কখনও কখনও আপনার পোশাকটি নিজেই কথা বলে; কখনও কখনও একটি সাধারণ পোশাকও অসাধারণ হয়ে উঠতে পারে। তাই পোশাক ক্রয়ে যত্নশীল হোন, তাহলে আপনার আত্মবিশ্বাসও নিজের যত্ন নেবে!!! :এই সাধারণের মধ্যে অসাধারণ পোশাক কিনতে চলে আসুন BARNOi ব্র্যান্ডের ঠিকানায়ঃ barnoi.com
ঢাকা সিলেট মহাসড়ক প্রসারিত করা খুবই প্রয়োজন এই মধ্যে ডিভাইডার দিয়ে ভাগ করে দেওয়া উচিত আমাদের ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগররে মধ্যে গতকাল একটি মঠর সাইকেল এক্সিডেন্ট হয়ে চালক সাথে সাথে মারা যায়।।
শুনেছি ঢাকা সিলেট মহাসড়কে ৮২৯ একর জমি অধিগ্রহণ প্রয়োজন কিন্তু এতদিনে জমি অধিগ্রহণ হয়েছে মাত্র ৯৭ একর!আর জমি অধিগ্রহণ না হওয়ায় নাকি ঠিকাদাররা বেশির ভাগ জায়গায় কাজ শুরু করতে পারতেছে না আমার মনে হয় সড়ক পরিবহন উপদেষ্টার আলাদা ভাবে ঢাকা সিলেট মহাসড়কের কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করা উচিত এবং সমস্যা গুলো দ্রুত সমাধান করে কাজে গতি নিয়ে আসা উচিত
রুবেল ভাই, আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনার প্রতিটা ভিডিও মনোযোগ দিয়ে দেখি, আপনার ভিডিওগুলি আমার অনেক ভালোলাগে।রুবেল ভাই অনেক দিন হয়ে গেছে আপনার বন্ধু সামির ভাই এ-র কোনো ভিডিও পাচ্ছি না।সামির ভাই কেমন আছেন তা কিছুই জানি না। তিনি ভালো আছেন তো ? আশাকরি কমেন্টে জানাবেন।
৪ লেনই হয়না।আবার ৬ লেন। প্রচুর জমি নস্ট হবে। এর চেয়ে প্রাইভেট ভেহিকল কমিয়ে পাবলিক ট্রান্সপোর্ট বাড়াতে হবে।নয়ত ১২ লেন দিয়েও কাজ হবেনা।(সিংঙ্গাপুর থিওরি)
অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই একটা দিনও যেন বাড়ানো না হয়। টাইম মতো যাতে এই প্রকল্পের কাজ শেষ হয়। এটা একদম একটা সহজ কাজ। একটা টাকাও এক্সট্রা দিবেন না।