🥀 কিছু অব্যক্তিত পূর্ণ মানুষের জন্য আজ রাধা গোবিন্দ করের স্থাপন করার এই হসপিটালে দুর্নাম ছড়িয়ে দিলো গোটা বিশ্বময়। এইসব কাজে যুক্ত থাকার প্রতিটি মানুষকে জানাই ধিক্কার। মাননীয় রাধাগোবিন্দ কর কে আমি শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই।🥀21.08.2024.
এই গুরুত্বপূর্ণ তথ্যটি অনেক শেয়ার করলাম বন্ধুদের কাছ।খুব ভালো লাগলো বিখ্যাত রাধা গোবিন্দ করের জীবনী।কিভাবে বঙ্গবাসীর এসব ইতিহাস গুলোকে মুছে ফেলার চক্রান্ত চালিয়ে যাচ্ছে বিভিন্ন অজুহাত দেখিয়ে দায়ভার ঝেড়ে ফেলছে সাধারণ মানুষের ঘাড়ে রাজনৈতিক দল গুলো বর্তমান ঘটে যাওয়া ঘটনা তার সাক্ষী থাকবে।
প্রথম তো, আমি, এই রাধা গোবিন্দ কর, মহান এক জন, জন দরদী,, ব্যক্তিকে,, শতকোটি প্রণাম জানাই __আছ তিনির সন্মান বজায় রেখে,, অন্যত্র দুর্নীতি গ্রস্থ, কর্মী, এই হাসপাতালের কর্মী দের কথা, কার্য কর হিসাবে গুরুত্ব না দিয়ে,, মহান ব্যক্তি দের, শরণাগত, আমরা এই জন সেবার জন্য, বিগত দিনের, হাসপাতাল, বর্তমান এবং অনাগত ভবিষ্যতেও আগবাড়িয়ে নিয়ে যাওয়া, যেতে আমাদেরকে সহায় সহযোগ করা প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার,,,,,, ধন্য বাদ,,,,,,,
Heart-felt respect for beloved soul of Dr.R.G. Kar. It is unfortunate that a heinous crime was happened in a hospital which was a dream of this great man. As a Bengali I feel ashamed.
Really we have learnt today from you about a famous man Dr Radhagobindo Kar.His contribution in medical science to write Medical books in Bengali version.It is a great work.At the same time Dr Bidhan chadra Roy did a great job to establish a Medical college in his name R.G.Kar hospital. Thank you Avijit.