অসংখ্যা ধন্যবাদ প্রিয় সুহৃদ। আমি অত্যন্ত দু:খিত, আমি এখানে আমার নামটি প্রকাশে অপারগ। নাম প্রকাশেই আমিত্ব আসে৷ এমনিতেই দৈনন্দিন জীবনে আমিত্বের দংশনে দিশাহারা অবস্থা। আরও নাম প্রচারে এই জ্বালা আরও বাড়বে। তাই নাম নিয়ে ঝামেলায় না পরে আসুন গুরু নামগুনে মজে থাকি। জয় রাম, জয় গুরু, জয় সত্যনারায়ণ।।
অত্যন্ত দুঃখিত। আসলে এই পর্ব গুলো অন্তত ৩-৪ বছর আগে রেকর্ড করা হয়েছিলো। তখন আমরা এডিটিং সমন্ধে এতটা বুঝতাম না। তাই এই অনাকাঙ্খিত ভুল গুলো হয়ে গেছে। সামনের দিকের পর্বে এগুলো আস্তে আস্তে কমে যাবে আশা রাখি। অনুরোধ থাকবে আপাতত ভালো করে শুনতে চাইলে হেডফোন ব্যবহার করার জন্য। জয় রাম
আসলে এই রেকর্ড গুলো অনেক আগের তখনকার সময়ে এই বিষয়গুলোতে তেমন ধ্যান রাখা হয় নাই। কিন্তু পরবর্তী আপলোডকৃত ভিডিওগুলোতে এই সমস্যাগুলো সমাধান করা হয়েছে। জয় রাম।।