Тёмный

টবে লাউ চাষ পদ্ধতি , লাউ গাছের যত্ন ও পরিচর্যা 

grow life
Подписаться 376 тыс.
Просмотров 186 тыс.
50% 1

টবে লাউ চাষ পদ্ধতি
আমাদের মধ্যে অনেকেই বাড়ির ছাদে টবে লাউ চাষ করে থাকেন। কিন্তু সঠিকভাবে টবে লাউ চাষ পদ্ধতি না জানার কারণে ভালো উৎপাদন হয় না বা গাছ সতেজ হয় না। এখানে একে একে তুলে ধরা হলো কিভাবে লাউ গাছের সঠিকভাবে পরিচর্যা , টবে লাউ চাষ পদ্ধতি, টবে লাউ চাষের জন্য মাটি তৈরির উপায়, ও টবে লাউ গাছের রোগবালাই ও রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা। টবে লাউ চাষ পদ্ধতি
লাউয়ের উন্নত জাত
উন্নত জাতের লাউ রোপন করলে সারাবছর ফসল পাওয়া যায়। সারা বছর ফলন দানকারী জাতগুলোর মধ্যে বারি লাউ ১ সবচেয়ে ভালো। এটি একটি বারমাসী জাত। টবে লাউ চাষ পদ্ধতি।
লাউ এর বীজ থেকে চারা তৈরি
ভালো ভালো চারা তৈরি করতে হলে পলিব্যাগে চারা তৈরী করা সবচেয়ে উত্তম। সেক্ষেত্রে লাউ এর বীজ থেকে চারা তৈরির সময় প্রথমে বীজ গুলোকে ১২ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর একটি বীজতলা তৈরি করতে হবে। এর জন্য ৬০ ভাগ দোআঁশ মাটি ৪০ ভাগ শুকনো গোবর ও অল্প পরিমাণ ছাই মিশিয়ে বীজতলা টি তৈরি করে নিন। এবার ভেজানো বীজগুলোকে নতুন তৈরি করা বীছ তলায় বসিয়ে একটি পাটের ছালা অথবা সুতি কাপড় দিয়ে ঢেকে দিন। এরপর কিছুদিন ওই কাপড় বা ছালার উপর কিছু কিছু করে পানি দিয়ে যান। তিন থেকে চার দিনের মধ্যেই বীজ গুলো অঙ্কুরিত হবে। এবার নতুন গজানো বীজ গুলো তুলে আপনার তৈরি করা পলি ব্যাগ গুলোতে স্থানান্তর করুন। পলিব্যাগের মাটি ও দোয়াশ মাটি এবং গোবর এর মিশ্রণ দিয়ে তৈরি হতে হবে। পলিব্যাগে থাকাকালে 10 থেকে 15 দিনের মধ্যে ছোট চারাগুলো রোপণের জন্য উপযুক্ত হয়ে যাবে।
টবে লাউ গাছের পরিচর্যা
ড্রামে বা টবে লাউ চাষ করলে সর্বনিম্ন টবের সাইজ ১৮"×১৮" হতে হবে। এরকম একটি টবে ১-২ টি চাড়া রোপণ করা যাবে।
লাউ চাষের জন্য টবের মাটি তৈরি
লাউ চাষের জন্য মাটি তৈরির সময় টবের নিচে ২" পরিমাণ ইটের সূরকী দেবেন । এর পর মোট মাটির ২৫ ভাগ গোবর বা পাতা পচা সার ও ৭০ ভাগ দোআঁশ মাটি ও ৫ ভাগ ছাই মিশিয়ে টব বোঝাই করতে হবে। এছাড়া মাটিতে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। রাসায়নিক সার গুলোর মধ্যে ইউরিয়া সার ৫০ গ্ৰাম , টিএসপি ৩০ গ্ৰাম , এমওপি সার ২০ গ্ৰাম মিশিয়ে নিন।
এরপর চারা রোপণ করে ড্রাম গুলো নির্দিষ্ট দূরত্বে স্থাপন করুন এবং নিবিড় পরিচর্যার মধ্যে রাখুন। লাউ গাছের জন্য মাচা তৈরি করে দিলে সবচেয়ে ভালো হয় । এতে ভাল ফলন পাওয়া যায়। টবে লাউ চাষ পদ্ধতি।
টবে লাউ গাছে পানি সেচ
টবে লাউ চাষ এর ক্ষেত্রে পানি সেচ দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। লাউ গাছের প্রচুর পানি প্রয়োজন হয়। এজন্য প্রতিদিন সকাল বিকেল দুই বার করে পানি সেচ দিতে হবে। তাছাড়া বাসাবাড়ির প্রতিদিনের মাংস মাছ ধোয়া পানি লাউ গাছে সরাসরি দিয়ে দেবেন এতে গাছের অনেক উপকার হয়। মনে রাখতে হবে কোন কারণে যদি লাউ গাছে পানির অভাব হয় তবে ফলন বাড়াতে হবে এবং ফল ছোট অবস্থাতেই ঝরে যাবে।
লাউ গাছে সার প্রয়োগ
রোপণের সময় প্রয়োগ কৃত সার এর বাইরে ও নিয়মিত জৈব সার প্রয়োগ করতে হবে। এছাড়া গাছের অবস্থা দেখে ইউরিয়া ও অন্যান্য সার গাছের গোড়ার ৬" ইঞ্চি দূরে মাটির সাথে মিশে দিতে হবে।
লাউ গাছের রোগবালাই দমন
লাউ গাছের রোগ বালাই দমন করতে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সাধারনত প্রায় সব ধরনের গাছে রোগ বালাই হয়ে থাকে। এখানে লাউ গাছের রোগ বালাই দমনের প্রাকৃতিক ও রাসায়নিক দুটি পদ্ধতিই আলোচনা করা হলো।
লাউ গাছের রোগ বালাই দমন এর প্রাকৃতিক পদ্ধতি
১, আপনার লাউয়ের মাচায় পাখি বসার ব্যবস্থা করে দিন । পাখি ক্ষতিকর সব পোকা খেয়ে এর দমন করতে সহায়তা করে।
২, এছাড়া একধরনের জৈব ফাঁদ পাওয়া যায় বাজার থেকে এগুলো কিনে এনে ব্যবহার করলে অধিকাংশ পোকা মাকড় এর মধ্যে ধরা পড়ে।
৩, জৈব কীটনাশক প্রয়োগ, লাউ গাছের রোগ বালাই দমন করতে জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন। এই ধরনের কীটনাশক নিম পাতা সেদ্ধ করে বা গাঁদা ফুলের পাতার রস থেকে তৈরি করা যায়। এছাড়া নিমের তেল স্প্রে করেও প্রাকৃতিক পদ্ধতিতে কীট পতঙ্গ দমন করা সম্ভব।
৪, বিষ টোপ ব্যবহার করেও পোকা দমন করা যায়। সে ক্ষেত্রে বিষ টোপ তৈরি করার জন্য 100 গ্রাম থেঁতলানো কুমড়ার সাথে ১০০ গ্ৰাম পানি দিয়ে ০.২৫ গ্ৰাম ডিপটেরেক্স মিশিয়ে এই মিশ্রণটি মাটির পাত্রে ঢেলে টপ বা ড্রামের কাছে রেখে দিন দেখবেন বিভিন্ন রকম পোকা এর মধ্যে আসবে এবং মারা পড়বে। এই বিষ টোপ এর কার্যকারিতা তিন থেকে চার দিন ধরে থাকে। চার দিন পর পর এটি পরিবর্তন করে দিতে হবে।
রাসায়নিক পদ্ধতিতে লাউ গাছের রোগবালাই দমন
১, ফ্রুট ফ্লাই কচি লাউ এর মধ্যে ক্ষত সৃষ্টি করে এবং লাউয়ের কচি কড়া পচে ঝড়ে পরে। এই সমস্যা উপশম করতে ছাই ছিটিয়ে দিন অথবা ডায়াজেনন প্রয়োগ করুন।
২, লাউ গাছ বড় হয়েছে কিন্তু ফুল কম ধরে এরকম হলে টিএসপি ও এমপি সার প্রয়োগ করুন।

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 61   
@salmasultana4006
@salmasultana4006 2 года назад
ভিডিও টা দেখে অনেক কিছু জানতে পারলাম তবে চারা কত বড় হলে গোবর পানি দিবো?কতদিন পর পর দিবো? খৈলের পানি দেয়া যাবে?
@saptaparnanandy7492
@saptaparnanandy7492 2 года назад
কাঁচা গোবর, না শুকনো গোবর দিয়ে তরল সার তৈরী করবো?
@MdJahangirAlam-fd4rr
@MdJahangirAlam-fd4rr 3 года назад
লাউ গাছে কি প্রতিদিন পানি দিতে হয় এবং পানি লাউয়ের গোড়ায় দিতে হবে নাকি একটু দুরে দিতে হবে?
@growlife
@growlife 3 года назад
একটু দূরে পানি দিবেন। প্রতিদিন দিতে হয় , সকালে দেয়া ভালো
@sathimaiti9330
@sathimaiti9330 2 года назад
টবেরগাছ ইসতিরিফূল বেশী আছে পুরুষ ছিলনা পটাশ দিলাম গাছ বি দধি হঢছেনা কি করব
@sajalbanerjee7196
@sajalbanerjee7196 3 года назад
টমেটো গাছ প্রতিষ্ঠাপন করার পর ঝিমিয়ে পড়েছে। কি করতে হবে। এই রোদে সব শীতকালীন সবজি গাছগুলো ঝিমিয়ে পড়ছে বিকেল পর্যন্ত, কি করতে হবে।
@anishaakhter6392
@anishaakhter6392 5 лет назад
Ami half dram e lau gac lagiece sudu joibo sar die...akhn jodi rasayionik sar use korte cai tahole ki korte pari plz bolen
@yummybaking.5267
@yummybaking.5267 5 лет назад
Ami tob r nice khoa dite vule geci just drainage r jaegae dieci kno prob hobe ki??? Pls janaben
@almodinamedia4795
@almodinamedia4795 5 лет назад
স্যার আমার লাউ গাছ 10 থেকে 15 টি আমার লাউ গাছ কিছুদিন ধরে লাল হয়ে যাচ্ছে আমি চার থেকে পাঁচ দিন ধরে পানি দিচ্ছি তারপরও লাল গুলো মিস হচ্ছে না স্যার এখন আমার কি কি করতে হবে যদি একটু বলতেন তাহলে আমার জন্য অনেক উপকার হত
@JohraMita
@JohraMita 5 лет назад
Kub upokari Video. Ami o soro korsi sad bagan ami apnar ai upay try korbo.amar bagan ta dekben plz.
@growlife
@growlife 5 лет назад
Thanks for your comment, I will try my best to promoting organic farming on bangla community.
@Sayim5
@Sayim5 4 года назад
বালু, কমপোস্ট , আর দিয়ে বীজ বুনলে কি হবে। একটু জানাবেন প্লিজ
@saptarshisaha8198
@saptarshisaha8198 3 года назад
Plz bolben lau gachher doga ki dile mota hobe
@growlife
@growlife 3 года назад
নাইট্রোজেন সোর্স ইউরিয়া/গোবর/ ফেলে দেয়া চাপাতা/ জৈব সার এগুলো দিলে মোটা হবে।
@NJH53
@NJH53 5 лет назад
vai law gas narsari takha ana lagaisi 2 month holo.gas akono masai ota nai shakao hoi nai.gas er gorar dika kalo hoia gasa.opra ful ashsa.gas ta ki mora jassa plz janaben akon ki korla tik hoba.
@growlife
@growlife 5 лет назад
পচন জাতীয় সমস্যা মনে হচ্ছে কি ? তাহলে ছাই দেন , আর গোড়ায় পানি প্রয়োগ একেবারেই কমিয়ে দেন , প্রয়োজন এর অতিরিক্ত পানি দেবেন না। পানি বেশি দিলে dumping off মানে গোড়া পচার সম্ভাবনা থাকে। পারলে কিছু শুকনো নিম পাতা গোড়ার চারদিকে দিয়ে রাখুন। এটার কোন ক্ষতিকর প্রভাব নেই। যদি কোন পোকা বা মিন্ট আক্রমণ করে থাকে তবে এগুলো থেকে শুকনো নিমপাতা গাছের গোড়াকে রক্ষা করবে।
@NJH53
@NJH53 5 лет назад
vai ai problem ta hossa 1 month dora.bojtasi na posa dorasa ki na posa gala ato din mora jato na.
@কৃষকেরকথা-ণ২ষ
ধন্যবাদ
@anishaeva2874
@anishaeva2874 4 года назад
ছাই মিশানো মাটিতে কি বাধাঁকপি, বরবটি,ঢেঁড়স চাষ করা যায়?
@fahim790s
@fahim790s 5 лет назад
ভাইয়া আমি কিছু সবজির গাছ লাগিয়ে ছি কিন্তু গাছ গুলো এতো ভালো হইতে ছে না একটু বলবেন কি করতে পারি
@namitabiswas6237
@namitabiswas6237 4 года назад
ছাই দিলে হবে না?
@rumaakterhashi2330
@rumaakterhashi2330 2 года назад
আমার লাউ গাছ কুকড়ে যাচ্ছে এর কি কারন।
@sumaiyamastura9821
@sumaiyamastura9821 5 лет назад
Daily wastage gula blend kore , dile ki hobe ???? R ami daily chal dhua pani ditche.. tar por o pata gula holud hoche... ki korbo??? R onno akta drum e sada sada lac lac poka... ki korle poka gula more jabe ???
@growlife
@growlife 5 лет назад
ম্যালাথিয়ন স্প্রে করেন । ফলে স্প্রে করবেন না। শুধু পাতায় করেন । আর গাছের গোড়ায় কিছু শুকনো নিমপাতা দিয়ে রাখুন
@sajalbanerjee7196
@sajalbanerjee7196 3 года назад
লাউ থেকে রস বেরোচ্ছে, কি করতে হবে।
@simantabiswassimantabiswas8507
@simantabiswassimantabiswas8507 4 года назад
আচ্ছা লাউ গাছের গোড়া ছায়ায় থাকলে কোণ সমস্যা হবে। plz জানিয়েন।
@simantabiswassimantabiswas8507
@simantabiswassimantabiswas8507 4 года назад
টবে না এমনে।
@growlife
@growlife 4 года назад
সমস্যা হবে না
@mdmollah7678
@mdmollah7678 4 года назад
saved
@toiburislamstudent3843
@toiburislamstudent3843 2 года назад
সাদা মাসি বিশ কি দিবে
@nargisakhter3621
@nargisakhter3621 5 лет назад
আমার মিষ্টি কুমড়া গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কিন্তু কি করব বুঝতে পারছি না একটু বলবেন ।
@কৃষকেরকথা-ণ২ষ
মেটাল + বারী ১ বিজ কোনটা বেসী বালো বলবেন ভাই
@nazmakhatun3651
@nazmakhatun3651 3 года назад
💞💞💞💞💞💞
@Itz_Shinpei2010
@Itz_Shinpei2010 3 года назад
Ki kore lau gachher doga mota korbo
@growlife
@growlife 3 года назад
নাইট্রোজেন সোর্স ইউরিয়া/গোবর/ ফেলে দেয়া চাপাতা/ জৈব সার এগুলো দিলে মোটা হবে।
@Itz_Shinpei2010
@Itz_Shinpei2010 3 года назад
@@growlife thanks
@mamunmisad365
@mamunmisad365 4 года назад
ভাই ঢাকায় কোথায় মাটি কিনতে পারব?
@growlife
@growlife 4 года назад
গার্ডেন সয়েল লিখে দ্বারাজে সার্চ করেন পেয়ে যাবেন । অথবা যে কোন নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন। আর মার্কেট থেকে কিনতে চাইলে গুলিস্তানের সিদ্দিক বাজারে পাওয়া যায়।
@mahadiafsana5198
@mahadiafsana5198 4 года назад
niceeeeeeeeeeeeeeeeeeeee
@BikashDas-zo1ty
@BikashDas-zo1ty 4 года назад
লাউ গাছের বৃদ্ধি হচ্ছে না । উপায় বলবেন ।
@asifrayhan7071
@asifrayhan7071 4 года назад
Sundar
@babulchowdhury9595
@babulchowdhury9595 3 года назад
লাউ পাতা পড়া এবং পাতা হলুদ হয়ে যায়
@কৃষকেরকথা-ণ২ষ
লাউ বালো সবজী ফল
@MdSayed-gz2kb
@MdSayed-gz2kb 5 лет назад
Very nice 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@sumaiyamastura9821
@sumaiyamastura9821 5 лет назад
Chai ki patai dibo or matite???
@growlife
@growlife 5 лет назад
মাটিতে দেয়া খুব জরুরি, পাতায়ো কিছু দিতে পারেন
@emdadulhaque144
@emdadulhaque144 5 лет назад
গোবর পানিতে কত দিন পচাতে হবে?
@growlife
@growlife 5 лет назад
২ দিন
@somnathpatra9699
@somnathpatra9699 5 лет назад
Gobor taka naki pocha gobor dete hobe. Koto din jole rakte hobe gobor take
@growlife
@growlife 5 лет назад
৭ দিন রাখবেন পচা গোবর
@mohammedmiah1376
@mohammedmiah1376 5 лет назад
Khagojer cali kee detha parbo
@boishakhitelecom6305
@boishakhitelecom6305 3 года назад
লাউ গাছ পানির অভাবে মারা যাইতেছে।আপনার ভিডিও তে দেখা যায়। আগে এটার সমাধান করুন।
@Emmavlogs1363
@Emmavlogs1363 4 года назад
Bondu kore nilam asa kori bondu kore niben subscribe plz
@কৃষকেরকথা-ণ২ষ
বলেন ভাই
@bashirulahasan5551
@bashirulahasan5551 5 лет назад
nice
@Bossforu69
@Bossforu69 4 года назад
amyader to hoyna
@probodhgharami3513
@probodhgharami3513 4 года назад
এত ঘন কথা বললে কেউ কিছু বুঝতে পারে না।
@merazulashekin405
@merazulashekin405 4 года назад
কোন মাসে বীজ রোপন করা হয়
@growlife
@growlife 4 года назад
এখন বারোমাসি এবং শীতকালীন উভয় রকম লাউ পাওয়া যায় আপনি সারা বছরের যেকোনো সময়ে গাছ তৈরি করতে পারবেন।
Далее
ITZY "GOLD" M/V
03:20
Просмотров 6 млн