Тёмный

ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি ২০২৪ |শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি ঢাকা দক্ষিন, সিলেট| Madhory Activities 

Madhory activities
Подписаться 684
Просмотров 48
50% 1

কলিযুগের যুগ অবতার মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের মন্দির ঃ-বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায়।দেশ-বিদেশে শ্রী চৈতন্য দেবের বাড়ি, শ্রী চৈতন্য দেবের পৈতৃক বাড়ি, শ্রী চৈতন্য দেবের বসত বাড়ি প্রভৃতি নামে বহুল পরিচিত, মন্দিরটির অবস্থান ঢাকা দক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামে।
শ্রী চৈতন্য দেবের দাদা শ্রী উপেন্দ্র মিশ্রের বাড়ি ছিল ঢাকা দক্ষিণের মিশ্রপাড়ায় যেখানে তার পিতা শ্রী জগন্নাথ মিশ্র এবং মাতা শচীদেবী বিবাহ পরবর্তী সময়ে বসবাস করতেন। বিবাহের কিছু দিন পর শচীদেবীর গর্ভবতী হলে তার দিদিমা স্বপ্নে দেখেন যে এই সন্তান হচ্ছেন স্বয়ং ভগবান; তবে শচীদেবীর সন্তান যেন অন্যত্র ভূমিষ্ঠ হয়। তাই তিনি শ্রী জগন্নাথ মিশ্র এবং শচীদেবীকে নবদ্বীপে পাঠিয়ে দেন ও বলেন যেন তার নাতি তার সাথে দেখা করতে আসেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার দিদিমার কথা রক্ষার জন্য ঢাকা দক্ষিণে আসেন এবং সেখানে ২ দিন অবস্থান করেন। তিনি ঠিক কবে এখানে এসেছিলেন তা জানা না গেলেও, তবে ধারণা করা হয় যে সেটি চৈত্র মাসের কোন এক রবিবার ছিলো।
শ্রী চৈতন্য চৈত্র মাসের কোন এক রবিবারে এখানে এসেছিলেন বলেন প্রতি বছর চৈত্র মাসে তার আগমন উপলক্ষে এখানে উৎসবের আয়োজন করা হয়। মাসব্যাপী চলমান এই উৎসবে মেলা, সংকীর্তন, পূঁজা প্রভৃতির ব্যবস্থা করা হয়।
কীভাবে যাবও?
বাংলাদেশের যেকোন স্থান হতে সিলেট এসে সেখান থেকে সরাসরি বা গোলাপগঞ্জ এসে সেখান থেকে ঢাকা দক্ষিণ ইউনিয়নের মিশ্র পাড়ায় আসা যায় স্থানীয় যানবাহনে চড়ে। সিলেট আসার জন্য ভালোমানের এসি/নন এসি বাস, আন্তঃনগর ট্রেন, বিমান পরিবহন ব্যবস্থা রয়েছে। সেখান থেকে সড়ক পথে আসতে হবে।
Follow Me On Insta :-
/ madhory_paul

Опубликовано:

 

28 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 1,7 млн
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 3,1 млн