এটা সর্বৈব মিথ্যা। ঠাকুরকে পাথরের পাত্রে ভোগ নিবেদন করা হতো ফণীন্দ্র মালাকারদের বাড়িতে।বিলোনিয়ায় সেই পাত্র সকল আজো যথাযোগ্য সম্মাননায় রক্ষিত।এবং তাতে আজো ভোগ নিবেদিত হয়। জয় দয়ানিধি রাম
শ্রদ্ধেয় গুরুভ্রাতা আমাদের ঠাকুর এতই বিশাল, তার এত এত বিচিত্র লীলা যে আমরা কেবল ২-১ টি ঘটনার মাধ্যমে তার বিশলতাকে সীমাবদ্ধ করার দুঃসাহস করতে পারি না। তবে আমাদের সীমিত জ্ঞান অথবা অজ্ঞানতার মাধ্যমে আমরা যদি দয়ালের কোন একটি লীলাকে মিথ্যা বলে আখ্যায়িত করি তবে তা হবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনি যে রেফারেন্সটি দিয়েছেন সেটি যেমন সত্য তেমনি এখানে বর্নিত ঘটনাটিও ধ্রুব সত্য। কেননা শ্রীশ্রীঠাকুরের অত্যন্ত প্রিয় পার্ষদ ছিলেন শ্রী সদানন্দ চক্রবর্তী মহাশয়। তিনি আমাদের মত সাধারণ গুরুভাই নন। তিনি তার বইতে নিশ্চয়ই তার আরাধ্য সম্পর্কে মিথ্যা কথা লিখবেন না। তাই আসুন এব্যাপারে সত্য মিথ্যার বিচার বাদ দিয়ে শ্রীগুরুর লীলা আস্বাদন করি। পরিশেষে আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করলেন তা আমার নিজেরও জানা ছিলো না। তাই আপ্নার কাছ থেকে আমি নিজেও সমৃদ্ধ হলাম। জয় রাম। গুরু আপনার মঙ্গল করুন।