রেল সম্পর্কে আপনার তাইলে আইডিয়া ই নাই। আর যমুনা রেল সেতুর কাজ শেষ হবে এই বছরেই, ডিসেম্বর থেকে ট্রেন চলবে। তখন এক ঘন্টা সময় কমে আসবে, আর সিরাজগঞ্জ বগুড়া রেললাইন শেষ হলে(যদিও শুরুই হয় নাই কাজ) ট্রেনে ১১২ কিমি দূরত্ব কমবে। আর অবশ্যই ট্রেনের ভাড়া বাসের থেকে কম এটাই আসল বিষয়।
@@TajulIslamAkash আমি রেল সম্পর্কে কম জানি না। রেল সেতু উদ্বোধন হবে আমিও জানি।তবে রেলে বাসের থেকে দুরত্ব বেশি,সময় লাগে বেশি।ভবিষ্যতে সিরাজগঞ্জ-বগুড়া লাইন হবে তখন অবশ্যই কমবে।তবে রেলের বড় প্রকল্প শেষ হতে প্রচুর সময় লাগে।আবার ৪ তারিক রেলের ভাড়া বেড়েছে এসব ভুলে গেলে হবে না।
কিছু পাগল মানুষকে বোঁকা বানাচ্ছে, এলেঙ্গা থেকে যমুনা ব্রিজ পর্যন্ত রাস্তা এখনো ৫০% কাজ বাকি। আর যমুনা ব্রিজের পশ্চিম থেকে হাটিকুল পর্যন্ত কাজ শেষ হতে ২০২৬ মেয়াদ, তাহলে কিভাবে রংপুর পর্যন্ত কাজ শেষ পর্যায়ে? দুই একটা ব্রিজের ভিডিও দিয়ে তুমি মানুষকে বোঁকা বানাচ্ছো।
Everybody says dhonnobad or thank you - DESH egiye jache mashallah etc. If asked to thank you Sheikh Hasina , heart er moddhe sound hoy - noujubillaj- choritrohin bangali jati