আহা!! পূর্ণতা পেলো আমার চেষ্টাটা তোমার মিষ্টি কথামালায় মায়াবতী বোনটি আমার 🥰 সত্যিই ভীষণ সুন্দর রিসোর্ট আর ঢাকার ভেতরেই তাই কম সময়ে যাওয়া যায়।ভীষণ অনুপ্রাণিত হয়ে যাই এভাবে বললে 😍 ভালোবাসা অফুরন্ত 💞 ভীষণ ভালো থেকো সবসময় 💓
আপি ডে লং প্যাকেজে কিছু রাইড তো থাকবেই,যেগুলো আপনি নেন বা না নেন।কস্টটাতো আমি উল্লেখই করে দিলাম।আর বিভিন্ন সময়ে অফার প্যাকেজ তো থাকেই সেটাও আমি বলে দিয়েছি, সাথে ফেইসবুক পেইজ এর লিংক দিয়ে দিয়েছি আপনি যাবার আগে আপনার সুবিধামত ওদের সাথে কথা বলে নিলে খুবই ভালো হয়। ভালোবাসা নিবেন আপি 💓
আমি তো সব বলে দিয়েছি ভাইয়া। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ওদের ফেইসবুক পেইজ এর লিংক দিয়ে দিয়েছি যাবার আগে ওনাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিলে ভালো হয়। অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপি কমেন্টের জন্যে।আপি আমি একবারের জন্যেও এটা বলিনি ৩০০ টাকার কথা আপনি আমার ভিডিও পুরো দেখলেই বুঝতে পারতেন আশা করি। আমি আমার সব ভ্লগে যখন যেখানে যতো টাকা ছিলো ওটাই উল্লেখ করে দেই। আবার এটাও বলে দেই বিভিন্ন সময়ে অফার,প্যাকেজ দিয়ে থাকেন সেটা জেনেই যেতে বলি।আর আমি যেটা উল্লেখই করিনি সেটা আমার ভ্লগে কমেন্ট করলে তো আমার আসলে বলার কিছুই নেই। ভালো থাকবেন আপি 💓
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। পুরোপুরি বিবরন ভিডিও তে দেয়া আছে, একটু কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও টি দেখে নিলেই বুঝতে পারবেন আশা করি। ভালো থাকবেন সবসময়।
আপি ভিডিও তে আমি পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে দিয়েছি, তারপরও যাবার আগে ওখানে যোগাযোগ করে জেনে নিতে পারেন কারণ বিভিন্ন সময় বিভিন্ন অফার প্যাকেজ থাকে। ভালোবাসা নিবেন আপি 💓