে একটু সাহায্য করলে খুবই উপকৃত হতাম।
@rajgardens
@rajgardens Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Jl68OZLYo1A.html
@nadirabashar7919
@nadirabashar7919 Месяц назад
ভাইয়া আমড়া গাছে কি সাকার ডাল আছে???
@rajgardens
@rajgardens Месяц назад
না
@nadirabashar7919
@nadirabashar7919 Месяц назад
@@rajgardens ধন্যবাদ ভাইয়া আপনাকে। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@shuvankarchakraborty512
@shuvankarchakraborty512 Год назад
Dada fruit plant's akhon ki porichorja korbo?
@jonydas178
@jonydas178 Год назад
দাদা আমি বাংলা দেশ থেকে বোলসি, সাদ বাগানে জন্য, কোন মাল্টা গাছ ভালো হবে, একটু জানাবেন। ধন্যবাদ।
@rajgardens
@rajgardens Год назад
প্রায় সব ধরনের মালটাই ভালো হয় ছাদ বাগানে। রিসেন্ট বাড়ি ওয়ান মালটা নিয়ে আমার চ্যানেলের ভিডিও পোস্ট হয়েছে একবার দেখে নিতে পারেন।
@NajmunnaharNajmu
@NajmunnaharNajmu 4 месяца назад
দাদা আমার আমরা গাছে ফুল ও কিছু কিছু দানা বেঁধেছে এখন জৈব সার হিসেবে কি হারের গুড়া,শিংকুচি,ভার্মিকমপোসট, কোকোপিট,এগুলো দিবো আর এখন কি গাছে ইমিটাফ ও ভারটিমেক স্প্রে করা যাবে?
@rajgardens
@rajgardens 4 месяца назад
গাছের গোড়ায় খাবার দেওয়া যাবে এবং স্প্রেও করা যাবে। তবে স্প্রের ক্ষেত্রে খুব সকালের দিকে অথবা বিকেলের পরে করবেন।
@NajmunnaharNajmu
@NajmunnaharNajmu 4 месяца назад
ধন্যবাদ দাদা
@ritaghosh9711
@ritaghosh9711 Год назад
দাদাভাই আমার আমড়া গাছ টা ৫ মাস বয়স। খুব ছোট এবেছিলাম। এখন ওতে কয়েকটা ফুল থেকে ফলে পরিণত হয়েছে। এখন কি এগুলো থাকবে? আর কি গাছে দেবো। 🙏❤️
@rajgardens
@rajgardens Год назад
যদি সিঙ্গেল ডালের হয় তাহলে ডালটি ছেঁটে দিন আর তা যদি না হয় তাহলে ফুলগুলো আর কাটার দরকার নেই। ওভাবেই থাকবে। গাছের গোড়ায় খাবার একবার প্রয়োগ করে দিন।
@GourangaUtthasini-g6z
@GourangaUtthasini-g6z 5 месяцев назад
আমিও থাই আলটাইম আমড়া গাছ একটি লাগিয়েছিলাম গত বছর বর্ষার আগে, ফল অনেকগুলো হয়েছিল সবগুলো তুলে নেওয়ার পর আবার নতুন করে ফুল এসেছে, কিন্তূ গাছটা ভালো বেড়ে উঠছে না, মিশ্র সার দেওয়া হয়েছে, তাই এখন কি করনীয় যদি জানাতেন।
@rajgardens
@rajgardens 5 месяцев назад
১২ ইঞ্চি টব হলে দশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং ৫ গ্রাম পটাশিয়াম সালফেট মাটিতে মিশিয়ে দিন।
@asitmondal1884
@asitmondal1884 Год назад
Dada amar kul ga6er sob kul holud hoye ja6e ami akon ki korle valo hobe bole valo hoy🙏🙏🙏
@rajgardens
@rajgardens Год назад
আমার চ্যানেলে এই বিষয়ের উপর ভিডিও রয়েছে একবার দেখে নিন।
@sanjibsaha985
@sanjibsaha985 Год назад
দাদা আমড়া গাছের ফলন অনেক হচ্ছে। কিন্তু থোকা থেকে কিছু কিছু ফল ঝড়ে যাচ্ছে। কীভাবে সমাধান পাবো জানালে উপকৃত হবো
@rajgardens
@rajgardens Год назад
গাছের গোড়ায় একটু খাবার দিন সেই সঙ্গে ফাংগিসাইড স্প্রে করুন।
@ourfamily8100
@ourfamily8100 Год назад
ei ekta channel jekhane kono business hoe na sudhu sikha newa jae r raj babu sob question er answer diye den ... sudhu apnar ph no ta pele aro khushi hotam 😀😀
@rajgardens
@rajgardens Год назад
সরি, আপনাকে ফোন নাম্বারটা দিতে পারছি না। কিছু সমস্যা হলে এইখানে কমেন্ট করুন অথবা আমায় ফেসবুক পেজে ছবি পাঠিয়ে সমস্যার কথা লিখুন আমি ঠিক সময় করে উত্তর দিয়ে দেব। আর একান্তই যদি আমার সাথে কথা বলতে চান তাহলে আমার ফেসবুক পেজে আপনার ফোন নাম্বারটা লিখে দেবেন আমি সময় করে কল ব্যাক করে নবো।
@ourfamily8100
@ourfamily8100 Год назад
Thank you so much 🙏
@shabuddin1615
@shabuddin1615 17 дней назад
Thanks
@inulhaque9932
@inulhaque9932 Месяц назад
Dada ekta aamra gachh bosiyeci Derbachor hoye gelo kintu kno ful ba fol asce na ki korbo?
@rajgardens
@rajgardens Месяц назад
গাছটি বীজের নয়তো? না হলে তো এতদিনে ফল এসে যাওয়ার কথা। একটা কাজ করুন মিডিয়াম ভাবে ডালগুলো প্রুণ করে দিন। সেই সঙ্গে মাটিতে পটাশিয়াম যুক্ত খাবার প্রয়োগ করুন এবং গাছে স্প্রে করুন যেকোনো একটি পিজিআর।
@shibusutradhar8838
@shibusutradhar8838 Год назад
চারা কিনা টা মুশকিল ২বার কিনলাম ঠাকলাম। আপনার চারা টা কোন নার্সারী থেকে
@rajgardens
@rajgardens Год назад
রাস্তার দোকান থেকেই কেনা।
@KhanMohon-s3j
@KhanMohon-s3j 6 месяцев назад
ভাইজান এখন মার্চ মাস আমার ১২ মাসী আমড়া গাছে আগের কিছু ছোট আমরা রয়ে গেছে এই অবস্থায় দুই একটা ডালে আবার নতুন করে পা পাতা গজিয়ে মুকুল এসেছে। এখন আগের আমরা গুলা কি আমাকে ছেড়ে দিতে হবে একটু জানাবেন
@KhanMohon-s3j
@KhanMohon-s3j 6 месяцев назад
আগের আমরা গুলা কি আমাকে হারভেস্ট করতে হবে
@rajgardens
@rajgardens 6 месяцев назад
হ্যাঁ, ফলগুলো তুলে ডালগুলো হালকাভাবে প্রুন করে দিয়ে গাছের গোড়ায় মিশ্র খাবার প্রয়োগ করে দেবেন।
@anirbanroychowdhury1363
@anirbanroychowdhury1363 5 месяцев назад
Dada amar amra gachhe ei muhurte (mane aj 4th april ,2024 ) kono pata nei. Baro amra gulo nniye nebar por besh kichhu chhoto chhoto amra royechhe. Chhoto folgulo holud hote suru korechhe. Matite mishro sar diyechhi. Kintu kono notun pata berhochhe na. Pata na thakate ei garome beshi jol dite parchhi na. Ki korle abar gachhe pata ashbe janaben? Gachhtake ki semi shade e rakhbo? Please help!!!!!🙏
@r.i.tonmoy7531
@r.i.tonmoy7531 5 месяцев назад
দাদা, আমি একটি থাই আমড়া গাছ গত এক সপ্তাহ আগে কিনে এনে সেমি শেডে রেখেছিলাম। কিন্ত আজ ৭ দিন পর দেখছি যে গাছের পাতার মাথার দিকে শুকিয়ে গেছে, সবুজ পাতাই পুড়ে শুকিয়ে যাচ্ছে। কি করবো? পটিং করার পর কি ছায়ায় রাখবো?
@rajgardens
@rajgardens 5 месяцев назад
হ্যাঁ পটিং করার পরে ছায়ায় রাখতে হবে। মাটিতে পর্যাপ্ত জল দেবেন যাতে কোনভাবেই মাটি শুকিয়ে না যায়।
@shabuddin1615
@shabuddin1615 17 дней назад
❤❤❤❤❤
@krishnadhar8892
@krishnadhar8892 Год назад
নমস্কার দাদা । আমড়া গাছে কি কখনো খোল জলের দরকার নেই । বছরে চারবার মিশ্র সার ব্যবহার করলেই হবে । আমার গাছটি 20 লিটার জলের জারে আছে এই গাছে কতটা সার ব্যবহার করতে হবে আর এই গাছ রিপট এর সঠিক সময় কখন একটু বলবেন ।
@rajgardens
@rajgardens Год назад
শীতের সময় গাছের গোড়ায় কিছু দেয়ার দরকার নেই। গরম পড়তে শুরু করলেই গাছে নতুন নতুন কুড়ি আসবে এবং ফলও ধরবে। যেহেতু এটি সারা বছরই ফল থাকে তাই বর্ষার শুরুতে একবার রিপট করে দিতে পারেন।
@krishnadhar8892
@krishnadhar8892 Год назад
Thanks u
@chandankumardas9188
@chandankumardas9188 Год назад
দাদা আমি এখন 12 মাসি থাই আমরা লাগা চাই কোনো অসুবিধা হবে একটু বলবেন দযা কোরে 👏
@rajgardens
@rajgardens Год назад
লাগাতে পারেন, কোনও অসুবিধা নেই।
@traditionwithchanchal8713
@traditionwithchanchal8713 Год назад
দাদা আমি বাংলাদেশ থেকে, আমার ছাদবাগানের আমড়া গুলো কিছুতেই বড় হচ্ছেনা, কি করা যায় একটু পরামর্শ দিয়েন প্লিজ।
@rajgardens
@rajgardens Год назад
শীতের সময় এদের গ্রোথ ভালো হয় না তাই ফলগুলো তুলে নিন। শীত কেটে গেলেই নতুন পাতা সহ কুড়ি এসে যাবে।
@traditionwithchanchal8713
@traditionwithchanchal8713 Год назад
@@rajgardens অসংখ্য ধন্যবাদ দাদা।
@rafiqueuddinshoaib2370
@rafiqueuddinshoaib2370 11 месяцев назад
Amra gacher modde poka BA Kida asle ki madicine bebohar korbo janaben pls.ami Bangladesh barir chad a gach lagaichy
@rajgardens
@rajgardens 11 месяцев назад
সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন।
@aishasinthia5787
@aishasinthia5787 Год назад
আমড়া বড় হতে কতদিন সময় লাগে
@riyajsk5232
@riyajsk5232 Год назад
দাদা বলছি আমি ওয়েস্ট ডিকমপজার 1 লিটার রেখেছিলাম তাতে 15 লিটার গুরু জল দিয়েছিলাম এক দিনের মধ্যে কালার হলুদ এবং কটকট গন্ধ বেরছে এটা কী দুই এক দিনের মধ্যে ব্যবহার করা যাবে।
@rajgardens
@rajgardens Год назад
সলিউশনটা ঠিক মতন তৈরি হলো না। এটার মধ্যে এখন চার পাঁচ গুণ জল মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন।
@sukalyanroy2597
@sukalyanroy2597 Год назад
dada amra gacher sob pata jhore gie sudhu dal ta ache , kono somossha?
@rajgardens
@rajgardens Год назад
শীতের জন্যই হয় এটা। এই সময় এরা ডার্মেন্সি তে থাকে। খাবার দাবার প্রয়োগ করার দরকার নেই। শুধু জল দেবেন তাও খুব সামান্য।
@mdnazmul706
@mdnazmul706 Год назад
আমড়া বীজ থেকে কি ভাবে চারা তৈরি করব তা ভিডিও দেন?
@rajgardens
@rajgardens Год назад
বীজ থেকে চারা গাছ করার কোন প্রয়োজন নেই তাতে ফুল ফল আসতে বহু বছর সময় লেগে যায়। বিশেষ করে টবের গাছে। তার চেয়ে বরং খুব কম দামেই গ্রাফটেড অথবা কলমের চারা পেয়ে যাবেন এমনকি তাতে বছরখানেকের মধ্যেই ফুল এসে যাবে।
@mdnazmul706
@mdnazmul706 Год назад
@@rajgardens নিজে কলম করা জন্য বীজের চারা প্রয়োজন জন্য যা আমরা নার্সারি পাওয়া যায় না তাই বলমাল বীজ থেকে চারা তৈরি করব কিভাবে তার ভিডিও দেন। আমাদের দেশের চারা দাম অনেক বেশি আর ভালো মানের বা উন্নয়ন চারা পাওয়া যায় না। আপনার একটা গাছ আছে তা থেকে সায়ন নিয়ে কলম করা যাবে কিন্তু স্টক চারা তো নাই তা হলে কেমনে কি।
@anupamsworld2006
@anupamsworld2006 Год назад
aamar barite thai aam gach aache. 3 yr er old. lst 4/5 mas valo growth hochche. fal pete hole ki ki debo
@rajgardens
@rajgardens Год назад
এখন কিছু সার প্রয়োগ করার দরকার নেই। শীতের পর যখন নতুন পাতা আসবে তখন ফুল ফল আসতে শুরু করবে। তখন থেকে খাবার প্রয়োগ করবেন।
@shuvankarchakraborty512
@shuvankarchakraborty512 Год назад
Dada chary plant ar akhon ki korbo?
@santoshbaidya2647
@santoshbaidya2647 5 месяцев назад
নমস্কার দাদা আমাকে একটু উপকার করবেন আমার একটা বিলাতি আমরা গাছ অনেক লম্বা হয়ে যাচ্ছে ফুল ফল কিছুই আসছে না কি উপায় আছে একটু জানাবেন । আমড়া গাছের বয়স প্রায় এক বছর দু মাস ।🙏
@rajgardens
@rajgardens 5 месяцев назад
বর্ষা শুরু হলে গোড়া থেকে এক- দু ফুট উপর থেকে ডালটি কেটে দেবেন, ঝোপালো হবে। আরেকটু বয়স হোক ফুল ফল এসে যাবে।
@santoshbaidya2647
@santoshbaidya2647 5 месяцев назад
ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ,
@sanjitmondal6550
@sanjitmondal6550 Год назад
দাদা আমার দেড় বছরের একটি থাই বারোমাসি আমড়া গাছ আছে।এখনও কোন ফুল ফল আসছেনা। কী করব?12"টবে আছে।
@rajgardens
@rajgardens Год назад
গাছের ডালপালার কিছুটা ছেঁটে দিন। এই সময় ফুল আসে না শীতের পর যখন গরম পড়তে শুরু করবে তখনই ফুল আসবে। এর মধ্যে যদি খাবার প্রয়োগ না করে থাকেন এখন একবার দিয়ে দিন।
@NajmunnaharNajmu
@NajmunnaharNajmu 5 месяцев назад
দাদা কুরি আসলে কি কি জৈব সার দিব
@sanjue7556
@sanjue7556 Год назад
Seed theke boro howa gach a koto din ar moddhy fol pawa jay?
@rajgardens
@rajgardens Год назад
৫-৬ বছরের বেশি সময় লেগে যায়।
@krishnadhar8892
@krishnadhar8892 Год назад
নমস্কার দাদা ।আমার আমড়া গাছের বয়স সাড়ে তিন মাস। আমার গাছটি লম্বায় প্রায় পাঁচ ফুটের বেশি ।গাছ টি লম্বায় বড় হচ্ছে কিন্তু কোনো শাখা প্রশাখা হচ্ছে না , কোন কুরি হচ্ছে না । এমতাবস্থায় আমার কি করণীয় একটু বলবেন please. আমি ভীষণ confused.
@anupmanna3662
@anupmanna3662 Год назад
প্রুনিং করে দিন।
@airwater8814
@airwater8814 Год назад
Apnar gacher nitrogen er dose proyojon chara besi hoye gache......
@rajgardens
@rajgardens Год назад
গাছটি গোড়া থেকে দু ফুট রেখে বাকিটা কেটে ফেলে দিন নতুন শাখা প্রশাখা বেরোলে তাতে ফুল আসবে। এখন একবার গোড়ায় খাবার দিন।
@MdJahed-ke1gf
@MdJahed-ke1gf Год назад
বেলি ফুল রিপোর্ট করা যাবে এখন???
@rajgardens
@rajgardens Год назад
এখন দরকার নেই। শীতের শেষের দিকে রিপট করে দেবেন।
@MdDipo-o1m
@MdDipo-o1m Год назад
গাছে বয়স কত বছর হলে ফল নেওয়া উচিত ? দয়া করে জানাবেন।
@rajgardens
@rajgardens Год назад
কম করে দেড় বছর।
@DollyAlam-df8nx
@DollyAlam-df8nx Год назад
দাদা আমি বাংলাদেশ থেকে বলছি,আমি ২ মাস হয় একটা আমর গাছ লাগিয়েছি,ছোট অবস্থা ফুল ও ফল আসছে এখন কি আমি সে ফল রাখবো না কেটে ফেলবো
@rajgardens
@rajgardens Год назад
মুকুল কেটে ফেলে দিন। আগে গাছ বড় করুন তারপর ফল নেবেন।
@DollyAlam-df8nx
@DollyAlam-df8nx Год назад
@@rajgardens ধন্যবাদ
@sadmansakib6540
@sadmansakib6540 Год назад
Sir amr amra gas tar pata kmn jeno pure jacce ekhn ki kerbo .gase amra ase koi ta
@rajgardens
@rajgardens Год назад
Facebook পেজে ছবি পাঠান।
@khaledaakter511
@khaledaakter511 Год назад
আমার গাছটা দুই ফুট ফল এসেছে কিন্তু বারছে না। ছয় মাস হলো কিনে এনেছি। কি করবো
@rajgardens
@rajgardens Год назад
এখন ঠান্ডা প্রায় পড়তে শুরু করেছে আমড়া বড় হওয়ার সময় নই ফলগুলো তুলে নিয়ে ডালটা অল্প করে কেটে দিন।
@ksmariners6187
@ksmariners6187 Год назад
দাদা আমরা গাছ বড়ো হয়েছে কিন্তু ফুল ফল আসছে না। কি করবো?
@rajgardens
@rajgardens Год назад
ডাল যদি বেশ লম্বা হয়ে যায় দুই ফুট রেখে বাকিটা কেটে ফেলুন।
@uttamdas47
@uttamdas47 Год назад
আমরা গাছে কি দিলে আমরা বড়ো হবে
@shibamchatterjee8821
@shibamchatterjee8821 Год назад
শীতের সবজি কখন লাগাবো দাদা
@rajgardens
@rajgardens Год назад
এখনই
@shibamchatterjee8821
@shibamchatterjee8821 Год назад
@@rajgardens ধন্যবাদ দাদা
@rajessk8226
@rajessk8226 4 дня назад
Kaka kon jater malberi besi valo
@rajgardens
@rajgardens 4 дня назад
শর্ট ভ্যারাইটি।
@shahinakther5955
@shahinakther5955 Год назад
সত্যিই মিষ্টি হবে তো? তাহলে তো আপনার এই ভিডিওটি খুবই তাড়াতাড়ি দেখতে হয়।কখন দিবেন? রাত্রের মধ্যে ভিডিওটি তাড়াতাড়ি দিয়ে দিন না হলে তো আমার ঘুমই হবে না। ভিডিওটির অপেক্ষায় সারারাত জেগে থাকবো । এই ভিডিওটির জন্য অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভালো থাকবেন।
@rajgardens
@rajgardens Год назад
সত্যিই মিষ্টি হবে! সকালে ভিডিওটি দেখুন, ভাল লাগবে।
@shahinakther5955
@shahinakther5955 Год назад
@@rajgardens বেঁচে যদি থাকি অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখব ইনশাআল্লাহ।
@samirroychowdhury1960
@samirroychowdhury1960 8 месяцев назад
Any time we can potting the thai mishty amra
@rajgardens
@rajgardens 8 месяцев назад
নতুন গাছ হলে বসাতে পারেন। রিপর্টিং করতে চাইলে শীতের শেষে করুন।
@nitunan1559
@nitunan1559 Год назад
ছোট গাছে ডাল বের হলেই কুড়ি চলে আসে, গাছ ঝোপালো করবো কিভাবে?
@rajgardens
@rajgardens Год назад
কুড়িগুলো কেটে ফেলে দিন।
@priyaghosh4011
@priyaghosh4011 Год назад
Pangi flowar korbo koto inch growbag nabo🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajgardens
@rajgardens Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xcLls6OD0Z4.html
@rajgardens
@rajgardens Год назад
শীতের ফুল করার জন্য গ্রো ব্যাগ নয়, মাটির টব নিন।
@shafiulislam2559
@shafiulislam2559 Год назад
আমড়া গাছে কোন পোকার আক্রমণ থেকে বাঁচবো কিভাবে
@rafiqueuddinshoaib2370
@rafiqueuddinshoaib2370 11 месяцев назад
Pls give Good advice
@nilkanthamondal6690
@nilkanthamondal6690 Год назад
9 টা তো বেজে গেলো
@ashokeroy4066
@ashokeroy4066 Год назад
Dada apnake anek bar request koreche apni jadi apnar phone no ta amake den ta hole khube upaker pabo ami natun bagani apnar advice nea kaj kortam subho sakal
@airwater8814
@airwater8814 Год назад
Kaku kemon achen?
@rajgardens
@rajgardens Год назад
👍
@firojabegam7385
@firojabegam7385 Год назад
Koto dine fol poripurno hoy
@rajgardens
@rajgardens Год назад
কলম অথবা গ্রাফটেড হলে এক বছরের মধ্যেই ফুল এসে যায়।
@fowziavlogs5566
@fowziavlogs5566 Год назад
Amar 12 masi thai misty amra gac ace kintu amra boro hoy na besi karon bolte parben????🇧🇩🇧🇩
@airwater8814
@airwater8814 Год назад
Bivinno prokarer khadyer avab
@rajgardens
@rajgardens Год назад
আজকের ভিডিওটি দেখুন এবং সেই মতন পরিচর্যা করবেন। আর এর মধ্যে যদি গোড়ার খাবার প্রয়োগ না করে থাকেন তাহলে একবার মিশ্র জৈব সার দিন।
@sahacharles9919
@sahacharles9919 Год назад
ফল কিভাবে বেশী ধরবে জানাবেন
@rajgardens
@rajgardens Год назад
আর একবার দেখুন ভিডিওটি।
@MoliCowdori
@MoliCowdori Год назад
আমার গাছে ফুল আসে ফল ও হয় অনেক তবে বর হয়না।কি করব
@rajgardens
@rajgardens Год назад
এই বারোমাসি আমড়া খুব বেশি বড় হয় না ।তবে গাছের গোড়ায় পর্যাপ্ত খাবার এবং ভালো কোন একটি মাইক্রো নিউটনিউট্রিয়েন্ট স্প্রে করলে তুলনামূলক একটু ভালো ফল পাওয়া যাবে।
@aishasinthia5787
@aishasinthia5787 Год назад
ঔষধের নামটা যদি একটু বলে দিতেন আর কি কি খাবার দিব
@sahacharles9919
@sahacharles9919 Год назад
টব কত সাইজের জানতে চাই দাদা
@rajgardens
@rajgardens Год назад
ভিডিওটি না দেখেই প্রশ্ন করছেন।
Далее