বড বাই ঘরের চার পাসে যদি টেনের বেড়া হয়ে থাকে তাহলে কি এরকম কিছু বড সিট আছে যেটা দিয়ে টেনের বেড়া দেখা যাবেনা আর দেখতে বেলিং ঘরের দেয়ালের মত দেখাবে বাই place কষ্ট করে নতুন একটা ভিডিওতে যানাবেন 😍
দুঃখীত ভাই। আমরা শুধু কুস্টিয়া জেলার ভেতরে কাজ করি। দূরে কাজ করে পোশায় না। এক্ষেত্রে আপনি লোকাল কোন মিস্ত্রি দিয়ে কাজ করাতে পারেন। আপনার ঘরের সাইজ অনুযায়ী আমাদের এলাকার খরচ হিসেবে প্রায় ১২-১৩ হাজার লাগতে পারে। কিন্তু এলাকা ভেদে রেট কম বেশি হয়ে থাকে
আপনার আর এফ এল কোম্পানির স্টিলের ফিটিংস সহ সবচেয়ে ভালো মানের বোর্ড সহ মোট ৩৫ হাজার লাগবে। মালামাল কিনতে হলে স্থানীয় কোন দোকান থাকলে সেখান থেকে নিতে পারেন, কিংবা আমাদের কাছ থেকে নিতে চাইলে কন্ডিশনে কুরিয়ারযোগে নিতে পারেন। কোন জেলা থেকে বলছেন?