আমি Cyprus paypal account খুলছিলাম বাধ্য হয়ে, ১ বছর চালিয়েছি ভালোই, এখন তারা টের পেয়ে গেছে, আমি ইলিগ্যালি তাদের সার্ভিস নিচ্ছি, তাই তারা 600$ ছিল PayPal এ , এটি সহ আমার PayPal account hold করে রাখছে। হয়তো এই 600$ আর কোন দিন পাব না। সব ফ্রিল্যাস্নাররা ই হতাশ PayPal নিয়ে, কবে আসবে PayPal।
আলহামদুলিল্লাহ। আমিও ফ্রিল্যান্সিং করে ভালোই টাকা আয় করছি। যারা এই সেক্টরে আসতে চাইছেন, তাদের সাজেন্ট করব হাতে কম না হলেও ২ বছর সময় নিয়ে ফ্রিল্যান্সিং এর মাঠে নামবেন।
ভাই সবাই শুধু জেলার, থানার নামটাই বলেন, সম্পূর্ণ ঠিকানা দিলে ভালো হয়। আমার বাড়ি শিবচর আমি শিখতে চাই কিন্ত সঠিক গাইড লাইনের অভাবে পারছিনা। যদি তার সাথে যোগাযোগের কোনো ব্যাবস্তা থাকতো,, হয়তো উপকৃত হতাম।
কত টাকা দিছে একাত্তর টিভিকে। সবি মারকেটিং এর দানধা। আমি ৫-৬ বছর ধরে ফ্রিল্যান্সিং করি। এখন ভিক্ষা করার অবস্থা। ভুল করেও কেউ এগুলো চিন্তা করবেন না।আমি নিজে এর প্রমান।
এগুলো সবি মিথ্যা কথা। আমি একজন ওয়েভ ডেভলপার + গ্রাফিকস ডিজাইনার। আমি দেশের যেগুলো সবচেয়ে নাম করা প্রতিষ্ঠান সেখানে থেকে কোর্স করছি। কোন লাভ হয়নি। আমার বয়স শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনো আমি বেকার। ভাবেন তো একবার।
ভাই আমি আমার ছেলে টা কে ফ্রি ল্যানসিং কোর্স করাতে চাই। ৩ মাস বা ৬ মাসের কোর্স করাতে কতো টাকা ফি দিতে হয়। একটু কষ্ট করে জানালে আমার জন্য খুবই ভালো হয়।প্লিজ দয়া করে জানাবেন।ভালো থাকবেন আপনি।
করোনার পরের ২ বছরের কথা উল্লেখ করছেন, আর তার আগে যে ১২ বছরে কত ধৈর্য্য, পরিশ্রম দিতে হয়েছে, সেটা উল্লেখ করতে কষ্ট হয়। এই ধরনের নিউজের কারনেই ফ্রিল্যান্সিয়ে ক্যারিয়ার শুরু করতে চাওয়া ৯৫℅ এ হারিয়ে যায় এবং পরে বলে আঙুর ফল টক।