আপনার ভিডিও দেখে কালকে এই ডিজাইনের সেলোয়ার সেলাই করেছি আলহামদুলিল্লাহ সবার খুবই প্রশংসা পেয়েছি। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর করে বুঝানোর জন্য এখানে ছবি শেয়ারের অপশন পাচ্ছি না নাহলে ছবি শেয়ার করতাম। আবার ও আপনাকে অসংখ্য ধন্যবাদ
আমি ছোট ইউটুবার আমার জন কি দোওয়া করা যায় না খুব সুন্দর আমি আপনাকে ফলো করে আমার দোকানে কাজ করি আপনার দোয়ায় আমার ২৮৫জান সদস্য হয়েছে আপনি আমার ইউটিউব চেলেনটির জন্যদোয়া করবেন ইনশোআল্লাহ নাইচ,,,,,৷৷৷ ৷
আমি নতুন কাজ শিখছি মোবাইল দেখে দেখে।এই ছেলোয়ার বানাইছি সুন্দর হইছে কিন্তু শুজা হয় নাই কেমন জানি কাপরটা বেকা বেকা হয়ে থাকে আপনার মত এত সুন্দর সজা হয় না কেন
@@MstMukta-q9r আপু পায়ের ডিজাইনের সেলাইগুলোর কথা বলছেন মনে হয়।ডিজাইনের সেলাইগুলো দেওয়ার সময় কাপড় টানা যাবেনা কারন, সেলাইগুলো আরায়ারি দেওয়া হয় তখন যদি কাপড় টানা হয় তাহলে কাপড়টা কুঁচকে থাকবে। আর আপনি মনে হয় সেলাই এর সময় কাপড় টেনে সেলাই করছেন তাই কুচকে গেছে।
আসসালামু আলাইকুম সালোয়ারের মুহুরির দিক থেকে যদি উপরের দিকে উঠে থাকে তাহলে খেয়াল করবেন আপনি মহুরি থেকে হাই পর্যন্ত সেলাই দিয়েছেন সেই সেলাইটা একটি রাউন্ড ভাবে সেলাই হয়েছে । সেলাইটা ছুটিয়ে নিবেন। এর পর মহুরি থেকে সেলাইটা একটু সজা করে দিবেন । আসা করছি আপনার সমস্যার সমাধান হবে।ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম প্রশ্ন -কতটুক মাজার জন্য কত টুক রাবার লাগবে? উত্তর -মাজার ফিটিং মাপটা নিবেন। ধরুন ৪০ ইঞ্চি। এখন এই ৪০ কে দুই ভাগ ২০ ইঞ্চি। এই ২০ ইঞ্চির সাথে আরও ৩ ইঞ্চি =২৩ ইঞ্চি রাবার নিবেন। বিদ্রঃ যার যত মাজা হবে সে অনুযায়ী রাবার নিবে। আসা করছি বুঝাতে পেরেছেন। তার পরেও যদি না বুঝেন । নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। এটা নিয়ে ভিডিও দিব ইনশাআল্লাহ।