সাংবাদিক সাহেব টুকাইদের কে বেছে বেছে চিহ্নিত করেছেন ছাত্রদের থেকে সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এমনি করে প্রত্যেকটা সত্য নিউজ তুলে ধরুন আপনাদের নিউজ তো সব সময় দেখি সরকারের পক্ষে বিটিভি নিউজ এর মত যদি পারেন যমুনা টিভির মতো সৎ সাহস নিয়ে রিপোর্ট করেন।
আপনি তো জ্যেতিষী আন্দোলন কারিদের মারতে আসছে সরাসরি বলে দিয়েছেন ? এখানে নিরপেক্ষ ভাবে বলা উচিৎ ছিল বহিরাগতরা এখানে এই সময় আসছে কেন ? আইনিব্যবস্থা নেওয়া হোক।
বিএনপি না জড়ালে আন্দোলন আরো বেগবান হতো আমাদের এই আন্দোলন তো রাজনৈতিক আন্দোলন না তাহলে কোনো দলের দরকার তো নাই আমাদের আওয়ামীলিগ বিএনপি কারো দরকার নাই বিএনপি নিজে থেকে এসে আমাদের ক্ষতি টা করলো😢
মোহোনা চ্যানেল সাপোর্ট করতাম না,সরকারি দালালি করার জন্য।আজ আপনাদের নিউজ দেখে একটু বিশ্বাস অর্জন করতে পেরেছে।সত্যের পথে থাকুন,সত্য প্রকাশ করুন,সত্যের পাশে দাঁড়ান।শুভকামনা ভালবাসা।
সংবাদিক ভাই কে অসংখ্য ধন্যবাদ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত শিক্ষাপ্রতিষ্ঠানে বহিরাগতের প্রবেশ সাধারন চিহ্নিত করল।এরাই তো ছাত্রীদের শরীরে হাত দিয়ে লাঞ্চিত করেছিলো। এরা কাদের ডাকে ঢাবি তে প্রবেশ করল,দায়িত্বশীলদের কি ভুমিকা ছিল।
এগুলোকে ছাত্রলীগ ভাড়া করে নিয়ে আসছে আমাদের ছাত্রছাত্রীদের মারার জন্য, আমি ধন্যবাদ জানাই মোহানা টিভির সাংবাদিক ভাইকে, এভাবে সত্য তুলে ধরে বাংলাদেশের মানুষদের দেখানোর জন্য, আমার মতে বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করা হোক?