খুবই ভালো লাগলো। নতুন ধরণের গোলা রুটি। এইভাবেই গোলা রুটি করি। তবে ডিম দিয়ে কখনো করি নি। ঐ টাই নতুন। তবে সুজি মেশাই,ময়দার সাথে -- পরিমাণ মত। যাতে পরোটা বা ভাজা রুটিতে একটা মুচমুচে ভাব থাকে। দারুণ লাগে খেতে। এখন ডিম দিয়ে করার কথা জানলাম। আরও ফাটাফাটি হবে খেতে। নিশ্চয়ই করব এভাবে।
//আমাদের চ্যানেলটি কখনো মনিটাইজ করা হবে না।অর্থাৎ চ্যানেলটি হারাম আয় থেকে দূরে থাকবে এবং আমাদের এক টাকাও আয় হবেনা, শুধুমাত্র সকল ছাত্রছাত্রীরা যেন প্লে - ১০ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা চালিয়ে যেতে পারে সেই জন্যই আমি আমার মেধা ও শ্রম দিয়ে যাচ্ছি।তাই সকলকে অনুরোধ করবো চ্যানেলটির পাশে থাকুন।