Тёмный

তাফসিরে উম্মুল ক্বোরআন" এর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন এ.কে.এম. মনোহর আলী 

Holy Voice Of Islam
Подписаться 2,2 тыс.
Просмотров 162
50% 1

সিলেটের পরিচিত মুখ, সাংবাদিক, কলামিষ্ট, বহুগ্রন্থ প্রণেতা, বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই জিহাদী এর সংকলিত "তাফসিরে উম্মুল ক্বোরআন" এর প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এর মহাসচিব কামাল বাজার মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ.কে.এম. মনোহর আলী।
#তাফসিরে_উম্মুল_কুরআন_এর_প্রকাশনা_অনুষ্ঠান
#কুরআন_চর্চার_চেয়ে_পৃথিবীতে_বড়_কোন_কাজ #হতে_পারেনা #আল্লামা_কামাল_উদ্দিন_জাফরী
আন্তর্জাতিক ইসলামী স্কলার, দেশবরণ্যে আলেমে দ্বীন ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল্লামা ড' কামাল উদ্দিন জাফরী বলেছেন, মহাগ্রন্থ আল কুরআন হচ্ছে মানবতার মুক্তির সনদ। কুরআন সুন্নাহ হচ্ছে আমাদের জীবনের গাইডলাইন। পৃথিবীতে যত গবেষণা আছে এরমধ্যে সবচেয়ে বড় গবেষণা হচ্ছে কুরআনের চর্চা। কুরআনুল কারিমকে সহজভাবে মানুষের মনে প্রবেশ করানোর অন্যতম মাধ্যম হচ্ছে তাফসীর। প্রত্যাশা করি সিলেটের প্রথিতযশা আলেমে দ্বীন মাওলানা আব্দুল হাই জিহাদীর তাফসীরে উম্মুল কুরআন উম্মাহের কল্যাণে কাজ করবে। কুরআন হাদীসের প্রসার প্রচার ও চর্চায় সাধ্যমত পৃষ্ঠপোষকতা দিতে হবে। কুরআন হাদীসের আলো সমাজে ছড়িয়ে দিতে পারলে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে।
তিনি মঙ্গলবার বিকেলে সাংবাদিক, কলামিস্ট, বহুগ্রন্থ প্রণেতা, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই জিহাদী সংকলিত তাফসিরে উম্মুল ক্বোরআন এর প্রকাশনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবু তায়্যিব সৎপুরী ও লে. কর্ণেল (অব:) সৈয়দ আলী আহমদ এর যৌথ সভাপতিত্বে এবং ফখরুল ইসলাম খানের পরিচালনায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরণ্য রাজনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ফজলুর রহমান, শিক্ষাবিদ অধ্যক্ষ কবি আবুল কালাম আজাদ খান, বিশিষ্ট আলেমে দ্বীন শাইখ তাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী ও কামাল বাজার মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ কে এম মনোহর আলী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই জিহাদী। তিনি বলেন, আমি আমৃত্যু কুরআন সুন্নাহ ও ইসলামের খেদমতে কাজ করে যেতে চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মাওলানা আহমদ শাশুকি আফিফি, মাওলানা আবুল কালাম চৌধুরী, মাওলানা শামসুল কারিমি, মাওলানা আব্দুর রকিব হক্কানী, মাওলানা আবু সাইদ রউফি, হাফিজ মাওলানা নুর উদ্দিন, অধ্যাপক আব্দুল ওয়াছে, জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা সোলাইমান আহমদ, মাওলানা রাজিব আহমদ, হাফিজ আতিকুল ইসলাম প্রমুখ।

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Human vs Jet Engine
00:19
Просмотров 110 млн
Наши дети захватили кухню!
00:59
Просмотров 157 тыс.
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 3,5 млн
Human vs Jet Engine
00:19
Просмотров 110 млн